৪১তম বিসিএস প্রশ্ন ও সমাধান (41th BCS Complete MCQ Question and Best Solution Treasure)

বিসিএস প্রস্তুতি যদি পরিকল্পিতভাবে ঠিকঠাক করা যায়, তাহলে হাজার হাজার প্রার্থীর মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে এগিয়ে রাখা সম্ভব। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে হলে বেশি বেশি এমসিকিউ সলভ করার বিকল্প কিছু নেই। প্রশ্নব্যাংক এইজন্য সমাধান করতে বলা হয় যাতে প্রশ্নের ধরন সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়৷ এছাড়াও প্রশ্নব্যাংক সমাধান করতে যেয়ে দেখবেন একই তথ্য থেকেই ঘুরেফিরে প্রশ্ন করছে। কিংবা একই টপিক থেকে একাধিক বছর প্রশ্ন এসেছে। সেজন্য দরকার প্রশ্ন সলভ করার সময় সেই প্রশ্ন সম্পর্কিত টপিক পড়ে ফেলা। নিচে ৪১তম বিসিএস এর সব প্রশ্নোত্তর দেওয়া হল।

১। বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয় = তত্তাবধায়ক সরকার
২। সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয় = ৪র্থ
৩। কোন উপজাতিটির আবাস্থল ‘ বিরিশি; নেত্রকোনায় = গারো
৪। বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারসাম্য রক্ষা হয় = IMF –এর বেইল আউট প্যাকেজ
৫। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয় =শশাঙ্ক
৬। বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন = সম্রাট পঞ্চম জর্জ
৭। ঢাকা শহরের গোড়াপত্তন হয় =মুঘল আমলে
৮। স্টিভ চেন ও চাডলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি ইউটিউব প্রতিষ্ঠা করে = জাবেদ করিম
৯। পাকিস্তান কবে বাংলাদেশেক একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে = ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
১০ । বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ? = বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

41st BCS Question and Solution
১১ । সংবিধানের কত অনুচ্ছেদে বৈদেশিক নীতি = ২৫
১২। বাংলাদেশের সর্ব দক্ষিণে = সেন্টমার্টিন
১৩। বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য = ৫টি
১৪। কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয় ? = বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
১৫। কে বীরশ্রেষ্ঠ নয় = মুন্সি আব্দুর রহিম
১৬। বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন করে হয় = ৭ মার্চ ১৯৭৩
১৭। প্রান্তিক হৃদ কোথায় = বান্দরবান
১৮। লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করে = ২২-২৪ ফেব্রুয়ারি
১৯। বঙ্গবন্ধুক জুলিও কুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয় = ২৩মে ১৯৭৩
২০। ঐতিহাসিক ছয় দফায় যে দাবিটি ছিল = স্বতন্ত্র মুদ্রা ব্যবস্থা

২১। মাৎসনায় বাংলার কোন সময়কাল = ৭ম-৮ম
২২। বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় =আলাউদ্দিন হোসেন শাহ
২৩। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করে = নওয়াব আব্দুল লতিফ
২৪। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী = খাজা নাজিমউদ্দিন
২৫। আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় = খাগড়াছড়ি
২৬। বাংলার সেন বংশের শেষ শাসন কর্তা = লক্ষণ সেন
২৭। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম = পুণ্ড্র
২৮। কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয় = সন্তোসে
২৯। মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮ , থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয় = ১১ এপ্রিল, ১৯৭১
৩০ । কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য = ৭ (খ)সাধারণ জ্ঞান: আন্তর্জাতিক অংশের সমাধান

১। শান্তিতে নোবেল -২০১৯ যে কারণে = ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সীমান্ত চুক্তি
২। রোহিঙ্গা গণহ্যার রায়ে = চারটি নির্দেশনা
৩। ইনকা সভ্যতা = দক্ষিণ আমেরিকা
৪। রাশিয়ার সামরিক ঘাঁটি বিদ্যমান = ভিয়েতনাম
৫। মুদ্রা তহবিল = ১৯৪৫
৬। ফিনল্যান্ডের কলোনী ছিল = সুইডেন
৭। এশিয়া – আফ্রিকাকে পৃথককারী প্রণালি = বাব এল মানদেব
৮। কলকাতা থেকে দিল্লিতে রাজধানী = ১৯১২
৯। করোনাকে প্যানডেমিক ঘোষণা = বিশ্ব স্বাস্থ্য সংস্থা
১০। ডেমোক্রাটিক দলের মনোয়ন পেতে ডেলিগেট প্রয়োগন = ১৯৯১

১১। টি আই যে দেশের সংস্থা = জার্মানি
১২। Weapon of Mass Destruction (WMD)
১৩। ক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্ট (ডাব্লিউজেপি) গতকাল বুধবার ‘আইনের শাসন সূচক-২০২০’ শীর্ষক প্রতিবেদনে শীর্ষ দেশ = ডেনমার্ক
১৪। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা ? = জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাড
১৫। রোহিঙ্গা গণহত্যার মামলা করে = গাম্বিয়া
১৬। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে = সিয়েরা লিওন
১৭। জাতিসংঘ নামকরণ করে = রুজভেল্টে
১৮। কোন মুসলিম দেশ ন্যাটোর সদস্য = তুরস্ক
১৯। ন্যাটো কবে প্রতিষ্ঠতি হয় = ১৯৪৯
২০। জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর = এঞ্জেলা মারকেল: বাংলা অংশের সমাধান

১। ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রুপ = ফলা
২। পাচলিকার হিসেবে সর্বাধিক খ্যাতি কার ছিল = দাশরথি
৩। চারণকবি হিসেবে বিখ্যাত কে ? = মুকুন্দদাস
৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ’নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র = চারুলতা
৫। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ = শশব্যস্ত
৬। অপিনিহিতির উদাহরণ কোনটি = আজি> আইজ
৭। কুসীদজীবী বলতে বোঝায় = সুদখোর
৮। অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি = আলুনি
৯। বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেন কে? = রামচন্দ্র বিদ্যাবাগীশ
১০। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান = সৈয়দ শামসুল হক

১১। বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস = চোখের বালি
১২। জেল জীবন কেন্দ্রিক উপন্যাস = গঙ্গা
১৩। ডিঙি টেনে বের করতে হবে । কোন ধরনের ব্যাকের উদাহরণ = ভাববাচ্য
১৪। বাংলা সাহিত্যে কালকুট নামে পরিচিত = সমরেশ মজুমদার
১৫। পরানের গহীন ভিতর –কাব্যের রচয়িতা = সৈয়দ শামসুল হক
১৬। ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা = স্মৃতিস্তম্ভ
১৭। এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো – এ বাক্য কোন ধরনের =নির্দেশাত্মক
১৮। ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্বকে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নমই = বাক্যতত্ত্ব
১৯। কোন বানানটি শুদ্ধ = মনঃকষ্ট
২০। প্রচুর+ য= প্রাচুর্য কোন প্রত্যয় = তদ্ধিত

২১। সব কিছু নষ্টদের অধিকারে যাবে- গ্রন্থটির রচয়িতা কে ? = হুমায়ুন আজাদ
২২। মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক = কী চাহ হে শঙ্কচিল
২৩। তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি ? = নাঢ়াই – শওকত আলী
২৪। কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে বৃটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে । কোন বইটি বাজেয়াপ্ত হয় ? = বিষের বাঁশি

২৫। চর্যাপদের টীকাকারের নাম কী ? = মুনিদত্ত
২৬। কোন বানানটি শুদ্ধ ? = স্বত্ব
২৭। ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের পটভূমিকায় লেখা উপন্যাস = চিলেকোটার সিপাই ।
২৮। জীবনী সাহিত্য ধারা গড়ে ওঠে = শ্রীচৈতন্যদেব
২৯। গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকাটি কোন স্থান থেকে প্রকাশিত হয় = কুষ্ঠিয়া জেলা র কুমার খালী
৩০। ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর প্রতিবাদে কোন উপচার্য পদত্যাগ করেছিলেন ? = বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে

৩১। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযুদ্ধ নিয়ে একটি উপন্যাস রচনা করেছেন যা ১৯৭২ সালে প্রকাশিত হয়। উপন্যাসটির নাম কী ? = ১৯৭১
৩২।সোমেত্ত শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে = সমর্থ
৩৩। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কী বলে ? = অক্ষর
৩৪। ইংরেজি ভাষায় জীবনানন্দ দাশের ওপর গ্রন্থ লিখেছেন = ক্লিনটন বি সিলি
৩৫। বাবা ছেলের দীর্ঘায়ু কামনা করলেন – এই পরোক্ষ উক্তির প্রত্যক্ষ হবে = বাবা ছেলেকে বললেন, ‘’তুমি দীর্ঘজীবী হও’’।ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা অংশের সমাধান

১। বেঙ্গল ফ্যান ভূমিরুপটি কোথায় অবস্থিত? = বঙ্গোপসাগরে
২। একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চলসমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম = আইসোহাইট
৩। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি = পুন্ড্রবর্ধন
৪। নিচের কোনটি সত্য নয় = গোবী মরুভূমি ভারতে অবস্থিত
৫। দক্ষিণ গোলার্ধে উষ্ণমাস কোনটি ? = জানুয়ারি
৬। UDMC = Union Disaster Management Committee
৭। মার্বেল কোন ধরনের শিলা = রুপান্তরিত
৮। মধ্যম উচ্চতার মেঘ কোনটি ? = স্ট্রেটাস
৯। ২০১৫ সালের প্যারিস চুক্তির সাথে সম্পর্কিত বষিয় = জলবায়ু পরিবর্তন হ্রাস
১০। বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত? = সুন্দরবনের দক্ষিণেকম্পিউটার এবং তথ্যপ্রযুক্তি অংশের সমাধান

১। সঠিক নয় (A+B)’=A’+B’
২। apache is one type of http server/ Web server
৩। Microsoft IIS হচ্ছে web server
৪। ব্লুটুথ ১০-১০০ মিটার
৫। NAND
৬। যোগাযোগ দূরত্ব সবচেয়ে কম bluetooth এর
৭। ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল – সবগুলো
৮। স্টার টপোলজি তে হাব ব্যবহার করা হয়।
৯। API Stands for Application Programming interface
১০। Oracle Antivirus নয়

41 BCS Question and Solution

১১। machine Language binary code – এ লিখা হয়
১২। RFID Radio Frequency Identification
১৩। 100 er 1 compliment 011
১৪। কম্পিউটার বুট করতে পারে না যদি LOADER না থাকে
১৫। একটি সিস্টেম যেখানে আইটেমগুলো এক প্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত দিয়ে সরানো হয় তা হচ্ছে queue

বিজ্ঞান অংশের সমাধান

১। কাঁদুনে গ্যাসের অপর নাম = ক্লোরোপিক্রিন
২। আলোকবর্ষ ব্যবহার করে কী পরিমাপ করা হয়? = দূরত্ব
৩। সূর্যের নিকটতম নক্ষত্রের নাম = প্রক্সিমা সেন্টরাই
৪। ইলেকট্রিক বাল্ব এর ফিলামেন্ট দ্বারা তৈরি = টাংস্টেন
৫। ১০০ ওয়াট –এর একটি বৈদ্যুতিক বাল্ব ১ ঘণ্টা চললে কত শক্তি ব্যয় হবে? = ৩৬০০০০ জুল ।
৬। গ্রাফিন কার বহুরুপী ? = কার্বন
৭। আইনস্টাইন নোবেল পুরস্কার পান = আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখার করার জন্য
৮। কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে ? = সাগরের পানিতে
৯। হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় যে রক্তনালী = arteries

41st BCS Question and Solution
১০। প্রোটিন তৈরি হয = অ্যামিনো এসিড থেকে
১১। নদীর পানির ক্ষেত্রে কোনটি সঠিক COD> BOD ( একই পানিতে BOD অপেক্ষা COD বেশি হয়। )
১২। পাথ ফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল = ১৯৯৭ সালের ৪জুলাই
১৩। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? = স্ট্রাটোস্ফিয়ারে
১৪। কোনটি পানিতে দ্রবীভূত হয় না = ক্যালসিয়াম কার্বনেট
১৫। মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন? = উপরের কোনোটিই নয় । সঠিক উত্তর ১২০ দিনগাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতাঃ

১। X+2 ⅓+2 ⅔ =0 হলে, X^3+6 এর মান কত? = 6x
২। 5^2+8.5^x+16.5^x=1 হলে, x এর মান কত? = -2
৩। 0.12+0.0012+0.0 00012+…..ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল = ৪/৩৩
৪। ত্রিভুজ ABC এর <A=40 ডিগ্রি এবং <B=80 ডিগ্রি । <C এর সমদ্বিখন্ডক AB বাহু কে D বিন্দুতে ছেদ করলে <CDA = ১১০º
৫। ৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে? = ৩০
৬। √-8*√-2=কত = -4
৭। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল? = ২৭√৩
৮। 5/12 , 6/13, 11/24 এবং ⅜ এরমধ্য বড় ভগ্নাংশটি = ৬/১৩
৯। |x-2| < 3 হলে, m এবং n এর কোন মানের জন্য? উত্তরঃ m=2, m=20
১০। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে = ৫%

41th BCS Question and Solution

১১। চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়লে চিনি বাবদ খরচ একই থাকবে ১১^১/৯
১২। a+b = 7 এবং ab = 12 হলে 1 / a^2 + 1/b^2 এর মান কত? = ২৫/১৪৪
১৩। বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? = ৯৬৮
১৪। log2 log√e^e^2 = 2
১৫। নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা = ১৮/৩৬
১৬। 1*3.33*7.1 = ২.৩৬
১৭। একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার 5%বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? = ০.২৫% কমেছে
১৮। কোন বানানটি শুদ্ধ? = Encyclopedia
১৯। ঘড়ি: কাঁটা: থার্মোমিটার:? = পারদ
২০। ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?= ৩৩

41th BCS Question and Solution

২১। ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে, সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা ___. = ১/২২
২২। 50 মিনিট আগে সময় ছিল 4 টা বেজে 45 মিনিট, 6 টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে = ২৫ মিনিট
২৩। স্ক্রু ও ঘড়ির কাটার ঘূর্ণন গতির দিক? = একই দিক
২৪। ”তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন”——– সাহেবের কথা। = ভুট্রো
২৫। রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে, ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন, তারপর ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাটছেন? = দক্ষিণ
২৬। নিচের কোন অক্ষর গুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায় = অহোরাত্র
২৭। যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয়, তবে মাসের 18 তম দিন কি বার হবে? = বুধবার
২৮। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে? = ৬৮
২৯। “RELATION” এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে? = ক
৩০। ৫ জন ব্যক্তির ট্রেনে ভ্রমণ করেছেন তারা হলেন ক খ গ ঘ ঙ। ক হলেন খ-এর মা, গ আবার ঙ এর স্ত্রী খ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী, ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কি? = শ্বশুরEnglish Part Solution

1.`Lady Chatterley’s Lover’ was written by the author of ___ = The Rainbow
2. Identify the word that can be used as both singular and plural: = wood
3. ‘Shylock’ is a character in the play ____ = The Merchant of Venice
4. `Vanity Fair’ is a novel written by ___ = William Makepeace Thackeray
5. `Pip’ is protagonist in Charles Dickens’ novel ____ = Great Expectations
6. `I will not let you go.’ In this sentence `go’ is a/an ___ = infinitive
7. When Ushashi entered ____ the room everybody stopped talking. = no preposition
8. The play `The Birthday Party’ is written by ____ = Harlod Pinter
9. Find out the correct passive form of the sentence `Who taught you French?’ = By whom were you taught French?
10. `The old man was tired of walking.’ Here `Walking’ is a/an ___ = gerund

41th BCS Question and Solution

11. Which one is a correct sentence? = The doctor examined my pulse.
12. Who is the author of the first scientific romance `The Time Machine? = H.G Wells
13. `Call me if you have any problem regarding your work.’ Here `regarding’ is a/an ___ = preposition
14. Which one of the following is a common gender? = sovereign
15. `To win a prize is my ambition,’ The underlined part of the sentence is a/an ___ = Noun Clause
16. Choose the word opposite in meaning to `terse’; = Detailed
17. `Who’s that?’ In this sentence `that’ is a/an __ = pronoun
18. Select the correct comparative form of the sentence `A string of pearls was not so bright as her teeth.’ = Her teeth were brighter than a string of pearls.
19. `Come on, it’s time to go home.’ Here `home’ is a/an ___ = adverb
20. `Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare.’ In this sentence the verb `arrived’ is ___ = intransitive

41th BCS Question and Solution

21. What is the noun form of the word `know’? = Knowledge
22. `Why, then, it’s none to you, for there is nothing either good or bad, but thinking makes it so.’ This extract is taken from the drama ____ = Hamlet
23. “Time held me green and dying, though I sang in my chains like the sea.” These lines have been quoted from dylan, Thomas’ poem__ = Fern Hill
24. One whose attitude is `eat, drink and be merry’ is ___ = epicurean
25. Was this the face that launch’d a thousand ships, And burnt the topless towers of Hium’? Who speaks the famous lines? = Faustus
26. Identify the correct spelling: = questionnaire
27. Which `but’ is a preposition? = What can we do but sit and wait.
28. Who is not a romantic poet? = T. S. Eliot
29. In Shakespeare’s play Hamlet. Hamlet was prince of __ = Denmark
30. `Made weak by time and fate, but strong in will To stove, to seek, to find, and not to yield’ is taken from the poem written by __ = Alfred Tennyson

41th BCS Question and Solution

31. `Give somebody a piece of your mind means to __ = tell someone that you are very angry with them.
32. `I shall help you provided you obey me.’ Here the underlined word is a/an __ = conjunction
33. Adela Quested and Mrs. Moore are characters from the novel ___ = A passage to India
34. The Character `Alfred Doolittle is taken from Shaw’s play titled__ = Pygmalion
35. The poem `The Love Song of J. Alfred Prufrock’ is written by ___ = T. S. Eliotমূল্যবোধ, সুশাসন ও নৈতিকতাঃ

১। প্লেটো “সদগুণ ” বলতে বুঝিয়েছেন? = প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়
২। মূল্যবোধ দৃঢ় হয়—-? = শিক্ষার মাধ্যমে
৩। “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক” কে এই উক্তি করেন? = মিশেল ক্যামডেসাস
৪। সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল।- এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? = বিশ্বব্যাংক
৫। Political Ideals গ্রন্থের লেখক কে? = Bertrand Russell

৬। কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত? = ইতিবাচক মূল্যবোধ
৭। কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন? = ইমানুয়েল কান্ট
৮। সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো? = সমাজ
৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে? ? = অনুচ্ছেদ ১৮
১০। মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো? = উপরের সবগুলো

Detailed Explanation

1. সংবিধানের কত অনুচ্ছেদে বৈদেশিক নীতি পরিচালিত হয়?
২২২৩২৪২৫
Explanation : “সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ হল, “” জাতীয় সার্বভৌমত্ব ও সমতার প্রতি শ্রদ্ধা, অন্যান্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান এবং আন্তর্জাতিক আইনের ও জাতিসংঘের সনদে বর্ণিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধা-এই সকল নীতি হইবে রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি এবং এই সকল নীতির ভিত্তিতে
(ক) আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তিপ্রয়োগ পরিহার এবং সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করিবেন(খ) প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা নির্ধারণ ও গঠনের অধিকার সমর্থন করিবেন; (গ) সাম্রাজ্যবাদ, ঔপনিবেশিকতাবাদ বা বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করিবেন৷”””
2. বাংলাদেশের সর্বদক্ষিণে কোনটি অবস্থিত?
দক্ষিন তালপট্টিসেন্টমার্টিননিঝুম দ্বীপভোলা
Explanation: বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান সেইন্ট মার্টিনের ছেড়া দ্বীপ। ছেঁড়া দ্বীপ অপশনে না থাকলে সেইন্ট মার্টিন হবে।
3. বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য?
৩ টি৪ টি৫টি৬ টী
Explanation: বাংলাদেশের সাথে ভারতের সীমান্তবর্তী রাজ্য হল, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম।
4. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ বাংলাদেশে এনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের পাশে সমাহিত করা হয়?
সিপাহী মোস্তাফা কামালমুন্সি আব্দুর রউফনূর মোহাম্মদ শেখবীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
Explanation: 2009 সালের ১০ ডিসেম্বর ভারতের ত্রিপুরা থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ বাংলাদেশে এনে সমাহিত করা হয়।
5. কে বীরশ্রেষ্ঠ নয়?
সিপাহী মোস্তাফা কামালমুন্সি আব্দুর রউফমুন্সি আব্দুর রহিমনূর মোহাম্মদ শেখ
Explanation: মুন্সী আব্দুর রহিম বীরশ্রেষ্ঠ নন।
6. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন করে হয়?
৭ মার্চ ১৯৭৩২৭ মার্চ ১৯৭৩৭ মার্চ ১৯৭৪২৭ মার্চ ১৯৭৪
Explanation: ৭ মার্চ ১৯৭৩ স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
7. প্রান্তিক হৃদ কোথায় অবস্থিত?
রাঙ্গামাটিখাগড়াছড়িবান্দরবানসিলেট
Explanation: প্রান্তিক হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অন্তর্গত বান্দরবান জেলায় অবস্থিত
8. লাহোরে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু যোগদান করেন?
২২-২৩ ফেব্রুয়ারি২৩-২৪ ফেব্রুয়ারি২৩-২৭ ফেব্রুয়ারি২৫-২৭ ফেব্রুয়ারি
Explanation:  ২৩-২৪ ফ্রেব্রুয়ারি ১৯৭৪ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহেরে ওআইসি সম্মেলনে যোগদান করেন।
9. বঙ্গবন্ধুকে জুলিও কুরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়?
২০মে ১৯৭৩২২মে ১৯৭৩২১মে ১৯৭৩২৩মে ১৯৭৩
Explanation: ১৯৭৩ সালের ২৩ মে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়ান পিস অ্যান্ড সিকিউরিটি কনফারেন্সের বিশ্ব শান্তি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক কূটনীতিকদের বিশাল সমাবেশে বিশ্ব শান্তি পরিষদের তৎকালীন মহাসচিব রমেশ চন্দ্র বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদান করেন।
10. ঐতিহাসিক ছয় দফায় যে বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না?
কেন্দ্রীয় সরকারের ক্ষমতাশাসনতান্ত্রিক কাঠামোস্বতন্ত্র মুদ্রা ব্যবস্থাবিচার ব্যবস্থা
Explanation: শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেন। ছয় দফা দাবির মূল উদ্দেশ্য- পাকিস্তান হবে একটি Federal বা যৌথরাষ্ট্র এবং ছয় দফা কর্মসূচীর ভিত্তিতে এই Federation বা যৌথরাষ্ট্রের প্রতিটি অঙ্গরাজ্যকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে।
11. মাৎসনায় বাংলার কোন সময়কাল নিদের্শ করে?
৫ম-৮ম শতক১ম-৮ম শতক৭ম-৮ম শতক৭ম-৯ম শতক
Explanation: প্রাচীন বাংলায় পাল শাসনের পূর্বে সপ্তম অষ্টম শতাব্দীর উশৃংখল অবস্থাকে নির্দেশ করে। ছোট মাছকে যেমন বড় মাছ গিলে ফেলে, তেমনি ছোট ছোট রাজ্যকে বড় রাজ্য গ্রাস করত।
12. বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়?
শামসুদ্দীন ইলিয়াস শাহনাসির উদ্দিন মাহমুদ শাহআলাউদ্দিন হোসেন শাহগিয়াস উদ্দিন আজম শাহ
Explanation: আলাউদ্দিন হোসেন শাহ (শাসনকাল ১৪৯৩-১৫১৯) ছিলেন মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতান। তার শাসনামল কে বাংলার স্বর্ণযুগ বলে অভিহিত করা হয়।
13. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কে অগ্রণী ভূমিকা পালন করেন?
নওয়াব আব্দুল লতিফস্যার সৈয়দ আহমেদনওয়াব স্যার সলিমুল্লাহখাজা নাজিমুদ্দিন
Explanation: নবাব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
14. ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
খাজা নাজিম উদ্দিননুরুল আমিনলিয়াকত আলী খানমোহাম্মদ আলী জিন্নাহ
Explanation: ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন
15. আলুটিলা প্রাকৃতিক গুহা কোথায় অবস্থিত?
খাগড়াছড়িরাঙামাটিবান্দরবানকক্সবাজার
Explanation: আলুটিলা গুহা খাগড়াছড়ি অবস্থিত। স্থানীয়দের কাছে আলুটিলা গুহা ‘মাতাই হাকড়’ বা ‘দেবতার গুহা’ নামে পরিচিত।
16. বাংলার সেন বংশের(১০৭০-১২৩০ খ্রিষ্টাব্দ) শেষ শাসন কর্তা কে ছিলেন?
হেমন্ত সেনবল্লাল সেনলক্ষণ সেনকেশব সেন
Explanation: বাংলার সেন বংশের শেষ শাসনকর্তা ছিলেন কেশব সেন। কেশব সেন অপশনে না থাকলে লক্ষণ সেন হবে।
17. বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
পুণ্ড্রতাম্রলিপিগৌরহরিকেল
Explanation: পুণ্ড্র ছিল প্রাচীন যুগের উত্তর বঙ্গের একটি এলাকা যেখানে পুণ্ড্ররা বাস করত। পুণ্ড্ররা ছিল অনার্য একটি সম্প্রদায়। তারাই বাংলার প্রাচীনতম জনপদ গড়ে তোলে
18. কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
রোজ গার্ডেনেসিরাজগঞ্জেসন্তোষেসুনামগঞ্জে
Explanation: ১৯৫৭ সালের ৮ই ফেব্রুয়ারি থেকে ১০ই ফেব্রুয়ারি পর্যন্ত টাঙ্গাইল জেলার সন্তোষ উপজেলার কাগমারী নামক স্থানে কাগমারী সম্মেলন অনুষ্ঠিত হয়।
19. মুক্তিযুদ্ধকালে কোলকাতার ৮ , থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী কখন গঠন করা হয়?
১০ এপ্রিল, ১৯৭১১১ এপ্রিল, ১৯৭১১২ এপ্রিল, ১৯৭১১৩ এপ্রিল, ১৯৭১
Explanation: ৪ এপ্রিল বেসরকারিভাবে বাংলাদেশ বাহিনী গঠিত হয়। ১১ এপ্রিল এ বাহিনীকে সম্প্রসারণ করে পুনর্গঠন করা হয়। এরপর ১২ এপ্রিল লেফটেন্যান্ট কর্ণেল এম. এ. রবকে চিফ অব স্টাফ করে আনুষ্ঠানিকভাবে এ বাহিনীর কার্যক্রম শুরু করা হয়
20. কোন অনুচ্ছেদ বলে বাংলাদেশের সংবিধানের মৌলিক বিধানাবলী পরিবর্তনযোগ্য নয়?
৭ (ক)৭(খ)
Explanation: সংবিধানের ১৫ তম সংশোধনের মাধ্যমে ৭(২) অনুচ্ছেদে সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য করা হয়।
21. বাংলাদেশের সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর বিষয় কী ছিল?
বহুদলীয় ব্যবস্থাবাকশাল’ প্রতিষ্ঠাতত্ত্বাবধায়ক সরকারসংসদে মহিলা আসন
Explanation: সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে তত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচনের পদ্ধতি সংযোজন করা হয়।
22. সংবিধানের চেতনার বিপরীতে সামরিক শাসনকে বৈধতা দিতে কোন তফসিলের অপব্যবহার করা হয়?
৪র্থ তফসিল৫ম তফসিল৩য় তফসিল১ম তফসিল
Explanation: “সংবিধানের তফসিল সাতটি যথাঃ প্রথম তফছিল – অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। দ্বিতীয় তফছিল – রাষ্টপতি নির্বাচন। তৃতীয় তফছিল- শপথও ঘোষণা। চতুর্থ তফছিল – ক্রান্তিকাল ও অস্থায়ী বিধানমালা।
পঞ্চম তফছিল–১৯৭১সালের ৭মার্চ তারিখে ঢাকার রেসকোর্সময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ। ষষ্ঠ তফছিল -১৯৭১সালের ২৫মার্চ মধ্যরাত শেষে অর্থাৎ ২৬মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা। সপ্তম তফছিল- ১০এপ্রিল ১৯৭১ এর মুজিব নগর সরকারের জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র ।”
23. কোন উপজাতিটির আবাস্থল ‘ বিরিশি; নেত্রকোনায়?
সাঁওতালগারোখাসিয়ামুরং
Explanation: গারো ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় ও বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় বসবাস করে।
24. বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ভারসাম্য কীভাবে রক্ষা হয়?
IDA credit এর মাধ্যমেIMF ‘bailout’ package এর মাধ্যমেপ্রবাসীদের পাঠানো remittance এর মাধ্যমেবিশ্বব্যাংকেরbudgetary support এর
Explanation: আমদানি ও রপ্তানির ঘাটতিকে বাণিজ্য ঘাটতি বলে। বাংলাদেশের আমদানি থেকে রপ্তানি বেশি। সেই বাণিজ্য ঘাটতি প্রবাসিদের রেমিটেন্সের মাধ্যমে পূরণ করা হয়।
25. অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কাকে বলা হয়?
ধর্মপালশশাঙ্কমেগোদাঅশোক
Explanation: শশাঙ্ক অবিভক্ত বাংলার প্রথম রাজা। কারণ তিনিই বাংলাকে প্রথম এক সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন।
26. বঙ্গভঙ্গ রদ কে ঘোষণা করেন?
লর্ড কার্জনরাজা পঞ্চম জর্জলর্ড মাউন্টব্যাটেনলর্ড ওয়াভেল
Explanation: বঙ্গভঙ্গ রদ হয় লর্ড কার্জনের সময়। কিন্তু বঙ্গভঙ্গ বাতিল ঘোষণা করেন রাজা ৫ম জর্জ।
27. ঢাকা শহরের গোড়াপত্তন হয়-
ব্রিটিশ আমলেসুলতানি আমলেমুঘল আমলেস্বাধীন নবাবী আমলে
Explanation: মুঘল আমলে ঢাকা শহরের গোড়াপত্তন হয়। ১৬১০ সালে প্রথমবার রাজধানী হয়।
28. স্টিভ চেন ও চাডলির সাথে যৌথভাবে কোন বাংলাদেশি (Youtube) প্রতিষ্ঠা করেন?
জাবেদ করিমজাওয়াদুল করিমফজলুল করিমমুনজুরুল করিম
Explanation: স্টিভ চেন ও চাডলির সাথে যৌথভাবে জাবেদ করিম ২০০৬ সালে ইউটিউব প্রতিষ্ঠা করেন।
29. পাকিস্তান কবে বাংলাদেশেক একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়?
২০ ফেব্রুয়ারি, ১৯৭৪২১ ফেব্রুয়ারি, ১৯৭৪২২ ফেব্রুয়ারি, ১৯৭৪২৩ ফেব্রুয়ারি, ১৯৭৪
Explanation: লাহোরে ওআইসি সম্মেলনের আগের দিন ২২ ফেব্রুয়ারী ১৯৭৪ পাকিস্তান বাংলাদেশ কে স্বীকৃতি দেয়
30. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম সংসদ নেতা কে ?
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানমোহাম্মদ উল্লাহতাজউদ্দীন আহমেদক্যাপ্টেন এম মনসুর আলী
Explanation: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সংসদ নেতা।
31. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
সুইডেনযুক্তরাজ্যমার্কিন যুক্তরাষ্ট্রজার্মানী
Explanation: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই জার্মান ভিত্তিক মানবাধিকার সংগঠন। প্রতিষ্ঠা ২০০৩
32. সামরিক ভাষায় WMD অর্থ কি?
Weapons of mass destructionWorldwide mass destructionWeapons of Missile destructionWeapons for massive destruction
Explanation: weapon of mass destruction (WMD) মূলত অবকাঠামো ধ্বংস করতে ব্যবহার করা হয়
33. ২০২০ সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষ স্থান অর্জন কারী দেশের নাম কি?
ডেনমার্কজার্মানিসিঙ্গাপুরনরওয়ে
Explanation: ২০২০ সালে প্রকাশিত আইনের শাসন সূচকে শীর্ষ স্থান অর্জনকারী দেশ ডেনমার্ক।
34. জাতিসংঘের কোন সংস্থা টি করোনাভাইরাস কে “pandemic” ঘোষণা করেছে ?
HRCFAOWHOECOSOC
Explanation: করোনাভাইরাস কে “pandemic” ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO
35. জাতিসংঘের কোন সংস্থা বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে?
WTOMIGAWBUNCTAD
Explanation: United Nations Conference on Trade and Development. হলো জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা। এটি প্রতি বছর সারা বিশ্বের FDI (Foreign Direct Investment সরাসরি বৈদেশিক বিনিয়োগ) প্রবাহ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে
36. আন্তর্জাতিক আদালত মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ?
আলজেরিয়াগাম্বিয়ানাইজেরিয়াবাংলাদেশ
Explanation: বাংলাদেশ গণহত্যা কনভেনশনের ৯ ধারায় আপত্তি জানানো ৫ টি দেশের একটি। যার ফলে নৈতিকভাবে বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে মামলা করতে পারেনা। তাই গাম্বিয়া মামলা করে।
37. কোন বিদেশী রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
সুদানসিয়েরা লিওনলাইবেরিয়ারুয়ান্ডা
Explanation: সিয়েরা লিওন বাংলাদেশের শান্তি রক্ষীদের কাজের স্বীকৃতি ও ভালবাসায় বাংলাকে ২য় রাষ্ট্র ভাষার মর্যাদা দিয়েছে
38. জাতিসংঘ নামকরণ করেন?
রুজভেল্টদ্য গলচার্চিলস্ট্যালিন
Explanation: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিং ডি রুজভেল্ট জাতিসংঘের নামকরণ করেছিলেন।
39. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
মালয়েশিয়াপাকিস্তানসৌদি আরবতুরস্ক
Explanation: তুরষ্ক একমাত্র মুসলিম দেশ হিসাবে ন্যাটোর সদস্য
40. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়?
১৯৪৫১৯৪৯১৯৪৮১৯৫১
Explanation: ১৯৪৯ সালে ন্যাটো সাসরিক জোট গঠিত হয়।
41. জার্মানির প্রথম নারী চ্যান্সেলর কে?
এনেগরেট ক্রাম্পপা্লিনা হেড্রিচঅ্যাঙ্গেলা মের্কেলপেট্রা কেলি
Explanation : অ্যাঙ্গেলা মের্কেল জার্মানির প্রথম নারী রাষ্ট্রপ্রধান। ২০২০ সালে তিনি ক্ষমতা হস্তান্তর করেন।
42. আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গা গণহত্যা বিষয়ক অন্তবর্তীকালীন রায়ে মিয়ানমারকে কয়টি নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণের কথা বলেছে?
৫টি৩টি২টি৪ টি
Explanation: ২৩ জানুয়ারি ২০২০ অন্তর্বর্তীকালীন রায়ে মিয়ানমারের প্রতি চারটি নির্দেশনা দেয় আইসিজে।
43. কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?
ক্যামেরুন এবং ইথিওপিয়াভেনেজুয়েলা এবং পেরুইরিত্রিয়া ও ইথিওপিয়ামালি এবং সিঙ্গাপুর
Explanation: ইরিত্রিয়া ও ইথিওপিয়া দীর্ঘ দিনের সীমানা বিরোধ মিমাংসাে জন্য নোবেল পুরুষ্কার লাভ করে
44. ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে?
১২ ডিসেম্বর ১৯১১২২ ডিসেম্বর ১৯১১১১ ডিসেম্বর ১৯১১২০ ডিসেম্বর ১৯১১
Explanation: ১২ ডিসেম্বর ১৯১১, বঙ্গভঙ্গ রদ হলে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তুর করা হয়
45. ইনকা সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল?
দক্ষিণ আমেরিকামধ্যপ্রাচ্যইউরোপআফ্রিকা
Explanation: ইনকা সভ্যতা পেরুভিয়ান এলাকা অর্থাৎ দক্ষিণ আমেরিকায় অবস্থিত। ম্যাচু পিচু এর অন্যতম নিদর্শন।
46. নিচের কোন দেশটিতে রাশিয়ার সামরিক ঘাঁটির সুবিধা বিদ্যমান?
ডেনমার্কসুইডেনউজবেকিস্তানইংল্যান্ড
Explanation: উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৯৯১ সালে স্বাধীনতা লাভ করে। এখানে রুশ ঘাটি বিদ্যমান
47. ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
রাশিয়াসুইডেনউজবেকিস্তানডেনমার্ক
Explanation: ফিনল্যান্ডে সুইডেনের উপনিবেশ ছিল। ফিনল্যান্ডকে সাধারণত স্ক্যান্ডিনেভিয়ার অংশ ধরা হয়, এবং স্ক্যান্ডিনেভিয়ার সাথে এর ঘনিষ্ঠ সম্পর্কও আছে। কিন্তু বহু শতাব্দী যাবৎ
ফিনল্যান্ড বিরোধী শক্তি সুইডেন ও রাশিয়ার মধ্যে একটি সীমান্ত দেশ হিসেবেই বিদ্যমান ছিল। ৭০০ বছর সুইডেনের অধীনে শাসিন হবার পর ১৮০৯ সালে এটি রুশদের করায়ত্ত হয়।
48. এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
জিব্রাল্টার প্রণালীবসফরাস প্রণালীবাবেল মান্দেব প্রণালীবেরিং প্রণালী
Explanation: বাবেল মান্দেব প্রণালী এশিয়া( ইয়েমেন) কে আফ্রিকা (জিবুতি) হতে পূথক করেছে
49. আন্তর্জাতিক মুদ্রা তহবিল কোন সালে গঠিত হয়?
১৯৪৮১৯৪৫১৯৪৪১৯৪৯
Explanation: আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (ইংরেজি: International Monetary Fund, IMF) জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ। এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৫ সালের ২৭শে ডিসেম্বর। প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল।
50. যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নের জন্য নূন্যতম কত জন ডেলিগেটের সমর্থন প্রয়োজন?
১৯৯৫১৯৯১১৯৯৬১৯৯০
Explanation: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে দলীয় ডেলিগেটগণ প্রেসিডেন্ট ক্যান্ডিডেট নির্বাচন করেন। ডেমোক্রেটিক দলের পার্থী হতে ১৯৯১ ডেলিগেট ভোট পেতে হয়।
51. মার্বেল কোন ধরনের শিলা?
রূপান্তরিতআগ্নেয় শিলাপাললিক শিলামিশ্র শিলা
Explanation: মার্বেল হলো রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা হলো পাললিক ও আগ্নেয় শিলার পরিবর্তিত রূপ যা আগ্নেয় ও পাললিক শিলা হতে ভিন্নধর্মী।
52. মধ্যম উচ্চতার মেঘ কোনটি?
সিরাসনিম্বাসকিউম্যুলাসস্ট্রেটাস
Explanation: কিউমুলাস মেঘঃ- বায়ুমণ্ডলের মাঝারি উচ্চতার মেঘগুলির মধ্যে সর্বাধিক পরিচিত ও সাধারণ কিউমুলাস। এই মেঘগুলো. সাদা থেকে ধূসর রঙের হয়ে থাকে। এই মেঘের আকৃতি চ্যাপ্টা, গোলাকার হয়ে থাকে।
53. বেঙ্গল ফ্যান ভূমিরূপটি কোথায় অবস্থিত?
মেঘনা মোহনায়বঙ্গোপসাগরেপদ্মা এবং যমুনার সংযোগস্থলেটেকনাফের দক্ষিনে
Explanation: বিশ্বের বৃহত্তম সাবমেরিন ফ্যান অবস্থিত বঙ্গোপসাগরে যা বেঙ্গল ফ্যান বা গঙ্গা ফ্যান নামে পরিচিত। সাবমেরিন ফ্যান হল সমুদ্রতলদেশে একটি ভূমিরূপ যা নদীবাহিত পলি দ্বারা ক্রমসঞ্চিত হয়ে তলদেশে শিরা উপশিরা মিলে জালের মতো বেষ্টনী তৈরি করে।
54. ২০১৫ সালের প্যারিস চুক্তি সাথে সম্পর্কিত বিষয়বস্তু হলো?
আপদ ঝুঁকি হ্রাসজলবায়ু পরিবর্তন হ্রাসজন্সংখ্যা বৃদ্ধি হ্রাসসমুদ্র পরিবহন ব্যবস্থাপনা
Explanation: প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধ করার লক্ষে।
55. বঙ্গবন্ধু দ্বীপ কোথায় অবস্থিত?
মধুপুর গড়সুন্দরবনের দক্ষিণেহাওর অঞ্চলেটারশিয়ারি পাহাড়ে
Explanation: সুন্দরবনের দক্ষিণে নতুন জেগে উঠা দ্বীপ বঙ্গবন্ধু দ্বীপ। আয়তন প্রায় ১০ কিলোমিটার। গড় উচ্চতা তিন মিটার প্রায়।
56. UDMC এর পূর্ণরূপ হল?
Union Disaster Management CentreUnion Disaster Management CommitteeUnited Disaster Management CommitteeNone
Explanation: UDMC= Union Disaster Management Committee
57. একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চল সমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম?
আইসোপ্লিথআইসোহাইটআইসোহ্যালাইনআইসোথারম
Explanation: একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চল সমূহকে যে কাল্পনিক রেখার সাহায্যে দেখানো হয় তার নাম আইসোসাইট।
58. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বসতি কোনটি?
ময়নামতিপুন্ড্রবর্ধনপাহাড়পুরসোনারগাঁ
Explanation: পুণ্ড্রনগর বাংলার সবচেয়ে প্রাচীন জনবসতি।
59. নিচের কোনটি সত্য নয়?
ইরাবতী মায়ানমারের একটি নদীগোবী মরুভূমি ভারতে অবস্থিতথর মরুভূমি পশ্চিমে অবস্থিতসাজেক ভ্যালি
Explanation: গোবি, সাহারা আফ্রিকান মরুভূমি
60. দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস কোনটি?
জানুয়ারিএপ্রিলডিসেম্বরসেপ্টেম্বর
Explanation: দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস জানুয়ারি। আর উত্তর গোলার্ধের শীতলতম মাস হলো জানুয়ারি।
61. গ্রাফিন কার বহুরূপী?
কার্বনকার্বন অক্সিজেনকার্বন ও হাইড্রোজেনকার্বন নাইট্রোজেন
Explanation: গ্রাফিন কার্বন এর বহুরূপী
62. আইনস্টাইন নোবেল পুরস্কার পান?
আপেক্ষিক তত্ত্বের উপরমহাকর্ষ ধ্রুবক আবিষ্কারের জন্যকৃষ্ণ গহবর আবিষ্কারের জন্যআলোক-তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা প্রদানের জন্য
Explanation: আইনস্টাইন আলোক-তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা প্রদানের জন্য নোবেল পুরস্কার পান
63. কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি?
লেকের পানিতেসাগরের পানিতেনদীর পানিতেডোবার পানিতে
Explanation: সাগরের পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি
64. হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায় কোন রক্তনালী?
ক্যাপিলারিআর্টারিভেইননার্ভ
Explanation: আর্টারি রক্তনালী – হার্ট থেকে রক্ত বাইরে নিয়ে যায়
65. প্রোটিন তৈরি হয়?
ফ্যাটি এসিড দিয়েনিউক্লিক অ্যাসিড দিয়েঅ্যামিনো এসিডউপরের কোনোটিই নয়
Explanation: অ্যামিনো এসিড দিয়ে প্রোটিন তৈরি হয়
66. কোনটি পানিতে দ্রবীভূত হয় না?
গ্লিসারিনফিটকিরিসোডিয়াম ক্লোরাইডক্যালসিয়াম কার্বনেট
Explanation: ক্যালসিয়াম কার্বনেট পানিতে দ্রবীভূত হয় না
67. মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কত দিন?
৭ দিন৩০ দিন১৮০ দিনউপরের কোনটিই নয়
Explanation: মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল ১২০ দিন
68. নদীর পানির ক্ষেত্রে কোনটি সত্য?
COD> BODCOD<BODCOD=BODNone
Explanation: নদীর পানির ক্ষেত্রে – COD> BOD
69. পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল?
১৯৯৫১৯৯৬১৯৯৭১৯৯৮
Explanation: পাথফাইন্ডার এর মঙ্গলে অবতরণ সাল – ১৯৯৭
70. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত?
স্ট্রাটোমণ্ডলট্রপোমন্ডলমেসোমন্ডলতাপমন্ডল
Explanation: ওজোন স্তর বায়ুমণ্ডলের স্ট্রাটোমণ্ডল স্তরে অবস্থিত
71. কাঁদুনে গ্যাসের অপর নাম কি?
ক্লোরোপিকরিনমিথেননাইট্রোজেনইথেন
Explanation: কাঁদুনে গ্যাসের অপর নাম ক্লোরোপিকরিন
72. ১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব এক ঘন্টা চললে কত শক্তি ব্যয় হয়?
৩৬০০ জুল৩৬০ জুল৬০০০০ জুল৩৬০০০০ জুল
Explanation: ১০০ ওয়াটের একটি বৈদ্যুতিক বাল্ব এক ঘন্টা চললে ৩৬০০০০ জুল শক্তি ব্যয় হয়
73. ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট যার দ্বারা তৈরি?
আয়রনকার্বনটাংস্টেনলেড
Explanation: ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দ্বারা তৈরি
74. Apache এক ধরনের?
WebserverDatabase Management System (DBMS)web browserprotocol
Explanation: Apache এক ধরনের বহুল ব্যবহৃত Web Server যা সাধারণত লিনাক্স অপারেটিং সিস্টেম সমূহে ব্যবহার করা হয়ে থাকে
75. ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস মডেল কোনটি?
সফটওয়্যারপ্লাটফর্ম ভিত্তিকঅবকাঠামোগতউপরের সবগুলো
Explanation: ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট ভিত্তিক একটি বিশেষ পরিসেবা বা একটা ব্যবসায়িক মডেল, যেখানে বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার, কম্পিউটিং সেবা, সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার প্রভৃতি সেবা সহজে ক্রেতার সুবিধা মতো, চাহিবামাত্র ও চাহিদা অনুযায়ী ব্যবহার করার সুযোগ প্রদান করা বা ভাড়া দেওয়া হয়।
76. কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব (hub) ব্যবহার করা হয়?
বাস টপোলজিরিং টপোলজিস্টার টপোলজিট্রি টোপোলজি
Explanation: স্টার টপোলজিতে প্রতিটি নোড এবং হাব ডিভাইসের মধ্যে পয়েন্ট-টু-পয়েন্ট সংযোগ থাকে।
77. একটি কম্পিউটার boot করতে পারেনা যদি তাতে না থাকে?
loadercompileroperating systembootstrap
Explanation: অপারেটিং সিস্টেম কম্পিউটারের প্রধান প্রোগ্রাম এবং কম্পিউটার চালানো কবার জন্য এটি ব্যবহার করা হয়।
78. মাইক্রোসফট IIS হচ্ছে একটি?
ই-মেইল সার্ভারওয়েব সার্ভারডাটাবেজ সার্ভারফাইল সার্ভার
Explanation: ওয়েব সার্ভার এমন একটি সিস্টেম যা ইন্টারনেটের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য সামগ্রী বা পরিষেবা সরবরাহ করে। মাইক্রোসফট IIS একটি ওয়েব সার্ভার।
79. ব্লুটুথ কত দূরত্ব পর্যন্ত কাজ করে?
১০ -৩০ মিটার১০ -৫০ মিটার১০ -১০০ মিটার১০ -১৫০ মিটার
Explanation: ব্লুটুথ ১-১০০ মিটারের দূরত্বের মধ্যে ওয়্যারল্যাস যোগাযোগের একটি পদ্ধতি।
80. একটি সিস্টেম যেখানে আইটেমগুলো একপ্রান্তে সংযোজিত হয় কিন্তু অন্য প্রান্ত থেকে সরানো হয় তার নাম?
Linked listStackArrayQueue
Explanation: লিঙ্কড লিস্ট হলো এক ধরনের ডাটা স্ট্রাকচার যেখানে ডাটাগুলোকে একটার পরে আরেকটা, লিঙ্ক আকারে রাখা যায়।
81. নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়?
OracleNortonMcAfeeKaspersky
Explanation: ওরাকল একধরনের ডেটাবেজ প্রোগ্রাম যেখানে ডেটা সংরক্ষণের জন্য একটি টেবিল তৈরি করে নিতে হয়।
82. যে কম্পিউটার ভাষায় সবকিছু শুধুমাত্র বাইনারি কোডে লেখা হয় তাকে বলে?
Machine languageCJAVAPython
Explanation: মেশিন ল্যাংগুয়েজ মানুষের ভাষা বোঝে না। এর নিজস্ব ভাষা আছে যা ০ এবং ১ এর সমন্বয়ে গঠিত।
83. API মানে?
Application Process InterfaceApplication Problem InterfaceApplication Programming InterfaceApplication Programming Information
Explanation: API এর পূর্নরূপ হলো Application Programming Interface যার কাজ হলো কোন কম্পিউটার, লাইব্রেরি অথবা অ্যাপলিকেশন অন্য অ্যাপ্লিকেশনকে বিভিন্ন সার্ভিস দেয়ার লক্ষ্যে বা ডাটা বিনিময়ের জন্য প্রদান করা।
84. যে ইলেকট্রনিক লজিক গেইটের আউটপুট লজিক 0 শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক 1 তার নাম?
ANDORnoneNAND
Explanation: একটি গেইট এবং একটি গেইটের সমন্বয়ে গেইট তৈরি করা হয় যার দুই বা ততোধিক ইনপুট এবং একটি আউটপুট থাকে।
85. নিচের কোনটির যোগাযোগের দূরত্ব সবচেয়ে কম?
wifiBluetoothwi maxcellular network
Explanation: ব্লুটুথ ১-১০০ মিটারের দূরত্বের মধ্যে ওয়্যারল্যাস যোগাযোগের একটি পদ্ধতি।
86. নিচের কোনটি ১০০ এর ১ কমপ্লিমেন্ট?
১১১০০০০১১১১০
Explanation: ১ কমপ্লিমেন্ট করতে হলে প্রতিটি ১ এর স্থলে ০ এবং প্রতিটি ০ এর স্থলে ১ বসাতে হবে।
87. RFID বলতে বোঝায়?
Radio Frequency InformationRadio Free IdentificationReady Frequency IdentificationRadio Frequency Identification
Explanation: আরএফআইডি (RFID) এর পূর্ণরূপ হচ্ছে Radio Frequency Identification
88. নিচের কোনটি সঠিক নয়?
(A+B)’= A’. B’(A+B)’= A’+B’(A.B.C)’=A’+B’+C’(A+B+C)’=A’.B’.C’
Explanation: DeMorgan এর তত্ত্ব মতে (A+B)’= A’. B’ (A.B.C)’=A’+B’+C’ (A+B+C)’=A’.B’.C’ এই তিনটি সঠিক। সুতরাং (A+B)’= A’+B’ এই সমীকরণটি সঠিক নয়।
89. কোন বানানটি শুদ্ধ?
IncyclopediaEncyclopediaEnciclopediaEncylopadia
Explanation: Encyclopedia সঠিক বানান যুক্ত শব্দ যার অর্থ হলো বিশ্বকোষ।
90. ঘড়ি: কাঁটা: থার্মোমিটার:?
ফারেনহাইটতাপমাত্রাচিকিতসাপারদ
Explanation: ঘড়ি আর কাটার মধ্যে সম্পর্ক হচ্ছে, ঘড়ির ভিতর কাটা থাকে যা নড়াচড়া করে ঘড়ির কাজ বা সময় জানতে সাহায্য করে। আর থার্মোমিটার এর ভিতর থাকে পারদ যা উঠানামা করে তাপমাত্রা নির্ণয় করতে সাহায্য করে।
91. ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
২৩৯৯৩৩১১
Explanation: ১ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা ৬৬টি [ (২০০÷৩) = ৬৬, ভাগশেষ ২ ] আবার ১ থেকে ৯৯ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে ৩৩টি [ (৯৯÷৩) = ৩৩ ] সুতরাং ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে (৬৬ – ৩৩) = ৩৩ টি।
92. ”তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন”——– সাহেবের কথা।
আইয়ুব খানইয়াহিয়াভুট্রোকিসিঙ্গার
Explanation: ”তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা” – উক্তিটি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ৭ই মার্চ এর ঐতিহাসিক ভাষণে বলেছিলেন।
93. রহিম উত্তর দিকে 10 মাইল হেঁটে, ডান দিকে ঘুরে 5 মাইল হাঁটেন, তারপর ডান দিকে ঘুরে 2 মাইল হাঁটেন। তিনি কোন দিকে হাটছেন?
পূর্বপশ্চিমউত্তরদক্ষিণ
Explanation: উত্তর দিকে মুখ করে দাঁড়ালে ডান ও বাম দিকে যথাক্রমে পূর্ব ও পশ্চিম থাকে আর পিছনে হয় দক্ষিণ। তাহলে উত্তর দিকে মুখ করে ডানে দিকে ঘুরে হাটলে পূর্ব দিকে যাওয়া হয়, যখন ডান দিকে ও বাম দিকে যথাক্রমে দক্ষিন আর উত্তর দিক থাকে। তারপর পূর্ব দিকে মুখ করা থেকে আবার যদি ডান দিকে ঘুরা হয় তাহলে অবশ্যই দক্ষিণ দিকে যাওয়া হবে।
94. “রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক” কে এই উক্তি করেন?
এম ডব্লিউ পাম্ফ্রুএইচ ডি স্টেইনমিশেল ক্যামডেসাসঞ্জন স্মিথ
Explanation: ‘রাষ্ট্রের সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য সুশাসন আবশ্যক’ মিশেল ক্যামডেসাসের উক্তি।
95. Political Ideals গ্রন্থের লেখক কে?
ম্যাকিয়াভেলিBertrand Russellপ্লেটোএরিস্টটল
Explanation: বার্ট্রান্ড আর্থার উইলিয়াম রাসেল, ৩য় আর্ল রাসেল, ও এম, এফ আর এস ছিলেন একজন ব্রিটিশ দার্শনিক, যুক্তিবিদ, গণিতবিদ, ইতিহাসবেত্তা, সমাজকর্মী, অহিংসাবাদী, এবং সমাজ সমালোচক Piltical Ideas গ্রন্থ রচনা করেন।
96. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
অনুচ্ছেদ ১১অনুচ্ছেদ ১৮অনুচ্ছেদ ১৭অনুচ্ছেদ ১৯
Explanation: সংবিধানের ১৭ অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার কথা বলা হয়েছে।
97. মূল্যবোধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো?
বিভিন্নতাপরিবর্তনশীলতাআপেক্ষিকতাউপরের সবগুলো
Explanation: মূল্যবোধের প্রতি সমাজে বসবাসকারী মানুষের শ্রদ্ধাবোধ আছে বলে মানুষ এটা মেনে চলে। মূল্যবোধ বৈচিত্র্যময় ও আপেক্ষিক। আজ যা মূল্যবোধ বলে পরিগণিত , কাল তা সেভাবে বিবেচ্য নাও হতে পারে। মূল্যবোধের অন্যতম প্রধান বৈশিষ্ট্য এর পরিবর্তশীলতা, সমাজ পরিবর্তনের সাথে সাথে সমাজের মূল্যবোধগুলোর ও পরিবর্তন সাধিত হয়।
98. প্লেটো “সদগুণ ” বলতে বুঝিয়েছেন?
প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়আত্মপ্রত্যয় প্রেষণা ও নিয়ন্ত্রণসুখ ও প্রেমপ্রতিজ্ঞা, প্রজ্ঞা আত্মনিয়ন্ত্রণ ন্যায়
Explanation: প্রজ্ঞা, সাহস, আত্মনিয়ন্ত্রণ ও ন্যায়, এই চারটিকে দার্শনিক প্লোটো সদগুণ বলেছেন।
99. কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
সামাজিক মূল্যবোধইতিবাচক মূল্যবোধনৈতিক মূল্যবোধগণতান্ত্রিক মূল্যবোধ
Explanation: ইতিবাচক মূল্য বোধ রাষ্ট্র স্বীকৃত মূল্যবোধ
100. কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন?
জন স্টুয়ারট মিলএডোয়ারড অসবর্ণওইলসনইমানুয়েল কান্ট
Explanation: জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট কর্তব্যের নৈতিকতার ধারণার প্রবক্তা।
101. সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো?
সুশাসনরাষ্ট্রনৈতিকতাসমাজ
Explanation: সভ্যতার অন্যতম প্রতিচ্ছবি হলো সমাজ। কারণ সমাজের মাধ্যমে কোন একটি সভ্যতা প্রতিষ্ঠা লাভ করে। সমাজ ছাড়া কোনো সভ্যতা প্রতিষ্ঠিত হতে পারে না।
102. সুশাসন চারটি স্তম্ভের উপর নির্ভরশীল।- এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে?
জাতিসংঘজাতিসংঘ উন্নয়ন কর্মসূচিবিশ্বব্যাংকএশিয়া উন্নয়ন ব্যাংক
Explanation: ২০০০ সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে, গর্ডন্যান্স বা সুশাসন চারটি প্রধান স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এগুলো হলোঃ দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো এবং অংশগ্রহণ।
103. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি?
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ প্রশ্নরবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’কাজী নজরুল ইসলামের কুহেলিকাবঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা
Explanation: ‘চোখের বালি'(১৯০৩) বাংলা সাহিত্যের প্রথম মনস্তত্ত্বমূলক সামাজিক উপন্যাস। এই উপন্যাসের উপজীব্য বিষয় হলোঃ বাঙালি সমাজ ও পারিবারিক জীবনের বিচিত্র বলিষ্ঠ বিশ্লেষণাত্মক বর্ণনা।
104. জেলে জীবন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
গঙ্গাপুতুল নাচের ইতিকথাহাঁসুলী বাঁকের উপকথাগৃহদাহ
Explanation: ‘গঙ্গা'(১৯৫৭) উপন্যাসটি লিখেছেন সমরেশ বসু। এই উপন্যাসে তিনি দক্ষিণবঙ্গের নদীনালা এবং মৎসজীবী মানুষের সুখ-দুঃখ, জীবনযাপনের সংগ্রাম,প্রকৃতির কঠোরতা এবং সামাজিক জীবনের বৈষ্ম্য নিয়ে স্থির , নিশ্চিত মধ্যবিত্ত জীবনের নিরাপত্তার এক বিপরীত আখ্যান।
105. ”ডিঙ্গি টেনে বের করতে হবে” কোন ধরনের বাক্য উদাহরণ?
কর্মবাচ্যভাববাচ্যকর্মকর্তৃবাচ্যযৌগিক
Explanation: যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।যেমনঃএ পথ চলা যায় না। এবার ট্রেনে উঠা যাক।
106. বাংলা সাহিত্যের কালকূট নামে পরিচিত কোন লেখক?
আলাউদ্দিন আল আজাদসমরেশ মজুমদারসমরেশ বসুশওকত ওসমান
Explanation: কালকূট হলো সমরেশ বসুর ছদ্মনাম।
107. “পরানের গহীন ভিতর” কাব্যের কবি কে?
অসীম সাহাঅরুণ বসুআবু জাফর ওবায়দুল্লাহসৈয়দ শামসুল হক
Explanation: ‘পরানের গহীন ভিতর’ কাব্যের কবি হলেন সৈয়দ শামসুল হক। সাহিত্যের এমন কো শাখা নেই, যেখানে তিনি সফল হয়নি। ৮১ বছর জীবনে তিনি দুই শতাধিক বই লিখেছেন।কবিতার বইয়ের মধ্যে আঞ্চলিক ভাষায় লেখা ‘পরানের গহীন ভিতর ‘তুমুল আলোচিত বই। বইটি প্রথম প্রকাশ পায় ১৯৮০ সালে।
108. এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো এ বাক্য কোন ধরনের?
অনুজ্ঞাবাচকনির্দেশ বোধকবিস্ময়বোধকপ্রশ্ন বোধক
Explanation: এবার আমার একটি বিচিত্র অভিজ্ঞতা হলো এ বাক্য নির্দেশ বোধক । যে বাক্যে কোনো বক্তব্য সাধারণ ভাবে বিবৃত বাঁ নির্দেশ করা হয় তাকে বর্ণনাত্মক বাক্য বলে। একে নির্দেশ্মূলক,নির্দেশসূচক,নির্দেশাত্মক, বিবৃতিমূলক বাক্যও বলা হয়ে থাকে।
109. ভাষা আন্দোলন নিয়ে লেখা কবিতা কোনটি?
তোমাকে অভিবাদন প্রিয়াহুলিয়াসোনালী কাবিনস্মৃতিস্তম্ভ
Explanation: ভাষা আন্দোলন নিয়ে লেখা স্মৃতিস্তম্ভ কবিতাটি লিখেছেন আলাউদ্দিন আল আজাদ।
110. ধ্বনিতত্ত্ব ও শব্দতত্ত্ব বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধান নামই?
ক্রিয়ার কালরস তত্ত্ববাক্যতত্ত্বরুপ তত্ত্ব
Explanation: বাংলা ব্যাকারণে রূপতত্ত্ব আলাদা ও স্বতন্ত্র একটি তত্ত্ব যা শব্দ, শব্দ প্রকরণ, উওসর্গ , ধাতু, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা কএ। আবার বাক্যতত্ত্ব স্বতন্ত্র একটি তত্ত্ব যা বাক্য প্রকরণ, বাচ্য পরিবর্তন, উক্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে। ধ্বনিতত্ত্ব ও শব্দ তত্ত্বকে বাক্যে যথাযথ ভাবে ব্যবহার করার বিধানের নামই বাক্যতত্ত্ব।
111. কোন বানানটি শুদ্ধ অক্ষয়?
মনকষটমনঃকষ্টমুঙ্কশটমণ কষ্ট
Explanation: মনঃকষ্ট বানানটি শুদ্ধ অক্ষয়
112. প্রচুর+য= প্রচুর্য কোন প্রত্যয়?
কৃৎ প্রত্যয়তদ্ধিত প্রত্যয়বাংলা কৃৎ প্রত্যয়সংস্কৃত কৃৎ প্রত্যয়
Explanation: প্র্রচুর+য= প্রাচুর্য হলো সংস্কৃত্তদ্ধিত প্রত্যয়। শব্দের শেষে ‘র্য’ বাঁ য ফলা থাকলে তা পরিবর্তিত হয়ে ষ্ণ্য বাঁ য হবে। অর্থাৎ ‘র্য’ থাকলে ‘ষ্ণ্য’ বাঁ য হবে।
113. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে?
হসন্তকাররে ফফলা
Explanation: ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জনবর্ণের’ফলা’ চিহ্ন রয়েছে ৭ টি।
114. পাঁচলিকার হিসেবে সর্বাধিক খ্যাতি ছিল?
দাশরথি রায়রামনিধি গুপ্তফকির গরীবুল্লাহরামরাম বসু
Explanation: দাশরথি রায় ছিলেন একজন ভারতীয় বাঙালি, স্বভাবকবি এবং পাঁচালিকার। তিনি বিভিন্ন বিষয়ক ৬৪ টি পালা ভুক্ত প্রায় ৬৭৫ টি গান রচনা করেছিলেন।
115. চারণ কবি হিসেবে বিখ্যাত কে?
মুক্তারাম চক্রবর্তীআলাওলমুকুন্দদাসচন্দ্রাবতী
Explanation: মুকুন্দ দাস বাঙালি কবি যাকে চারণ কবি বলেও অভিহিত করা হয়। মুকুন্দ দাস স্বদেশী ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশী বিপ্লবাত্নক গান ও নাটক রচনা কে খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন স্বদেশী যাত্রার প্রবর্তক।
116. রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড় গল্পের একটি বিখ্যাত চরিত্র?
হৈমন্তীবিনোদিনীআশা লতাচারুলতা
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গলপের একটি বিখ্যাত চরিত্র ‘চারুলতা’। উল্লেখ্য ‘বিনোদিনী’ এবং ‘আশালতা’ হলো ”চোখের বালি” উপন্যাসেরচরিত্র। আর ‘হোইমন্তী’ গল্পের নায়িকা হলো ‘হৈমন্তী’।
117. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
শশব্যস্তকালচক্রপরান পাখিবহুব্রীহি
Explanation: উপমান কর্মধারায় সমাসের উদাহরণ হলোঃ শশব্যস্ত= শশকের ন্যায় ব্যস্ত। উল্যেখ্য, উপমান অর্থ তুলনীয় বস্তু।
118. অপিনিহিতির উদাহরণ কোনটি?
জম্ম> জন্মআজি> আইজডেস্ক> ডেক্সলাবু>লাউ
Explanation: শব্দের মধ্যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত ‘ই’ বাঁ ‘উ’ উচ্চারণের সময় স্বস্থানে উচ্চারিত না হয়ে যে ব্যঞ্জনের সঙ্গে যুক্ত তাঁর অব্যবহিত পূর্বে উচ্চারিত হলে ওই রীতিকে অপিনিহিতি বলে। যেমনঃআজি>আইজ, সাধু>সাউধ।রাখিয়া>রাইখ্যা
119. কুসীদজীবী বলতে কাদের বোঝায়?
চারণকবিসুদখোরকৃষিজীবী
Explanation: ‘কুসীদজীবী’ অর্থ সুদখোর; যে সুদের টাকা ধার দিয়ে জীবিকা অর্জন করে।
120. অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?
আবছায়ানিখুঁতআলুনিঅকাজ
Explanation: অভাব অর্থে ব্যবহৃত হয়েছে আলুনি উপসর্গটি। কারণ এখানে নুনের অভাবের কথা বলা হয়েছে।
Explanation: চার্লস ডিকেন্সের Great Expectations উপন্যাসের মুল চরিত্র Pip
153. `Lady Chatterley’s Lover’ was written by the author of ___
Lord GimThe RainbowUlyssesA passage to india
Explanation: Lady Chatterley lover ও Rainbow দুটি-ই D.H. Lawrence এর লেখা
154. Identify the word that can be used as both singular and plural:
woodissuefishlight
Explanation: Light শব্দটি শুধুমাত্র singular-plural দুইক্ষেত্রে ব্যাবহারযোগ্য
155. Find out the correct passive form of the sentence `Who taught you French?’
By whom you were taught frenchfrench was taught you by wahomby wahom french was taught youBy whom were you taught French?
Explanation: By whom were you taught French অপশনটির ক্ষেত্রেই সকল নিয়ম ঠিক রাখা হয়েছে। এটিই সঠিক উত্তর
156. `The old man was tired of walking.’ Here `Walking’ is a/an ___
adjectivecommon nounpresent participlegerund
Explanation: এখানে Walking verb হওয়া সত্ত্বেও noun এর মতো আচরন করে। সুতরাং এটি Gerund
157. Which one is a correct sentence?
the doctor found my pulseThe doctor took my pulse.the doctor saw my pulsethe doctor examined my pulse
Explanation: Taking pulse বলতে নাড়ির স্পন্দন মাপা বোঝায়। সুতরাং এটি-ই সঠিক উত্তর
158. I will not let you go.’ In this sentence `go’ is a/an ___
infinitiveparticiplegerundverbal noun
Explanation: এখানে To go noun হিসেবে কাজ করছে। সুতরাং এটি infinitive
159. When Ushashi entered ____ the room everybody stopped talking.
intointono preposition
Explanation: এক্ষেত্রে কোনো preposition ব্যাবহার করার প্রয়োজন নেই
160. The play `The Birthday Party’ is written by ____
Samuel backetAurther millerHarlod Pinterhenry livings
Explanation: Birthday Party, Harold Pinter এর লেখা একটি নাটক যা ১৯৫৭ সালে প্রকাশিত হয়
161. “Time held me green and dying, though I sang in my chains like the sea.” These lines have been quoted from dylan, Thomas’ poem__
By fireFern Hillafter the funeralthe flower
Explanation: Dylen Thomas এর Fern Hill কবিতা থেকে উক্তিটি নেওয়া হয়
162. One whose attitude is `eat, drink and be merry’ is ___
cunicepicureanstiocmaterialistic
Explanation: Epicurean lifestyle এ Pleasurable lifestyle কে তাগিদ দেওয়া হয়। এ নীতিতে বিশ্বাসকারিকে Epicurean বলে।
163. Was this the face that launch’d a thousand ships, And burnt the topless towers of Hium’? Who speaks the famous lines?
romeocaesarFaustusantony
Explanation: উক্তিটি Christopher Marlowe র Doctor Faustus রচনায় Faustus এর একটি বিখ্যাত উক্তি
164. The Character `Alfred Doolittle is taken from Shaw’s play titled__
Pygmalionman and supermanMrs Warrants Professionthe doctors dilemma
Explanation: George Bernard Shaw এর Mrs. Warren’s profession রচনা থেকে চরিত্রটি নেওয়া
165. The poem `The Love Song of J. Alfred Prufrock’ is written by ___
Walter ScotT. S. EliotDan BrownW B Yeats
Explanation: উক্ত কবিতা টি T.S. Eliot এর লেখা
166. Who is the author of the first scientific romance `The Time Machine?
H.G WellsHenry JamesGeorge MooreSamuel Butler
Explanation: H.G Wells প্রথম scientific romance ‘The Time Machine’ রচনা করেন
167. Call me if you have any problem regarding your work.’ Here `regarding’ is a/an ___
noungerundprepositioncongjunction
Explanation: Regarding শব্দটি একটি preposition এর মতো ব্যবহৃত হয়েছে এবং Noun বা pronoun কে অন্য clause এর সাথে যুক্ত করেছে
168. Select the correct comparative form of the sentence `A string of pearls was not so bright as her teeth.’
Her teeth was more brighter than a string of earlsHer teeth were brighter than a string of pearls.A string of pearls were brighter than her teethA string of pearls was brighter than her teeth
Explanation: এখানে Her teeth was brighter than a string of pearls অপশনটি Degree of sentence এর নিয়ম মেনে চলছে
169. `Come on, it’s time to go home.’ Here `home’ is a/an ___
nounverbadjectiveadverb
Explanation: Home শব্দটি Go verb টিকে নিজের অর্থপ্রকাশে সাহায্য করছে। তাই এটি Adverb
170. Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare.’ In this sentence the verb `arrived’ is ___
intransitivetransitivecausativedefective
Explanation: ‘Arrive’ verb টি একটি intransitive verb
171. Which one of the following is a common gender?
emperorsovereignkingqueen
Explanation: Sovereign বা সার্বভৌম শব্দটি যেকোনো Gender প্রকাশ করতে পারে।
172. △𝐴𝐵𝐶△ABC এর ∠𝐴=40°∠A=40° এবং ∠𝐵=80°∠B=80°। ∠𝐶∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করলে ∠𝐶𝐷𝐴=?∠CDA=?
১১০º১০০º৯০º৮০º
Explanation: প্রশ্নানুযায়ী, △𝐴𝐵𝐶△ABC এর ∠𝐴=40°∠A=40° এবং ∠𝐵=80°∠B=80°। ∠𝐶∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করে।
41st BSCউপরের চিত্রানুযায়ী,∠𝐴+∠𝐵+∠𝐶=180°∠A+∠B+∠C=180° [ ∵ ∵  ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান ১৮০ °° ]বা, ∠𝐶∠C = 180°−(∠𝐴+∠𝐵)180°−(∠A+∠B)বা, ∠𝐶∠C = 180°−(40°+80°)180°−(40°+80°)বা, ∠𝐶∠C = 180°−120°180°−120°∴∠𝐶∴∠C = 60°60°∠𝐶∠C এর সমদ্বিখণ্ডক AB বাহুকে D বিন্দুতে ছেদ করে। তবে, ∠𝐵𝐶𝐷∠BCD এবং ∠𝐴𝐶𝐷∠ACD = 30°30°আবার,∠𝐶𝐴𝐷+∠𝐴𝐶𝐷+∠𝐶𝐷𝐴=180°∠CAD+∠ACD+∠CDA=180° [ ∵ ∵  ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান ১৮০ °° ]বা, ∠𝐶𝐷𝐴∠CDA = 180°−(∠𝐶𝐴𝐷+∠𝐴𝐶𝐷)180°−(∠CAD+∠ACD)বা, ∠𝐶𝐷𝐴∠CDA = 180°−(40°+30°)180°−(40°+30°)বা, ∠𝐶𝐷𝐴∠CDA = 180°−70°180°−70°∴∠𝐶𝐷𝐴∴∠CDA = 110°110°∴ ∴  সঠিক উত্তর: 110°110°
173, ৫ জন পুরুষ ও ৪ জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও দুইজন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে?
১০১৫২৫৩০
Explanation: 5 জন পুরুষ থেকে 1 জন পুরুষ নিলে পাই, 5𝐶1=5!1!(5−1)!=5×4!1×4!=51=55C1​=1!(5−1)!5!​=1×4!5×4!​=15​=5আবার, 4 জন মহিলা থেকে 2 জন মহিলা নিলে পাই, 4𝐶2=4!2!(4−2)!=4×3×2!2!×2!=4×32×1=122=64C2​=2!(4−2)!4!​=2!×2!4×3×2!​=2×14×3​=212​=6সুতরাং, কমিটি গঠন করা যাবে = 5𝐶1×4𝐶2=5×6=30 [𝐴𝑛𝑠.]5C1​×4C2​=5×6=30 [Ans.]
174. 𝑥+213+223x+231​+232​ = 0 হলে, 𝑥3+6x3+6 এর মান কত?
4x6x48
Explanation: প্রশ্নানুযায়ী, 𝑥+213+223=0⟹𝑥=−(213+223)⟹𝑥3=−(213+223)3 [ ∵ উভয়পক্ষকে ঘন করে]⟹𝑥3=−{(213)3+(223)3+3×213×223×(213+223)} [ ∵ (𝑎+𝑏)3=𝑎3+𝑏3+3𝑎𝑏(𝑎+𝑏)]⟹𝑥3=−{2+4+3×213+23×(−𝑥)} [ ∵𝑥+213+223=0 ⟹213+223=−𝑥]⟹𝑥3=−{6+3×21+23×(−𝑥)}⟹𝑥3=−{6+3×233×(−𝑥)}⟹𝑥3=−{6+3×21×(−𝑥)}⟹𝑥3=−{6+3×2×(−𝑥)}⟹𝑥3=−{6+3×(−2𝑥)}⟹𝑥3=−{6+(−6𝑥)}⟹𝑥3=−(6−6𝑥)⟹𝑥3=−6+6𝑥⟹𝑥3+6=6𝑥x+231​+232​=0⟹x=−(231​+232​)⟹x3=−(231​+232​)3 [ ∵ উভয়পক্ষকে ঘন করে]⟹x3=−{(231​)3+(232​)3+3×231​×232​×(231​+232​)} [ ∵ (a+b)3=a3+b3+3ab(a+b)]⟹x3=−{2+4+3×231​+32​×(−x)} [ ∵x+231​+232​=0 ⟹231​+232​=−x]⟹x3=−{6+3×231+2​×(−x)}⟹x3=−{6+3×233​×(−x)}⟹x3=−{6+3×21×(−x)}⟹x3=−{6+3×2×(−x)}⟹x3=−{6+3×(−2x)}⟹x3=−{6+(−6x)}⟹x3=−(6−6x)⟹x3=−6+6xx3+6=6x∴∴ সঠিক উত্তর: 6x
175. 5𝑥+8×5𝑥+16×5𝑥5x+8×5x+16×5x = 1 হলে, x এর মান কত?
-3-2-1−12−21​
Explanation: “প্রশ্নানুযায়ী, 5𝑥+8×5𝑥+16×5𝑥5x+8×5x+16×5x = 1বা, 5𝑥5x (1 + 8 +16) = 1বা, 5𝑥×255x×25 = 1বা, 5𝑥5x = 125251​বা, 5𝑥5x = 152521​বা, 5𝑥5x = 5−25−2 [ ∵ 1𝑎2=𝑎−2∵ a21​=a−2 ]∴∴ x = -2 [ ∵ 𝑎𝑥=𝑎𝑦∵ ax=ay হলে, x = y ]∴∴ সঠিক উত্তর: x = 2এই গাণিতিক সমস্যাটি আরো এক পদ্ধতি সমাধান করা যায়, নিম্নে তা উপস্থাপন করা হলো:প্রশ্নানুযায়ী, 5𝑥+8×5𝑥+16×5𝑥5x+8×5x+16×5x = 1বা, t + 8t + 16t = 1 [ ∵ ধরি, 5𝑥=𝑡∵ ধরি, 5x=t ]বা, 25t = 1বা, t = 125251​বা, 5𝑥5x = 152521​ [ ∵ ∵  t এর মান বসিয়ে ]বা, 5𝑥5x = 5−25−2 [ ∵ 1𝑎2=𝑎−2∵ a21​=a−2 ]∴∴ x = -2 [ ∵ 𝑎𝑥=𝑎𝑦∵ ax=ay হলে, x = y ]∴∴ সঠিক উত্তর: x = 2 “
176. ০.১২+০.০০১২+০.০০০০১২+….. ধারাটির অসীম পদ পর্যন্ত যোগফল-
৪৩৩৩৩৪​৪৯৯৯৯৪​১১২৯৯৯৯১১২​১৪৯৯৯৯১৪​
Explanation: প্রদত্ত ধারাটি: ০.১২+০.০০১২+০.০০০০১২+…..ধারাটির প্রথম পদ, a = 0.12
ধারাটির সাধারন অনুপাত, r = 0.00120.12=1100<10.120.0012​=1001​<1ধারাটি একটি গুণত্তর ধারা। কারণ, ধারাটির সাধারণ অনুপাত একই।আমরা জানি,∴ধারাটির অসীমতক সমষ্টি,𝑆∞=𝑎1−𝑟=0.121−1100=12100100−1100=1210099100=12100×10099=433 [𝐴𝑛𝑠.]∴ধারাটির অসীমতক সমষ্টি,S∞​​=1−ra​=1−1001​0.12​=100100−1​10012​​=10099​10012​​=10012​×99100​=334​ [Ans.]​
177. “−8×−2−8​×−2​ = কত?”
44i-4-4i
Explanation: এই গাণিতিক সমস্যাটি “জটিল সংখ্যা” সম্পর্কিত সমস্যা। কারণ, প্রশ্নটিতে বর্গমূল চিহ্ন বা Square Root এর মধ্যে বিয়োগ চিহ্ন রয়েছে। নিম্নে সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করা হলো:−8×−2−8​×−2​= 8(−1)×2(−1)8(−1)​×2(−1)​= 8×𝑖2×2×𝑖2 8×i2​×2×i2​  [ ∵𝑖2∵i2 = -1 ]= 8×𝑖×2×𝑖8​×i×2​×i= 16×𝑖216​×i2= 4 ××(-1) [ ∵𝑖2∵i2 = -1 ]= -4 [𝐴𝑛𝑠.][Ans.]
178. | x – 2 | << 3 হলে, m এবং n এর কোন মানের জন্য m<< 3x + 5 << n হবে?
m=1, n=10m=2, n=20m=3, n=30m= 4, n=40
Explanation: এই গাণিতিক সমস্যাটি “অসমতা” সম্পর্কিত সমস্যা। নিম্নে সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করা হলো:এই গাণিতিক সমস্যাটি সমাধানের জন্য “অসমতার” নিম্নের সুত্রটি প্রয়োগ করে খুব সহজেই সমাধান করা যাবে।∣𝑥∣<𝑎⟹−𝑎<𝑥<𝑎∣x∣<a⟹−a<x<a​প্রশ্নানুযায়ী, | x – 2 | << 3এখন, | x – 2 | << 3 কে উপরোক্ত সূত্র প্রয়োগ করে পাই,-3 << x – 2 << 3বা, -3 + 2 << x – 2 + 2 << 3 + 2 [ ∵ ∵  উভয়পক্ষে 2 যোগ করে ]বা, -1 << x << 5বা, -3 << 3x << 15 [ ∵ ∵  উভয়পক্ষে 3 গুণ করে ]বা, -3 + 5 << 3x + 5 << 15 + 5 [ ∵ ∵  উভয়পক্ষে 2 যোগ করে ]বা, 2 << 3x + 5 << 202 << 3x + 5 << 20 কে m<< 3x + 5 << n এর সাথে তুলনা করে পাই, m = 2 এবং n = 20সুতরাং এই গাণিতিক সমস্যাটির সঠিক উত্তর: m = 2, n = 20
179. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৫% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
৫%১০%২০%২৫%
Explanation: ধরি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, 𝐿1L1​ = aএবং আয়তক্ষেত্রটির প্রস্থ, 𝑊1W1​ = bতবে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, 𝐴1A1​ = 𝐿1×𝑊1L1​×W1​ = ab বর্গ এককএখন, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 5% বৃদ্ধি করলে, আয়তক্ষেত্রটির নতুন দৈর্ঘ্য, 𝐿2L2​ = a + a এর 5%বা, 𝐿2L2​ = a + a ×5100×1005​বা, 𝐿2L2​ = a + 5𝑎1001005a​বা, 𝐿2L2​ = 100𝑎+5𝑎100100100a+5a​∴𝐿2∴L2​ = 105𝑎100100105a​এবং আয়তক্ষেত্রটির প্রস্থের যেহুতু কোনো পরিবর্তন হয় নি, সেহুতু 𝑊1W1​ = 𝑊2W2​ = bতবে, নতুন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, 𝐴2A2​ = 𝐿2×𝑊2L2​×W2​ = 105𝑎100×𝑏100105a​×b বর্গ এককবা, 𝐴2A2​ = 105𝑎𝑏100100105ab​ বর্গ একক∴𝐴2∴A2​ = 105ab% বর্গ এককপূর্বের আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, 𝐴1A1​ শতকরা = ab বা, 100 বর্গ একক এবং নতুন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, 𝐴2A2​ শতকরা = 105ab বা, 105 বর্গ একক∴∴ শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = (𝐴2−𝐴1)(A2​−A1​) বর্গ একক = (105 – 100) বর্গ একক = 5 বর্গ এককসুতরাং, সঠিক উত্তর: 5%
180. চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?
৮%৮১৩৩১​%১০%১১১৯৯১​%
Explanation: প্রশ্নানুযায়ী, চিনির মূল্য ১০% কমে যাওয়ায়, চিনির বর্তমান মূল্য = (১০০ – ১০) টাকা = ৯০ টাকা৯০ টাকায় চিনির ব্যবহার বাড়াতে হবে ১০ টাকা∴∴ ১ টাকায় চিনির ব্যবহার বাড়াতে হবে ১০৯০৯০১০​ টাকা∴∴ ১০০ টাকায় চিনির ব্যবহার বাড়াতে হবে ১০×১০০৯০৯০১০×১০০​ টাকা = ১০০৯৯১০০​ টাকা = ১১১৯৯১​ টাকাসুতরাং, সঠিক উত্তর: ১১১৯৯১​%
181. ৬ সেন্টি মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল-
২১৩২১৩​ বর্গ সে.মি.২৩৩২৩৩​ বর্গ সে.মি.২৫৩২৫৩​ বর্গ সে.মি.২৭৩২৭৩​ বর্গ সে.মি.
Explanation: প্রশ্নানুযায়ী, ৬ সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের অন্ত:স্থ একটি সমাবাহু ত্রিভুজ রয়েছে। অর্থাৎ বৃত্তস্থ সমবাহু ত্রিভুজ রয়েছে। তাহলে, বৃত্তের ব্যাসার্ধ এবং তিন বাহুর দৈর্ঘ্য সমান হবে। অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ, R = 6 cm এবং বৃত্তস্থ সমবাহু ত্রিভুজের তিনটির বাহুর দৈর্ঘ্য X, Y, Z হলে, বাহু তিনটির দৈর্ঘ্য হবে যথাক্রমে 6cm, 6cm, 6cm ।আমরা জানি, বৃত্তের কেন্দ্রের মান হচ্ছে 360°°। তবে বৃত্তস্থ সমবাহু ত্রিভুজের তিন কোণের প্রত্যেক কোণের মান হবে = 360°33360°​ = 120 °°আমরা জানি,ত্রিভুজের যেকোন দুই বাহুর দৈর্ঘ্য a, b এবং মধ্যবর্তী কোণ 𝜃θ হলে, ক্ষেত্রফল = 12𝑎𝑏sin⁡𝜃21​absinθ বর্গ একক।এখন, a = 6cm, b = 6cm এবং 𝜃θ = 120 °° হলে,ক্ষেত্রফল=12𝑎𝑏sin⁡𝜃=12×6×6×sin⁡120°=18×sin⁡(1×90°+30°)=18×cos⁡30°=18×32=93 বর্গ সে.মি.ক্ষেত্রফল​=21​absinθ=21​×6×6×sin120°=18×sin(1×90°+30°)=18×cos30°=18×23​​=93​ বর্গ সে.মি.​এখন, বৃত্তস্থ সমবাহু ত্রিভুজটির ভিতরের বা অন্তঃস্থ একটির ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 9393​ বর্গ একক। বৃত্তস্থ সমবাহু ত্রিভুজটির ভিতরের বা অন্তঃস্থ ৩টি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে = (3×93)(3×93​) বর্গ সে.মি.= 273273​ বর্গ সে.মি.।সুতরাং, বৃত্তস্থ সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল 273273​ বর্গ সে.মি.। [𝐴𝑛𝑠.][Ans.]
182. 512,613,1124 এবং 38125​,136​,2411​ এবং 83​ এর মধ্যে বড় ভগ্নাংশটি-
512125​613136​11242411​3883​
Explanation: দেওয়া আছে, প্রদত্ত ভগ্নাংশ সমূহ 512,613,1124 এবং 38125​,136​,2411​ এবং 83​এই গাণিতিক সমস্যাটি সমাধানের জন্য ভগ্নাংশ সমূহের মধ্যে তুলনা করতে হবে।512×613125​×136​ = 65 << 72;        512<613125​<136​613×1124136​×2411​ = 144 >> 143;        613>1124136​>2411​613×38136​×83​ = 48 >> 39;        613>38136​>83​উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বড় ভগ্নাংশটি: 613 [𝐴𝑛𝑠.]136​ [Ans.]
183. a+b = 7 এবং ab = 12 হলে 1𝑎2+1𝑏2a21​+b21​ এর মান কত?
325253​2514414425​3114414431​11494911​
Explanation: প্রশ্নানুযায়ী, a+b = 7 এবং ab = 12এখন,1𝑎2+1𝑏2=(1𝑎+1𝑏)2−2×1𝑎×1𝑏=(𝑎+𝑏𝑎𝑏)2−2×1𝑎𝑏=(712)2−2×112=49144−212=49−24144=25144a21​+b21​​=(a1​+b1​)2−2×a1​×b1​=(aba+b​)2−2×ab1​=(127​)2−2×121​=14449​−122​=14449−24​=14425​​সঠিক উত্তর: 2514414425​
184. বার্ষিক ১০% মুনাফায় ৮০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
৯৪০ টাকা৯৬০ টাকা৯৬৮ টাকা৯৮০ টাকা
Explanation: প্রশ্নানুযায়ী,মূলধন, P = ৮০০ টাঁকামুনাফার হার, r = ১০% = ১০১০০১০০১০​সময়, n = ২ বছরচক্রবৃদ্ধির মূলধন, C = ?আমরা জানি, চক্রবৃদ্ধির মূলধন, C = P(1 + r)𝑛n = ৮০০ (১+১০১০০)২(১+১০০১০​)২ = ৮০০ (১০০+১০১০০)২(১০০১০০+১০​)২ = ৮০০ ×১১০১০০×১১০১০০×১০০১১০​×১০০১১০​ = ৯৬৮সুতরাং, চক্রবৃদ্ধির মূলধন = ৯৬৮ টাঁকা [𝐴𝑛𝑠.][Ans.]
185. log⁡2log⁡𝑒𝑒2log2​loge​​e2 = ?
-2-112
Explanation: প্রশ্নানুযায়ী, log⁡2log⁡𝑒𝑒2log2​loge​​e2= log⁡2log⁡𝑒(𝑒)4log2​loge​​(e​)4= log⁡24log⁡𝑒𝑒log2​4loge​​e​ [ ∵ log⁡𝑎𝑎2=2log⁡𝑎𝑎∵ logaa2=2logaa ]= log⁡24×1log2​4×1 [ ∵ log⁡𝑎𝑎=1∵ logaa=1 ]= log⁡24log2​4= log⁡222log2​22= 2log⁡222log2​2 [ ∵ log⁡𝑎𝑎2=2log⁡𝑎𝑎∵ logaa2=2logaa ]= 2 ×× 1 [ ∵ log⁡𝑎𝑎=1∵ logaa=1 ]= 2 [𝐴𝑛𝑠.][Ans.]
186. ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে, সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
১২২২২১​১৬৪৬৪১​১৬০৬০১​২৬৫৬৫২​
Explanation: ১ থেকে ৪৪০ পর্যন্ত মোট সংখ্যা রয়েছে = ৪৪০টিআবার, ১ থেকে ৪৪০ পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা রয়েছে ২০টি। কারণ, ২১ নিলে ২১২২=৪৪১ যা ৪৪০ এর চেয়ে বেশি। তাই, ২০২২ = ৪০০।∴∴ সংখ্যাটি বর্গ বা পূর্ণবর্গ হওয়ার সম্ভাবনা = অনুকুল ফলাফলমোট ফলাফল=২০৪৪০=১২২মোট ফলাফলঅনুকুল ফলাফল​=৪৪০২০​=২২১​∴∴ সঠিক উত্তর: ১২২২২১​
187. 50 মিনিট আগে সময় ছিল 4 টা বেজে 45 মিনিট, 6 টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
২৫ মিনিট৩০ মিনিট১৫ মিনিট২০ মিনিট
Explanation: বর্তমান সময় = ৪:৪৫ + ৫০ = ৫:৩৫ । নির্ণেয় সময় = ৬:০০ – ৫:৩৫ = ২৫ মিনিট।
188. স্ক্রু ও ঘড়ির কাটার ঘূর্ণন গতির দিক?
একই দিকউলম্ব রেখায়সমান্তরালেউল্টোদিকে
Explanation: স্ক্রু ও ঘড়ির কাটার ঘূর্ণন গতির দিক একই দিকে
189. নিচের কোনটি সবচেয়ে ছোট সংখ্যা?
১৮/৩৬৫/৩১৬/৩১৪/১২
Explanation: ১৮/৩৬=০.৫, ৫/৩=১.৬৬, ১৬/৩১=০.৫১, ৪/১২=০.৩৩
190. 1*3.33*7.1=?
১.৯৮২.৩৬৫.১৮২.২২
Explanation: 1*3.33*7.1=2.36
191. একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার 5%বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
০.৫ % কমেছে০.২৫% কমেছে০.৫ % বেড়েছে০.২৫% বেড়েছে
Explanation: ধরি, লোকটির মূলবেতন ১০০ টাকা ৫% হ্রাসে বর্তমান বেতন = ১০০ – (১০০ এর ৫%) = ১০০-(৫০০/১০০) =১০০-৫ = ৯৫ টাকা ।
আবার, ৫% বৃদ্ধিতে বর্তমান বেতন হবে = ৯৫ + ৯৫ এর ৫% = ৯৯.৭৫ টাকা।
বেতন শতকরা হ্রাস পায় = ১০০ – ৯৯.৭৫ = ০.২৫ টাকা
192. ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
২৩৯৯৩৩১১
Explanation: সংখ্যার সীমা হলো ১০০ থেকে ২০০ পর্যন্ত। ১ম সংখ্যা a = ১০২ (কারণ ১০০ ও ১০১ সংখ্যাদ্বয় ৩ দ্বারা বিভাজ্য নয়] সাধারণ অন্তর, d = ৩ [কারণ ৩ দ্বারা বিভাজ্য ১ম সংখ্যা ও ২য় সংখ্যার পার্থক্য ৩ হবে। শেষ সংখ্যা=১৯৮।
অতএব পদসংখ্যা ={ (শেষ পদ – ১ম পদ) / সাধারণ অন্তর } + ১ = { (১৯৮ – ১০২) / ৩ } + ১ = ৩৩
193. নিচের কোন অক্ষর গুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
দ্রাতারিদাঅহোরাত্রসাব ব অ ধ্যারা বা বি প নি
Explanation: অহোরাত্র // day and night; /প্রতিশব্দ/ অহোরাত্রি
194. প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
৬৮১৮৪১৮৪
Explanation: এখানে, ১ম ত্রিভুজে = (৮ × ৪) + ৭ = ৩২ + ৭ = ৩৯ ।
২য় ত্রিভুজে = (৩ × ৬) + ৯ = ১৮ + ৯ = ২৭ ।
৩য় ত্রিভুজে = (৭ × ৯) + ৫ = ৬৩ + ৫ = ৬৮
195. “RELATION” এর আয়নায় প্রতিবিম্ব কোনটি হবে?
option 0 01 1option 1option 2 2
Explanation: আয়নায় দেখলে পাশাপাশি বরাবর বিপরীত চিত্র প্রদর্শিত হয়ে থাকবে।
196. ৫ জন ব্যক্তির ট্রেনে ভ্রমণ করেছেন তারা হলেন ক খ গ ঘ ঙ। ক হলেন খ-এর মা, গ আবার ঙ এর স্ত্রী খ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী, ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কি?
ভাইচাচাছেলেশ্বশুর
Explanation: গ’ হলেন ‘ঙ’ এর স্ত্রী । আবার ‘গ’ এর বাবা হলেন ‘খ’ ।
অর্থাৎ ‘খ’ হলেন ‘ঙ’ এর শ্বশুর।
197. যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয়, তবে মাসের 18 তম দিন কি বার হবে?
বুধবারসোমবাররবিবারশনিবার
Explanation: এখানে, ১৮ – ২ = ১৬ = (৭×২) + ২= সোমবার + ২ দিন = বুধবার।
198. আলোকবর্ষ ব্যবহার করে কি পরিমাপ করা হয়?
দূরত্বওজনসময়ভর
Explanation: আলোকবর্ষ দূরত্ব পরিমাপের একক।
আলো এক বছরে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ বলে।
199. মূল্যবোধ দৃঢ় হয়—-
সুশাসনের মাধ্যমেশিক্ষার মাধ্যমেধর্মের মাধ্যমেগণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে
Explanation: মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। পরিবারের মাধ্যমে শিশুকাল থেকেই মূল্যবোধ গঠনের ভিত্তি রচিত হয়।
বয়স বৃদ্ধির সাথে সাথে কিছু মূল্যবোধ দৃঢ় হয় এবং কিছু মূল্যবোধ হারিয়ে যায়।
আবার কিছু মূল্যবোধ পরিশোধিত হয়ে মার্জিত ও সুন্দর রূপ ধারণ করে।
200. what is the noun form of ‘know’?
knownknowledgeknowingknowledgable
Explanation: Noun: Knowledge ,
Verb: Know,
Adjective: Knowledgeable,
Adverb: Knowledgeably

পরবর্তী পর্বঃ ৪২তম বিসিএস

1 thought on “৪১তম বিসিএস প্রশ্ন ও সমাধান (41th BCS Complete MCQ Question and Best Solution Treasure)”

Leave a Comment