৪২তম বিসিএস প্রশ্ন ও সমাধান (42th BCS Complete MCQ Question and Best Solution Treasure)

বিসিএস প্রস্তুতি যদি পরিকল্পিতভাবে ঠিকঠাক করা যায়, তাহলে হাজার হাজার প্রার্থীর মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে এগিয়ে রাখা সম্ভব। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে হলে বেশি বেশি এমসিকিউ সলভ করার বিকল্প কিছু নেই। প্রশ্নব্যাংক এইজন্য সমাধান করতে বলা হয় যাতে প্রশ্নের ধরন সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়৷ এছাড়াও প্রশ্নব্যাংক সমাধান করতে যেয়ে দেখবেন একই তথ্য থেকেই ঘুরেফিরে প্রশ্ন করছে। কিংবা একই টপিক থেকে একাধিক বছর প্রশ্ন এসেছে। সেজন্য দরকার প্রশ্ন সলভ করার সময় সেই প্রশ্ন সম্পর্কিত টপিক পড়ে ফেলা। নিচে ৪২তম বিসিএস এর সব প্রশ্নোত্তর দেওয়া হল।

বাংলা ভাষা ও সাহিত্য অংশের সমাধান

১। উদ্বাসন শব্দের অর্থ কী ? = বাসভূমি থেকে বিতাড়িত
২। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ প্রথম প্রকাশিত হয় = ২০১২
৩। কিত্তনখোলা নাটকটির বিষয় = লোকায়ত জীবন – সংস্কৃতি
৪। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? = সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
৫। বাক্যের দুটি অংশ = উদ্দেশ্য, বিধেয়
৪। যিনি ন্যায়শাস্ত্র জানেন = নৈয়ায়িক
৫। মহাকবি আলাওল রচিত কাব্য = পদ্মাবতী
৬। বাংলা আদি অধিবাসী গণ কোন ভাষা ভাষী ছিলেন? = অস্ট্রিক
৭। সঠিক বানান নয় কোটি? = প্রানী
৮। কোনটি শুদ্ধ নয়? = যন্ত্রনা
৯। কোন সাহিত্য কর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে? = চর্যাপদ
১০ । ঐহিক এর বিপরীত শব্দ কোনটি? = পারত্রিক
১১। ‘সবুজপত্র’ পত্রিকাটির সম্পাদক কে? =প্রমথ চৌধুরী
১২। মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি? =জীবন ও রাজনৈতিক বাস্তবতা
১৩। আমার জ্বর জ্বর লাগছে- এখানে জ্বর জ্বর কোন প্রকারের শব্দ? = দ্বিরুক্ত
১৪। শুদ্ধ বাক্য নয় কোনটি? = অকারণে ঋণ করিও না।
১৫। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় =কৃষ্ + তি
১৬। উলুবনে মুক্তা ছড়ানো প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে = প্রবাদ-প্রবচন
১৭। মানুষের দেহের যে সব অঙ্গ-প্রতঙ্গ ধ্বনি তৈরিতে সহায়ত করে তাকে বলে = বাক প্রত্যঙ্গ
১৮। বাবা কোন ভাষার শব্দ? = তুর্কি
১৯। অধিত্যকা এর বিপরীত শব্দ কোনটি? =উপত্যকা
২০। Notification এর বাংলা পরিভাষা কোনটি? = প্রজ্ঞাপন

আন্তর্জাতিক অংশের সমাধান

১)IUCN কাজ করে – প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে
২) ত্রিশ বছর ব্যাপী যুদ্ধের অবসান ঘটে – পিস অব ওয়েস্টফেলিয়া চুক্তি দ্বারা (1648)
৩) এসডিজি গোল কয়টি? – ১৭টি
৪) মার্কিন তালেবান চুক্তি হয় কবে ? – ৯ ফেব্রুয়ারি ২০২০
৫) গ্লোবাল ভ্যাকসিন সামিট- ৪ জুন ২০২০ ( প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে যোগ দিয়েছিলেন )
৬) WIPO – World Intellectual Property Organization
৭) বঙ্গবন্ধুর NAM সম্মেলন- ১৯৭৩, আলজিয়ার্স , 4TH
৮) কার্টাজেনা প্রোটোকল স্বাক্ষরিত হয় – ২০০০ । জৈব নিরাপত্তামূলক ।
৯) কোনটি ব্রিটন উডস ইনস্টিটিউট – IMF . AND WB
১০) কিয়োটো প্রটোকল কত সালে গৃহীত হয় – ১৯৯৭
১১) ভারতের সিভিল সার্ভিস দিবস কবে ? – ২১ এপ্রিল ( বাংলাদেশে ২১ সেপ্টেম্বর )
১২) ডিসেম্বর ২০২০, বাংলাদেশ-ভারত ভার্চুয়াল সম্মেলনে কতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় ? – ৭টি বিষয়ে
১৩) সম্প্রতি (সেপ্ট, ২০২০) আজারবাইজানের সংঘর্ষ আর্মেনিয়ার কোন অঞ্চলের সাথে? – আর্টসাখ প্রজাতন্ত্র
১৪) A Passage India গ্রন্থটির লেখক? – E m Forster
১৫) সম্প্রতি কোন দেশটি ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক আছে ? – সৌদি আরব

বাংলাদেশ অংশের সমাধান

১) সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা – ধর্মপাল।
২) বাঙালি উপভাষা অঞ্চল – বরিশাল ( বাংলা অংশ)।
৩) বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত -১৩৭।
৪) ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস পালিত হত – ১১ মার্চ।
৫) দেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার বেশি – স্বাস্থ্য ও সামাজিক সেবা।
৬) ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকা – জয় বাংলা।
৭) জাতীয় জনসংখ্যা দিবস – ২ ফেব্রুয়ারি।
৮) Concert for Bangladesh কোথায় অনুষ্ঠিত হয় – নিউইয়র্কে।
৯) ঢাকা গেট এর নির্মাতা – মীর জুমলা।
১০) ষড়ঋতুর ক্রম – গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত।
১১) খসড়া সংবিধান সর্বপ্রথম ১৯৭২ সালের কত তারিখে উত্থাপিত হয় – ১২ অক্টোবর।
১২) September on Jessore Road written by – Allen Ginsberg
১৩) মুক্তিযুদ্ধ যাদুঘর প্রতিষ্ঠা – ১৯৯৬।
১৪) বঙ্গভঙের ফলে সৃষ্ট নতুন প্রদেশ – পূর্ববঙ্গ ও আসাম।
১৫) রাষ্ট্রভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে – তমদ্দুন মজলিস।
১৬) দেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান – BADC ।
১৬) মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ চলচ্চিত্র – হুলিয়া।
১৮) যমুনার উপনদী – তিস্তা।
১৯) কৃষিক্ষেত্রে রবি মৌসুম – কার্তিক থেকে ফাল্গুন।
২০) সাবাশ বাংলাদেশ ভাস্কর্যের স্থপতি – নিতুন কুণ্ডু।
২১) ব্রিটিশ কৃষি বিপ্লব সংঘটিত হয় – উনবিংশ শতাব্দী।
২২) দেশের ১ম সামুদ্রিক গ্যাসক্ষেত্র – সাঙু ভ্যালি।

ইংরেজি অংশের সমাধান

1. “A passage to India” is written by-
(a) E. M.Forster
(b)Nirod C. Chowdhuri
(c)Rudyard Kipling
(d)Walt Whitman
Correct answer:(a) E.M.Forster

2.Who wrote Dr. Zivago?
(a)Maxim Gorky
(b)Boris Pasternak
(c)Foydor Dostoyvosky
(d)Leo Tolostoy
Correct answer :(b)Boris Pasternak

3.”September on the Jessore Road “is written by-
(a)Madhusudhon Datt
(b)Alen Ginsberg
(c)Kaiser Huq
(d)Vikram Datt
Correct answer :(b) Alen Ginsberg

4.”For God’s sake hold your tongue and let me love” occurs in a novel by-
(a)Jane Austen
(b)Syed Waliullah
(c)Somerset Maugham
(d)Rabindranath Tagore
Correct answer : (d) Rabindranath Tagore

5. What is the correct indirect form of: He said, “You had better see a doctor”
(a) He advised him to see a doctor
(b) He advised that he should see a doctor
(c) He suggested that he seen a doctor
(d) He proposed to see a doctor
Correct Answer:(a) He advised him to see a doctor.

6. Identity the word that remains the same in plural form
(a) deer
(b) horse
(c) elephant
(d) tiger
Correct Answer:(a)deer

7. Which word is correct?
(a) Furnitures
(b) Informations
(c)Scenaries
(d)proceeds
Correct Answer:(d)proceeds

8. To doctor an animal means-
(a) To treat it
(b) To sterilize it
(c) to poison it
(d)To cure it
Correct Answer:(b) to sterilize it

9. The word “flying” in the sentence “Look at the flying bird” is-
(a) gerund
(b) participle
(c)verbal noun
(d) gerundial infinitive
Correct Answer :(b)participle

10. Identify the determiner in the sentence “Bring me that book”
(a) Bring
(b)me
(c) that
(d)book
Correct Answer:(c)that

11.What is the meaning of ‘Musk’?
(a) a form if drama
(b) a face cover
(c) a substance used in making perfume
(d) a disguise
Correct answer:(c)a substance used in making perfume

12.Would you please find out Bangladesh —the map
(a) in
(b) on
(c) over
(d) at
Correct answer:(b)on

13.What is the function of a topic sentence?
(a) to introduce the topic
(b) to analyze the topic
(c) to present the main idea
(d) to expand the idea
Correct answer:(a) to present main idea.

14.Giving someone the cold shoulder means-
(a) to torture somebody
(b) to harm someone
(c) to appreciate someone
(d) to ignore somebody
Correct answer:(d)to ignore somebody

15.If I were you,I—take the money
(a) shall
(b) will
(c) would
(d) may
Correct answer:(c)would

16.Liza had given me two-
(a) pair of jean
(b) pairs of jean
(c) pair of jeans
(d) pairs of jeans
Correct answer:(d) pairs of jeans

17.Go and catch the falling star.Here ‘falling’is a-
(a) adverb
(b) preposition
(c) adjective
(d) verb
Correct answer:(c)adjective.

18.Identify the correctly spelt word-
(a) caesarean
(b) caesarian
(c) cisarian
(d) scissorian
Correct answer:(a)caesarean

19.Ice:coldness::Earth:-
(a) weight
(b) jungle
(c) sea
(d) gravity
Correct answer:(d)gravity

20.Hasan has read most of the- of Shakespeare
(a) poem
(b) play
(c) drama
(d) works
Correct answer:(d) works

৪২তম বিসিএস

Detailed Explanation

1. উদ্বাসন শব্দের অর্থ কী?
বাসভুমি থেকে বিতাড়িত হওয়াবাসভুমির সম্মুখস্ত ভূমিঅজ্ঞাত বিষয় প্রকাশ করাবিকাশ
Explanation: শব্দটির অর্থ বাস্তুচ্যুত বা বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। শব্দটি বিশ্লেষণ করলে পাওয়া যায় (তৎসম বা সংস্কৃত)উৎ+√বস্+ণিচ্+অন(ল্যুট্)
2. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় কত সালে?
২০১০ সালে২০১১ সালে২০১২ সালে২০১৫ সালে
Explanation: অসমাপ্ত আত্নজীবনি অথবা The Unfinished Memoir বইটি ২০১২ সালের জুন মাসে প্রথম প্রকাশিত হয়
3. কিত্তনখেলা নাটকটির বিষয়বস্তু কী?
যন্ত্রণাদগ্ধ জীবনস্নিগ্ধ শ্যামল প্রকৃতির রূপলোকায়ত জীবন-সংস্কৃতিদেশ বিভাগজনিত জীবন যন্ত্রণা
Explanation: সেলিম আল দীন রচিত কিত্তনখোলা নাটকটি লোকায়ত জীবন সংস্কৃতি নিয়ে কথা বলে।
4. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
সিংহ চিহ্নিত আসন=সিংহাসনমহান যে পুরুষ=মহাপুরুষকুসুমের মতো কোমল=কুসুমকোমলজায়া ও পতি=দম্পতি
Explanation: মধ্যপদলোপী কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে একটি মধ্যপদের আগমন আগমন ঘটে এবং এই মধ্যপদটি সমস্তপদে লোপ পায়। এখানে সিংহাসন এ মধ্যপদের লোপ ঘটেছে।
5. বাক্যের দুটি অংশ কী কী?
প্রসাদগুণ, মাধুর্যগুণউপমা, অলংকারউদ্দেশ্য, বিধেয়সাধু, চলিত
Explanation: বাক্যের দুটি অংশ – উদ্দেশ্য ও বিধেয়। যাকে নিয়ে কথা বলা হচ্ছে সে উদ্দেশ্য এবং যা বলা হচ্ছে তা বিধেয়
6. যিনি ন্যায় শাস্ত্র জানেন তাঁকে কী বলা হয়?
ন্যায়বাগীশনৈয়ায়িকন্যায়পালন্যায়ঋগ্ধ
Explanation: যিনি ন্যায়শাস্ত্র জানেন এক কথায় প্রকাশ নৈয়ায়িক
7. মহাকবি আলাওল রচিত কাব্য কোনটি?
চন্দ্রাবতীপদ্মাবতীমধুমালতীলাইলী মজনু
Explanation: মহাকবি আলাওল পদ্মাবতী কবিতা রচনা করেন
8. বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিলেন?
বাাংলাসংস্কৃতহিন্দিঅস্ট্রিক
Explanation: আদি অধিবাসীরা অস্ট্রিক ভাষায় কথা বলতো
9. সঠিক বানান নয় কোনটি?
ধরণিমূর্ছাগুণপ্রানী
Explanation: সঠিক বানান ‘প্রাণী’
10. কোনটি শুদ্ধ নয়?
যন্ত্রনাশূভ্রসহযোগিতাস্বতঃ স্ফূর্ত
Explanation: সঠিক বানান হবে ‘যন্ত্রণা’
11. কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে?
পদাবলীগীতগোবিন্দচর্যাপদচৈতন্যজীবনী
Explanation: বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ যে ভাষায় লেখা হয়েছে তা সন্ধ্যাভাষা নামে পরিচিত।
12. ঐহিক এর বিপরীত শব্দ কোনটি?
ঈদৃশপারত্রিকমাঙ্গলিকআকস্মিক
Explanation: ঐহিক এর বিপরীত শব্দ পারত্রিক
13. সবুজপত্র’ পত্রিকাটির সম্পাদক কে?
রবীন্দ্রনাথ ঠাকুরশূেখ ফজলুল করিমপ্রমথ চৌধুরীমোহাম্মদ নাসির উদ্দিন
Explanation: সবুজপত্র একটি মাসিক সাময়িকী/পত্রিকা। এটি প্রথম প্রকাশিত বৈশাখ ১৩২১ (১৯১৪ খ্রি.) । পত্রিকাটির সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী।
14. মুক্তিযুদ্ধভিত্তিক নভেল কোনটি?
ক্রীতদাসের হাসিজীবন ও রাজনৈতিক বাস্তবতাকান্নাপর্বপ্রাদোষে প্রাকৃতজন
Explanation: জীবন ও রাজনৈতিক বাস্তবতা বাঙালি লেখক শহীদুল জহির রচিত বাংলা উপন্যাস। এটি ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে রচিত এটি একটি নাতিদীর্ঘ উপন্যাস।
15. আমার জ্বর জ্বর লাগছে এখানে জ্বর জ্বর কোন প্রকারের শব্দ?
দিরুক্ত শব্দসমার্থক শব্দযুগ্ম শব্দশব্দদিত্ব
Explanation: শব্দের পরপর দুবার ব্যবহৃত হয়ে কোন বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। এখানে জ্বর জ্বর একটি দ্বিরুক্ত শব্দ
16. শুদ্ধ বাক্য নয় কোনটি?
বিদ্বান হলেও তার কোনো অহংকার নেইইশ! যদি পাখির মত পাখা পেতাম।অঅকারণে ঋণ করিও নাহয়তো সোহমা আসতে পারে
Explanation: অঅকারণে ঋণ করিওনা একটি অশুদ্ধ বাক্য
17. কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
কৃষ্+তিকৃষ্+টিকৃ+ইষ্টিকৃষ্+ইষ্টি
Explanation: কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়: কৃষ্ + তি
18. “উলুবনে মুক্তা ছড়ানো” প্রচলিত এমন শব্দগুলোকে কী বলে?
প্রবাদ প্রবচনএককথায় প্রকাশভাবসম্প্রসারণবাক্য সংকোচন
Explanation: উক্তশব্দটি একটি প্রবাদ প্রবচন
19. মানুষের দেহের যেসব অঙ্গপ্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সাহায্য করে তাকে কী বলে?
বাক প্রত্যঙ্গঅঙ্গধ্বনিস্বরতন্ত্রীন্যাাসিকাতন্ত্র
Explanation: কিছু অঙ্গপ্রত্যঙ্গের সাথে আঘাত লেগে ধ্বনি তৈরি হয়। এগুলোকে বাক প্রত্যঙ্গ বলে
20. বাবা কোন ভাষার শব্দ?
তৎসমতদ্ভবফারসিতুর্কি
Explanation: বাবা শব্দটি তুর্কি ভাষা থেকে বাংলায় এসেছে
21. অধিত্যকা এর বিপরীত শব্দ কোনটি?
উপত্যকাধিত্যকাপার্বত্যসমতল
Explanation: অধিত্যকা শব্দের বিপরীত শব্দ উপত্যকা
22. Notification এর বাংলা পরিভাষা কোনটি?
বিজ্ঞাপনবিজ্ঞপ্তিবিজ্ঞপ্তি ফলকপ্রজ্ঞাপন
Explanation: Notification শব্দটিকে বাংলায় বলা হয় প্রজ্ঞাপন
23. কোন তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুণরায় আরোপ করে?
২০ আগস্ট,২০২০১৯ সেপ্টেম্বর,২০২০১৮ অক্টোবর,২০২০১৫ জুলাই,২০২০
Explanation: ইরানে ১৯৭৯ সালে ইসলামিক বিপ্লব সংগঠিত হওয়ার পর থেকে বহুবার মার্কিন অর্থনৈতিক অবরোধের ভিতরে পড়ে। সর্বশেষ ২০২০ সালে আবার নতুন করে বিধিনিষেধ আরোপিত হয়।
24.IUCN এর কাজ হলো-
পানি সম্পদ রক্ষা করাসন্ত্রাস দমন করাপ্রাকৃতিক সম্পদ রক্ষা করাপরিবেশ দূষণ রোধ
Explanation: International Union for Conservation of Nature and Natural Resources (IUCN) প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের উদ্দেশ্যে স্থাপিত একটি সংঘ। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয়। সদরদপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ডে অবস্থিত।
25. কার্টাগানা প্রটোকল কোন সালে সাক্ষরিত হয়?
২০০০২০০১২০০৩২০০৫
Explanation: The Cartagena Protocol on Biosafety  ২০০৩ সালে সাক্ষরিত হয়।
26. ভারতে বছরে কোন দিনটি সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়?
২১ এপ্রিল২ অক্টোবর২৬ জানুয়ারি১০ মে
Explanation: ভারত সরকার 21 শে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস হিসাবে পালন করে। কারণ দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল ১৯৪৭ সালে প্রশাসনিক ক্যাডারের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন।
27. গ্রীন হাউস গ্যাসসমূহ নিঃসরণ সংক্রান্ত চুক্তি “The Kyoto Protocol” জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়?
১৯৯৭ সালে১৯৯৯ সালে২০০৩ সালে২০০৪ সালে
Explanation: গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ রোধে ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়
28. কোনটি “Bretton Woods Institutions” এর অন্তর্ভুক্ত?
IDBIMFWTOADB
Explanation: আইএমএফ এবং বিশ্বব্যাংক গ্রুপ কে একত্রে ব্রেটন উডস সংস্থা বলা হয়।
29. কোন চুক্তির মাধ্যমে ইউরোপে ‘Thirty years War” এর সমাপ্তি ঘটে?
ভার্সাই চুক্তি,১৯১৯ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি,১৬৪৮প্রা্যারিস চুক্তি, ১৭৮৩লুজান চুক্তি,১৯২৩
Explanation: ইউরোপে ধর্ম ও রাজনীতি নিয়ে ১৬১৮ সালে শুরু হওয়া ত্রিশ বছর মেয়াদি যুদ্ধের সমাপ্তির জন্য স্বাক্ষরিত শান্তি চুক্তি। এটি ১৬৪৮ সালের মে থেকে আগস্ট মাসের মধ্যে জার্মানির ওয়স্টফেলিয়ায় স্বাক্ষরিত হয়।
30. মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়-
২ মার্চ, ২০২০২৫ জানুয়ারি, ২০২০৩০ এপ্রিল, ২০২০২৯ ফেব্রুয়ারি, ২০২০
Explanation: মার্কিন তালেবান ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় ২৯ ফেব্রুয়ারি, ২০২০ সালে কাতারের রাজধানী দোহায়।
31. ডিসেম্বর ২০২০ বাংলাদেশ ভারত ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়?
৩টি৫টি৭টি৯টি
E:xplanation: ভারতের সাথে সাতটি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকগুলো হচ্ছে হাইড্রোকার্বনে সহযোগিতার বিষয়ে রূপরেখা, কৃষি খাতে সহযোগিতা, নয়াদিল্লি জাদুঘরের সঙ্গে বঙ্গবন্ধু জাদুঘরের সহযোগিতা, হাতির সুরক্ষায় অভয়ারণ্য নিশ্চিত করা, হাই ইমপ্যাক্ট কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প চালু, বাংলাদেশ-ভারত প্রধান নির্বাহী কর্মকর্তা ফোরামের ট্রাম্প অব রেফারেন্স এবং বরিশালে সুয়ারেজ প্রকল্পের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে যন্ত্রপাতি কেনাকাটায় ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক ।
32. আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস এর উন্মেষ ঘটে কোন দেশ হতে?
যুক্ত্রাজ্যযুক্তরাষ্ট্রচীনভারত
Explanation: চীনের হান রাজবংশের রাজা গাওজু-এর সময়ে মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে খ্রিষ্টপূর্ব ২০৭ অব্দে। পরীক্ষার মাধ্যমে তিনিই সর্বপ্রথম রাজকর্মকর্তা নিয়োগের ব্যবস্থা চালু করেছিলেন।
33. সম্প্রতি (সেপ্টেম্বর-২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?
আর্টসাখ প্রজাতন্ত্রনাগর্নো-কারাবাখইয়েতেভাননাকার্চভান ছিটমহল
Explanation: নাগোর্না কারাবাখের দখল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান যুদ্ধে জড়ায়। যুদ্ধে আজারবাইজান নতুন করে অনেক এলাকার নিয়ন্ত্রণ লাভ করে।
34. কোথায় শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়?
১৯৯৫ সালে ডেনমার্ক১৯৮৪ সালে বেলজিয়াম১৯৮৫ সালে লুক্সেমবার্গে১৯৯৬ সালে হাঙ্গেরিতে
Explanation: শেনজেন চুক্তি অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি। ১৪ জুন, ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
35. Global Vaccine Summit অনুষ্ঠিত হয়-
৫ মে,২০২০৪ জুন,২০২০৬ জুলাই,২০২০৮ আগস্ট,২০২০
Explanation: যুক্তরাজ্য সরকারের আয়োজনে ৬ জুলাই ২০২০ গ্লোবাল ভ্যাকসিন সামিট হয়।
36. কোন দেশটি সম্প্রতি ইসরাইল এর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?
সৌদিআরবকুয়েতসংযুক্ত আরব আমিরাতওমান
Explanation: সংযুক্ত আরব আমিরাত ২০২০ সালে ইসরায়েলের সাথে কূটনীতিক সম্পর্ক স্থাপন করেছে।
37. D-8 Organization for Economic Cooperation বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিট হবে?
আবুজাঢাকাতেহরানইস্তাম্বুল
Explanation: দশম ডি এইট সম্মেলন ভার্চুয়ালি ঢাকায় এপ্রিল ২০২১ অনুষ্ঠিত হয়।
38. WIPO এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
জেনেভারোমনিউইয়র্কওয়াশিংটন ডিসি
Explanation: WPO এর সদর দপ্তর জেনেভা সুইজারল্যান্ড।
39. Sustainable Development Goal(SDG) কয়টি?
১৩টি১৫টি১৭টি৩১টি
Explanation: টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বা Sustainable Development Goal এর লক্ষমাত্রা ১৭ টি ও সাবগোল ১৬৯ টি
40. বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিলো?
পূর্ববঙ্গপশ্চিমবঙ্গ ও ত্রিপুরাপূর্ব্বঙ্গ ও পশ্চিমবঙ্গপূর্ববঙ্গ ও আসাম
Explanation: ১৯০৫ সালে।ভারতের বড়লাট লর্ড কার্জনের এক ঘোষণার মাধ্যমে ‘বঙ্গভঙ্গ’ হয়। এই পরিকল্পনায় বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা এবং মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বাংলা ও আসাম নামে নতুন প্রদেশ।
41. সাবাস বাংলাদেশ ভাসস্কর্যটির স্থপতি কে?
হামিদুজ্জামান খানরবিউল হোসাইনআব্দুর রাজ্জাকনিতুন কুন্ডু
Explanation: রাজশাহী বিশবিদ্যালয়ে অবস্থিত সাবাশ বাংলাদেশের ভাষ্কর্যটির ভাষ্কর নিতুন কুন্ডু
42. ঢাকা গেইট এর নির্মাতা কে?
শায়েস্তা খাঁনবাব আব্দুল গণিলর্ড কার্জনমীর জুমলা
Explanation: মুঘল সুবেদার মীর জুমলা ঢাকা গেইট নির্মান করেন। শায়েস্তা খান লালবাগ কেল্লা নির্মাণ করেন।
43. ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংগঠিত হয়েছিলো?
উনবিংশ শতাব্দীতেঅষ্টাদশ শতাব্দীতেষোড়শ শতাব্দীতেচতুর্দশ শতাব্দীতে
Explanation: ব্রিটিশ কৃষি বিপ্লব বা দ্বিতীয় কৃষি বিপ্লব সংঘটিত হয়েছিল সপ্তদশ শতাব্দীর মধ্যভাগে এবং ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে। ১৭৭০ সালে কৃষি উৎপাদন বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির চেয়ে বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। এবং তাদের উৎপাদন ক্ষমতা সারা পৃথিবীর মধ্যে সর্বাধিক ছিল। কৃষিতে উৎপাদন বৃদ্ধি কৃষি কাজে শ্রমিকদের অংশগ্রহণ হ্রাস তরান্বিত করেছিল।
44. বাংলাদেশে জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?
কৃষি ও বনজমৎস্যশিল্পস্বাস্থ্য ও সামাজিক সেবা
Explanation: বিবিএসের এর তথ্যানুসারে গত অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৮.১৫ %। যার সর্বোচ্চ প্রবৃদ্ধি শিল্প খাতে।
45. ১৯৭১ সালে “The concer for Bangladesh” কোথায় অনুষ্ঠিত হয়?
চট্টগ্রামকলকাতালন্ডননিউইয়র্ক
Explanation: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনে জর্জ হ্যারিসন ও পন্ডিত রবিশঙ্কর নিউইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেছিলেন।
46. প্রতিবছর কোন তারিখে বাংলাদেশ জাতিয় জনসংখ্যা দিবস পালন করা হয়?
২ ফেব্রুয়ারী৮ ফেব্রুয়ারী৮ মার্চ৭ এপ্রিল
Explanation: বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালিত হয় ২ ফেব্রুয়ারি। ২১
47. ১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল-
জয় বাংলাবাংলাদেশস্বাধীনতামুক্তির ডাক
Explanation: সাপ্তাহিক জয়বাংলা ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে বাংলা ভাষায় প্রকাশিত বাংলাদেশ আওয়ামী লীগের একটি সাপ্তাহিক পত্রিকা। পত্রিকাটি প্রবাসী বাংলাদেশ সরকারের প্রচারণার মাধ্যমে মুক্তিযুদ্ধের অগ্রগতি, মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব ও যুদ্ধের পক্ষে জনমত সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক সমর্থনের জন্য কাজ করেছিল।
48. মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৯৯৬১৯৯৮২০০০২০০৮
Explanation: মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্বোধন হয় ১৯৯৬ সালের ২২ শে মার্চ। মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ বস্তু আছে এই জাদুঘরে ।
49. বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান-
BARIBRRIBADCBINA
Explanation: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সংক্ষেপে বিএডিসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্বশসিত প্রতিষ্ঠান, যা বীজ উৎপাদন বিপণন ও সরবাহ কাজে জড়িত।
50. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে ১৯৭২ সালের কোন তারিখে উত্থাপিত হয়?
১১ নভেম্বর১২ অক্টোবর১৬ ডিসেম্বর৩রা মার্চ
Explanation: ১২ অক্টোবর ১৯৭২ খসড়া সংবিধান গণপরিষদে উপস্থাপন করা হয়। ৪ নভেম্বর ভোটে পাস হয়। ১৪ ডিসেম্বর ১৯৭২ গণপরিষদ সদস্য গণ স্বাক্ষর করেন এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে কার্যকর করা হয়।
51. বাংলাদেশের সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
১৩৬১৩৭১৩৮১৪০
Explanation: সংবিধানের ১৩৭ অনুচ্ছেদ অনুযায়ী, ” আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতিকে ও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হইবে, সেইরূপ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে।”
52. নঁওগা জেলার পাহারপুড়ে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা কে?
গোপালধর্মপালমহীপালবিগ্রহপাল
Explanation: পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার নাটোর জেলার পাহাড়পুর নামক স্থানে অবস্থিত। পালবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল (৭৮১-৮২১) অষ্টম শতাব্দীর শেষের দিকে বা নবম শতাব্দীতে এই বিহার তৈরি করেছিলেন।
53. বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র কোনটি?
হাতিয়া প্রণালীজফোর্ড পয়েন্টসাঙ্গু ভ্যালিমাতারবাড়ি
Explanation: সাঙ্গু গ্যাসক্ষেত্রটি ১৯৯৬ সালে ব্রিটিশ তেল কোম্পানি কেয়ার্ন এনার্জি কর্তৃক আবিষ্কৃত হয়। ২০০৬ সাল থেকে বাংলাদেশের প্রথম আবিষ্কৃত এই গ্যাস ক্ষেত্রটি পরিত্যক্ত।
54. রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
তমদ্দুন মজলিসভাষা পরিষদমাতৃভাষা পরিষদআমরা বাঙালি
Explanation: তমদ্দুন মজলিস ১৯৪৭ সালে আবুল কাসেম কর্তৃক প্রতিষ্ঠিত ভাষা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি প্রতিষ্ঠান।
55. বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?
গ্রীষ্ম,বর্ষা, বসন্ত, হেমন্ত, শীত ও শরৎবর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্মশরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম ও বর্ষাগ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত
Explanation: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এটাই সঠিক ক্রম।
56. কোনটি যমুনার উপনদী?
তিস্তাধলেশ্বরীধোলাইবংশী
Explanation: যে নদী অন্য নদীতে পতিত হয় তাকে উপনদী বলে। আর মূল নদী থেকে যে নদীর উৎপত্তি সেটাকে শাখা নদী বলে। তিস্তা নদী যমুনায় পতিত হয়েছে।
57. বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?
১৯৭২, কায়রো১৯৭৪, নয়াদিল্লী১৯৭৫, বেলগ্রেড১৯৭৩, আলজিয়ার্স
Explanation: বঙ্গবন্ধু ১৯৭৩ সালে এবং আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন।
58. ১৯৪৮-১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় ‘ভাষা দিবস’ হিসেবে কোন দিনটি পালন করা হতো?
২৫ শে জানুয়ারী১১ই ফেব্রুয়ারী১১ই মার্চ২৫ শে ফেব্রুয়ারী
Explanation: ১৯৪৮ সালের ১১ মার্চ রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে পূর্ব বাংলায় সর্বাত্মক সাধারণ ধর্মঘট পালিত হয়। তখন থেকে ১৯৫২ পর্যন্ত ১১ মার্চ ভাষা দিবস হিসাবে পালিত হত।
59.বাঙালী উপভাষা অঞ্চল কোনটি?
নদীয়াত্রিপুরাপুরুলিয়াবরিশাল
Explanation: উপভাষা হল একটি ভাষার ভৌগলিক রৃপভেদ। যেমন বরিশাল, চট্টগ্রাম কিংবা সিলেটে বাংলা ভাষার উপভাষা পাওয়া যায়।
60. বাংলাদেশের বর্তমান সভাপতি পূর্বে কোন দেশের CVF এর সভাপতি ছিল?
মার্শাল আইল্যান্ডমালদ্বীপগ্রানাডাবাহামা
Explanation: বাংলাদেশের পূর্বে মার্শাল আইল্যান্ড The Climate Vulnerable Forum বা CVF এর সভাপতি ছিল।
61. কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?
কার্তিক-ফাল্গুনচৈত্র-বৈশাখভাাদ্র-অগ্রাহয়নশ্রাবণ-আশ্বিন
Explanation: কৃষিকাজে শীতের সময়টাকে রবি মৌসুম হিসেবে ধরা হয়। নভেম্বর থেকে মধ্য এপ্রিল পর্যন্ত সময়কে রবি মৌসুম বলা হয়।
62. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র?
ধীরে বহে মেঘনাকলমিলতাআবার তোরা মানুষ হহুলিয়া
Explanation: কবি নির্মলেন্দু গুণের কবিতা হুলিয়া অবলম্বনে হুলিয়া চলচিত্রটি নির্মান করেন তানভীর মোকাম্মেল।
63. The Doctor an animal means:
to treat itto sterilize itto poison ityo cure it
Explanation: To doctor an animal বলতে কোনো পশুকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলা বোঝায়
64. যদি ICE:COLDNESS হয়, তবে EARTH:?
weightjungleseaGravity
Explanation: এখানে Coldness যেমন ice এর বৈশিষ্ট্য প্রকাশ করছে, Gravity তেমনভাবে Earth এর বৈশিষ্ট্য প্রকাশ করছে।
65. Identify the word that remain same in plural form
deerhorseelephenttigre
Explanation: Deer শব্দটি plural form এ-ও Deer থাকে
66. Hasan has read most of the —- of shakespeare
poemplaydramaworks
Explanation: Shakespeare poem, play, drama সবক্ষেত্রেই নিজের ছাপ রেখেছেন। ‘most of the’ এর কারনে উত্তরটি plural হবে তাই works সঠিক উত্তর। এখানে work সাহিত্যে তার সকল কাজকে বোঝায়।
67. What is the meaning of musk?
A form of dramaA face covera substance used in making perfumea disguise
Explanation: এটি একটি radish-brown পদার্থ যা perfume তৈরিতে ব্যাবহৃত হয়।
68. Identify correctly spelled one:
Caesareancaesareanciserianscissorian
Explanation: সঠিক বানানটি হচ্ছে Caesarean
69. অনুকম্পা শব্দের ইংরেজি কোনটি?
ClemencyEntharlEruditionFathom
Explanation: অনুকম্পা বা সমবেদনা শব্দের অর্থ Clemency
70. Liza had given me two:
pair of jeanpairs of jeanpair of jeanspairs of jeans
Explanation: Pair of jeans এর plural form ‘pairs of jeans’
71. The word “Flying” in the sentence “Look at the flying bird” is a
gerundparticipleverbal noungerundial infinitive
Explanation: এখানে flying একটি participle কারন এখানে ing যুক্ত verb টি একটি adjective এর মতো ব্যবহার করা হয়েছে।
72. Would you please find out Bangladesh—- the map?
inonoverat
Explanation: Map বা নকশায় কোনো জায়গা খুজতে in preposition ব্যাবহার করা হয়
73. “Go and catch the falling star” . Here the “falling” is
an adverba prepositionan adjectivea verb
Explanation: falling star’ বলতে খসে পড়া তারাকে বোঝাচ্ছে এবং তারাটির অবস্থা প্রকাশ পাচ্ছে, তাই এখানে falling adjective
74. What is the correct indirect form of: He said, “You had better see a doctor”
He advised him to see a doctorHe advised that he should see a doctorhe suggested that he had seen a doctorHe proposed to see a doctor
Explanation: Indirect form এ you had better আছে বলে He advised him to ব্যাবহার করা হয়েছে
75. “For God’s sake, hold your tongue and let me love” occurs in a novel by:
Jane AustenSyed WaliullahSomerset MaughamRabindranath Tagore
Explanation: John Donne এর Canonization কবিতা থেকে প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ শেষের কবিতায় একটি উক্তি যোগ করেন।
76. “Giving someone the cold shoulder” means-
to torture somebodyto harm someoneto appreciate soe oneto egnore somebody
Explanation: Giving someone the cold shoulder বলতে কাউকে এড়িয়ে চলা বোঝায়
77. What is the function of a topic sentence?
to introduce the topicto analyse the topicto present the main ideato expand the idea
Explanation: Topic sentence মুল বক্তব্য প্রকাশে সাহায্য করে
78. Identify the determiner in the sentence “Bring me that book”
bringmethatbook
Explanation: Determiner noun এর সাথে ব্যবহৃত হয় এবং সেই Noun কে প্রকাশ করে। এখানে that একটি determiner
79. Which word is correct?
FurnituresInfomationsSceneriesProceeds
Explanation: এখানে শুধুমাত্র proceeds এর ক্ষেত্রে কোনো grammatical বা spelling mistake নেই
80. Complete the sentence: If I were you, I— take the money:
shallwillwouldmay
Explanation: if এর পরে past tense হলে verb এর সাথে would যুক্ত হয়
81. Fill in the gap with the correct form of verb: The police —- informed yesterday
isarewaswere
Explanation: এখানে The Police বলতে সকল পুলিশ সদস্যদের বোঝাচ্ছে, তাই plural হবে
82. “September on the Jessore Road” is written by-
Madhusudan DuttAllen GinsbergKaiser HaqVikram Seth
Explanation: September on Jessore road, Allen Ginsberg এর লেখা একটি কবিতা যা ১৯৭১ এর বাংলাদেশ এর অবস্থা থেকে অনুপ্রাণিত
83. Who wrote Dr.Zhivago?
Maxim GorkyBoris PasternakFyodor DostoevskyLeo Tolstoy
Explanation: Dr. Zhivago, Boris Pasternak এর লেখা একটি উপন্যাস যা ১৯৫৭ সালে ইটালীতে প্রকাশ পায়।
84. “A passage to India” is written by-
E.M. FosterNirad C ChaudhuriRudyard KiplingWalt Whitman
Explanation: A Passage to India, ১৯২৪ সালে প্রকাশিত, E.M. Forster এর লেখা একটি উপন্যাস।
85. 𝑥2−3𝑥−10>0x2−3x−10>0 অসমতাটির সমাধান কোনটি?
(−∞,−1)∪(4,+∞)(−∞,−1)∪(4,+∞)(−∞,−2)∪(5,+∞)(−∞,−2)∪(5,+∞)(∞,2)∪(5,+∞)(∞,2)∪(5,+∞)(−5,−∞)∪(∞,2)(−5,−∞)∪(∞,2)
Explanation: 𝑥2−3𝑥−10>0⟹𝑥2−5𝑥+2𝑥−10>0⟹𝑥(𝑥−5)+2(𝑥−5)>0⟹(𝑥−5)(𝑥+2)>0x2−3x−10>0⟹x2−5x+2x−10>0⟹x(x−5)+2(x−5)>0⟹(x−5)(x+2)>0দুইটি রাশির গুণফল তখন ধনাত্মক হবে, যখন দুইটি রাশির দুইটি ধনাত্মক অথবা ঋণাত্মক। যেমন: (x+1)(x+2) অথবা (x-9) (x-12). উপরোক্ত অসমতাটির ক্ষেত্রে, অসমতাটির মান একবার ধনাত্মক এবং একবার ঋণাত্মক ধরে নিম্নে উপস্থাপন করা হলো:শর্ত-(1):(𝑥−5)>0⟹𝑥>5 এবং(𝑥+2)>0⟹𝑥>−2(x−5)>0⟹x>5 এবং(x+2)>0⟹x>−2শর্ত-(2):(𝑥−5)<0⟹𝑥<5 এবং(𝑥+2)<0⟹𝑥<−2(x−5)<0⟹x<5 এবং(x+2)<0⟹x<−2শর্ত-(1) এবং শর্ত-(2) থেকে ৪টি গাণিতিক সম্পর্ক পাওয়া যাচ্ছে। যথা:I. x >> 5II. x >> -2III. x << 5IV. x << -2উপরের এই ৪টি গাণিতিক সম্পর্ক যাচাই বা শুদ্ধি পরীক্ষা করে নিতে হবে। যাচাই বা শুদ্ধি পরীক্ষা করার জন্য উক্ত সম্পর্ক অনুযায়ী, x এর যেকোন মান মূল ফাংশনে বসিয়ে তা যাচাই অথবা তার শুদ্ধি পরীক্ষা করে নিতে হবে। শুদ্ধি পরীক্ষার পর এই ৪টি গাণিতিক সম্পর্কের মধ্যে যে সম্পর্ক সমূহ মূল ফাংশনটিকে সিদ্ধ করে, উক্ত গাণিতিক সম্পর্কগুলোই হবে গ্রহণযোগ্য।প্রথম গাণিতিক সম্পর্কটি শুদ্ধি পরীক্ষা করে দেখানো হলো:মূল ফাংশনটি হচ্ছে: 𝑥2−3𝑥−10>0x2−3x−10>0প্রথম গাণিতিক সম্পর্কটি হচ্ছে: 𝑥>5x>5অর্থাৎ x এর এমন একটি মান যা +5 এর চেয়ে বড়। এখানে, x এর মান +5 এর চেয়ে বড় এমন যেকোন মান দিয়ে শুদ্ধি পরীক্ষাটি করা যাবে। এখানে, x এর মান 9 ধরে শুদ্ধি পরীক্ষাটি করা হলো।𝑥2−3𝑥−10>0=92−3×9−10>0=81−27−10>0=81−37>0=44>0x2−3x−10>0=92−3×9−10>0=81−27−10>0=81−37>0=44>0উপরোক্ত শুদ্ধি পরীক্ষার মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে যে, 44 যা 0 এর চেয়ে বড়। অর্থাৎ, প্রথম গাণিতিক সম্পর্কটি 𝑥>5x>5 মূল ফাংশনটিকে সিদ্ধ করেছে। এভাবেই, বাকি ০৩টি গাণিতিক সম্পর্কের শুদ্ধি পরীক্ষা করে নিতে হবে।সবগুলো গাণিতিক সম্পর্কের শুদ্ধি পরীক্ষা সম্পন্ন হলে দেখা যাবে, প্রথম এবং চতুর্থ গাণিতিক সম্পর্কটি মূল ফাংশনটিকে সিদ্ধ করেছে।এখন, প্রথম গাণিতিক সম্পর্কটির ক্ষেত্রে বলা আছে, x এর মান +5 এর চেয়ে বড়। কিন্তু, এটি বলা নেই যে, +5 এর চেয়ে কত বড় হবে। তাই বলা যায়, x এর মান +5 থেকে অসীম বা Infinity (+∞)(+∞)। অর্থাৎ সীমাটি হবে (5,+∞)(5,+∞)আবার, চতুর্থ গাণিতিক সম্পর্কটির ক্ষেত্রে বলা আছে, x এর মান -2 এর চেয়ে ছোট। কিন্তু, এটি বলা নেই যে, -2 এর চেয়ে কত ছোট হবে। তাই বলা যায়, x এর মান -2 থেকে অসীম বা Infinity (−∞)[𝑘𝑎𝑡𝑒𝑥]।অর্থাৎসীমাটিহবে[𝑘𝑎𝑡𝑒𝑥](−∞,−2)(−∞)[katex]।অর্থাৎসীমাটিহবে[katex](−∞,−2)(5,+∞)(5,+∞) এবং (−∞,−2)(−∞,−2) এর সংযোগ বা Union (∪)(∪) হবে এই গাণিতিক সমস্যাটির সমাধান।∴∴ সঠিক উত্তর: (−∞,−2)∪(5,+∞)(−∞,−2)∪(5,+∞)
86. log⁡𝑥19logx​91​ = -2 হলে x এর মান কোনটি?
321331​−13−31​
Explanation: দেওয়া আছে,log⁡𝑥19logx​91​ = -2এই গাণিতিক সমস্যাটি লগারিদমের (log⁡𝑥𝑎=𝑏⟹𝑎=𝑥𝑏)(logxa=ba=xb) এই সূত্রটি ব্যবহার করে সমাধান করা যাবে।এখন,log⁡𝑥19logx​91​ = -2বা, 1991​ = x−2−2 [ ∵log⁡𝑥𝑎=𝑏⟹𝑎=𝑥𝑏∵logxa=ba=xb ]বা, 132321​ = x−2−2বা, 3−2[𝑘𝑎𝑡𝑒𝑥]=𝑥[𝑘𝑎𝑡𝑒𝑥]−2[𝑘𝑎𝑡𝑒𝑥][𝑘𝑎𝑡𝑒𝑥]3−2[katex]=x[katex]−2[katex][katex]বা, x−2−2 = 3−23−2সুতরাং, x = 3 [𝐴𝑛𝑠.][Ans.]
87. এক ব্যক্তি ব্যাংকে ৫১০ টাকার চেক দিয়ে ২০ টাকার এবং ৫০ টাকার নোট প্রদানের জন্য অনুরোধ করলেন। কত প্রকারে তাঁর অনুরোধ রক্ষা করা সম্ভব?
৩ প্রকারে৪ প্রকারে৬ প্রকারে৫ প্রকারে
Explanation: প্রশ্নানুযায়ী, ব্যাংক থেকে ৫১০ টাকা ২টি নোটের (৫০ টাকা এবং ২০ টাকা) মাধ্যমে প্রদান করতে হবে। অর্থাৎ এখানে ৫০ টাকা এবং ২০ টাকার মাধ্যমেই শুধুমাত্র হিসেব করতে হবে।এক্ষেত্রে, হিসেব করে দেখা যাবে, ৫০ টাকা করে জোড় সংখ্যক টাকা প্রদান করা যাবে না। অর্থাৎ ৫০ টাকার নোট ২, ৪, ৬, ৮টি করে নোট প্রদান করা যাবে না। কারণ, যদি ৫০ টাকার ২ টি নোট প্রদান করা হয়, তখন বাকি থাকবে {৫১০ – (৫০ ×× ২)} = (৫১০ – ১০০) = ৪১০ টাকা। এই ৪১০ টাকা যদি ২০ দিয়ে ভাগ করা হয় (৪১০২০)(২০৪১০​) তখন অবশিষ্ট থাকবে ১০ টাকা। আর, ১০ টাকাকে ২০ টাকার নোটের মাধ্যমে প্রদান করা সম্ভব নয়।একইভাবে, ৫০ টাকার নোট ৪টি, ৬টি বা ৮টি করে প্রদান করা যায় না। আবার ৫০ টাকার নোট ১০টি করে প্রদান করা যাবে না। কেননা, (৫০ ×× ১০) = ৫০০ টাকা হয়, তবে আর ২০ টাকা এবং ৫০ টাকার নোটের মাধ্যমে ৫১০ টাকা উক্ত ব্যক্তিটি নিতে পারবেন না এবং ১০ একটি জোড় সংখ্যা, যা সম্পূর্ণ প্রদান করলে উপরের ন্যায় ১০ টাকা অবশিষ্ট থাকবে, যা ২০ টাকার নোটের মাধ্যমে প্রদান করা সম্ভব নয়। তাই, ৫০ টাকার নোট শুধুমাত্র বিজোড় সংখ্যকভাবে দেওয়া যাবে। নিম্নের ছকটিতে হিসেব করে দেখানো হয়েছে কত প্রকারে শুধুমাত্র ৫০ টাকা এবং ২০ টাকার নোট ব্যবহার করে উক্ত ব্যক্তি ৫১০ টাকা নিতে পারবেন।৪২ তম বিসিএস MCQ গাণিতিক সমস্যাউপরের হিসেব থেকে লক্ষ্য করা যাচ্ছে যে, ০৫ প্রকারে উক্ত ব্যক্তিটির অনুরোধ রক্ষা করা সম্ভব।
88. ১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?
২৫৩০৩৫৪৯
Explanation: প্রশ্নানুযায়ী, পদসংখ্যা, n = 49আমরা জানি,n তম স্বাভাবিক সংখ্যার যোগফল = 𝑛(𝑛+1)2=49(49+1)2=49×502=12252n(n+1)​=249(49+1)​=249×50​=1225১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় = 122549491225​ = 25 [𝐴𝑛𝑠.][Ans.]N.B: ১ থেকে ৪৯ পর্যন্ত মোট ৪৯টি সংখ্যা রয়েছে এবং ১ থেকে ৪৯ পর্যন্ত যোগফল ১২২৫। তাই, গড় নির্ণয়ের সময়, ১ থেকে ৪৯ পর্যন্ত যোগফল ১২২৫ এবং ১ থেকে ৪৯ পর্যন্ত যে মোট ৪৯টি সংখ্যা রয়েছে তা দিয়ে ভাগ করা হয়েছে।
89. ৩০ কি.মি.পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘন্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘন্টা সময় কম লাগত। জয়নুলের গতি কত ছিল?
৪ কি.মি./ঘণ্টা৫ কি.মি/ঘণ্টা৬ কি.মি./ ঘণ্টা৭.৫ কি.মি./ঘণ্টা
Explanation: প্রশ্নানুযায়ী, পথের দূরত্ব, d = 30 km এবং30 km পথ অতিক্রম করতে জয়নুলের রনির থেকে ২ ঘন্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘন্টা সময় কম লাগত।তবে, দুইটি সময়ের পার্থক্য = (2 + 1) ঘন্টা = 3 ঘন্টাসময়ের পার্থক্য কীভাবে মোট ৩ঘন্টা হয়েছে, তা নিম্নের চিত্রটির মাধ্যমে উপস্থাপন করা হলো:৪২ তম বিসিএস MCQ গাণিতিক সমস্যাধরি, জয়নুলের বেগ, 𝑣1v1​ = x kmh−1−1
জয়নুলের বেগ দ্বিগুণ হলে, 𝑣2v2​ = 2x kmh−1−1আমরা জানি, সময়, 𝑡1t1​ = 𝑑𝑣1v1​d​ = 30𝑥x30​ ঘন্টা এবংবেগ দ্বিগুণ করলে সময়, 𝑡2t2​ = 𝑑𝑣2v2​d​ = 302𝑥2x30​ ঘন্টাপ্রশ্নমতে,𝑡1t1​ – 𝑡2t2​ = 3বা, 30𝑥x30​ – 302𝑥2x30​ = 3বা, 60−302𝑥2x60−30​ = 3বা, 6x = 30বা, x = 306630​∴∴ x = 5 kmh−1−1সুতরাং জয়নুলের গতি ছিলো, ৫ কি.মি/ঘন্টা [𝐴𝑛𝑠.][Ans.]
90. বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
১২১৬
Explanation: ধরি, বৃত্তের ব্যাসার্ধ = xবৃত্তের ব্যাস = 2××ব্যাসার্ধ = 2××x = 2xবৃত্তের ক্ষেত্রফল = 𝜋×π×(ব্যাসার্ধ)২২ = 𝜋𝑥2πx2প্রশ্নানুযায়ী, বৃত্তের ব্যাস 4 গুণ করা হলে, ব্যাস টি হবে = ব্যাস××4 = 2x××4 = 8xবৃত্তের ব্যাস 4গুণ বা 8x হলে ব্যাসার্ধ = ব্যাস2=8𝑥2=4𝑥2ব্যাস​=28x​=4xএখন, বৃত্তটির নতুন ক্ষেত্রফল = 𝜋×π×(ব্যাসার্ধ)২২ = 𝜋×(4𝑥)2=𝜋×16𝑥2=16𝜋𝑥2π×(4x)2=π×16x2=16πx2ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = 16𝜋𝑥2𝜋𝑥2πx216πx2​ = 16সুতরাং বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ১৬ গুণ।
91. sec⁡𝐴+tan⁡𝐴=52secA+tanA=25​ হলে, sec⁡𝐴−tan⁡𝐴secA−tanA = ?
1221​1551​2552​5225​
Explanation: দেওয়া আছে, sec⁡𝐴+tan⁡𝐴secA+tanA = 5225​আমরা জানি,sec⁡2𝐴sec2A – tan⁡2𝐴tan2A = 1বা, (sec⁡𝐴+tan⁡𝐴)(sec⁡𝐴−tan⁡𝐴)(secA+tanA)(secA−tanA) = 1 [ ∵∵ a22 – b22 = (a+b)(a-b) ]বা, sec⁡𝐴−tan⁡𝐴secA−tanA = 1sec⁡𝐴+tan⁡𝐴secA+tanA1​বা, sec⁡𝐴−tan⁡𝐴secA−tanA = 15225​1​ [ ∵sec⁡𝐴+tan⁡𝐴=52∵secA+tanA=25​ এর মান বসিয়ে ]বা, sec⁡𝐴−tan⁡𝐴secA−tanA = 1×251×52​সুতরাং, sec⁡𝐴−tan⁡𝐴secA−tanA = 2552​ [𝐴𝑛𝑠.][Ans.]
92. টাকায় তিনটি এবং টাকায় ৫টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় ৪টি করে আমলকি বিক্রয় করলেন। ঐ ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন।
৪.২৫% লাভ৫.২৫% ক্ষতি৬.২৫% ক্ষতি৭.২৫% লাভ
Explanation: প্রশ্নানুযায়ী,৩টি আমলকির ক্রয়মূল্য = ১ টাকা∴∴ ৩টি আমলকির ক্রয়মূল্য = ১৩[𝑘𝑎𝑡𝑒𝑥]টাকা[𝑘𝑎𝑡𝑒𝑥]৩১​[katex]টাকা[katex]আবার,৫টি আমলকির ক্রয়মূল্য = ১ টাকা∴∴ ১টি আমলকির ক্রয়মূল্য = ১৫৫১​ টাকা(১+১) = ২টি আমলকির ক্রয়মূল্য = ১৩৩১​ + ১৫৫১​ টাকা = ৫+৩১৫১৫৫+৩​ টাকা = ৮১৫১৫৮​ টাকাএখন,৪টি আমলকির বিক্রয়মূল্য = ১ টাকা∴∴ ১টি আমলকির বিক্রয়মূল্য = ১৪৪১​ টাকা∴∴ ২টি আমলকির বিক্রয়মূল্য = ১×২৪৪১×২​ টাকা = ১২২১​ টাকাউপরোক্ত গাণিতিক আলোচনাটি থেকে বুঝা যাচ্ছে,২টি আমলকির ক্রয়মূল্য >> ২টি আমলকির বিক্রয়মূল্য। অর্থাৎ ৮১৫১৫৮​ >> ১২২১​যেহুতু ক্রয়মূল্য বিক্রয়মূল্যের থেকে বেশি, সেহুতু ব্যক্তিটির ক্ষতি হয়েছে।∴∴ ক্ষতি = ৮১৫১৫৮​ – ১২২১​ টাকা = ১৬−১৫৩০৩০১৬−১৫​ টাকা = ১৩০৩০১​ টাকাএখন,৮১৫১৫৮​ টাকায় ক্ষতি হয় = ১৩০৩০১​ টাকা∴∴ ১ টাকায় ক্ষতি হয় = ১৩০×১৫৮৩০১​×৮১৫​ টাকা∴∴ ১০০ টাকায় ক্ষতি হয় = ১×১৫×১০০৩০×৮৩০×৮১×১৫×১০০​ টাকা = ৬.২৫ টাকা∴∴ ঐ ব্যক্তিটির ক্ষতি হয়েছে = ৬.২৫% [𝐴𝑛𝑠.][Ans.]
93. আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি এক বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরো ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?
৪৬০.২০ টাকা৫৫৪.৪০ টাকা৬২০.৬০ টাকা৭৩০.৮০ টাকা
Explanation: প্রশ্নানুযায়ী,মোবাইল ফোনের মাসিক বিল এসেছে = ৪২০ টাকা১ বছর পর ১০% বৃদ্ধি পেয়ে বিল হবে (১০০ + ১০)% = ১১০%
আবার, ৬ মাস পর ২০% বৃদ্ধি পেয়ে বিল হবে (১০০ + ২০)% = ১২০%∴∴ যদি, ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরো ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর বিল হবে=(৪২০×১১০%×১২০%)টাকা=(৪২০×১১০১০০×১২০১০০)টাকা=৫৫৪৪০০০১০০০০ টাকা=৫৫৪.৪টাকা তাহলে ১৮ মাস পর বিল হবে​=(৪২০×১১০%×১২০%)টাকা=(৪২০×১০০১১০​×১০০১২০​)টাকা=১০০০০৫৫৪৪০০০​ টাকা=৫৫৪.৪টাকা​সুতরাং, সঠিক উত্তর: ৫৫৪.৪০ টাকা।
94. একটি চৌবাচ্চায় ৮০০০ লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য ২.৫৬ মিটার এবং প্রস্থ ১.২৫ মিটার। চৌবাচ্চাটির গভীরতা কত?
১.৫ মিটার২.৫ মিটার৩ মিটার৩.৫ মিটার
Explanation: প্রশ্নানুযায়ী,চৌবাচ্চাটিতে পানি ধরে ৮০০০ লিটারঅর্থাৎ আয়তন = ৮০০০ লিটার = ৮০০০১০০০১০০০৮০০০​ ঘনমিটার = ৮ ঘনমিটার [ ∵ ∵  ১০০০ লিটার = ১ ঘনমিটার ]আমরা জানি,আয়তন = দৈর্ঘ্য ×× প্রস্থ ×× গভীরতা⟹⟹ দৈর্ঘ্য ×× প্রস্থ ×× গভীরতা = আয়তন⟹⟹ গভীরতা = আয়তনদৈর্ঘ্য×প্রস্থদৈর্ঘ্য×প্রস্থআয়তন​ = ৮২.৫৬×১.২৫২.৫৬×১.২৫৮​ = ৮×১০০×১০০২৫৬×১২৫২৫৬×১২৫৮×১০০×১০০​ = ২.৫ মিটার [𝐴𝑛𝑠.][Ans.]বি.দ্র:৮×১০০×১০০২৫৬×১২৫২৫৬×১২৫৮×১০০×১০০​ এখানে, ২টি ১০০ দিয়ে গুণ করা হয়েছে। কারণ, ২.৫৬ এবং ১.২৫ দশমিক সংখ্যাটির দশমিকের জন্য ১ এবং দশমিকের পর ২টি অংক (.৫৬ এবং .২৫) রয়েছে, তাই, ২টি শূন্য বসেছে।
95. এক বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত কত হবে?
1:25:22:14:1
Explanation: ধরি,২য় বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = aএবং বর্গক্ষেত্রটির পরিসীমা = 4a [ ∵ ∵  বর্গক্ষেত্রের পরিসীমা = 4a ]প্রশ্নানুযায়ী, ২য় বর্গক্ষেত্রটির পরিসীমা হচ্ছে, ১ম বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্যের সমান। অর্থাৎ ১ম বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য = 4aপ্রথম বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য = 2×2​× 4a [ ∵∵ বর্গক্ষেত্রের কর্ণ = 2×2​×এক বাহুর দৈর্ঘ্য]দ্বিতীয় বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য = 22​aএখন,বর্গক্ষেত্র দুটির কর্ণের অনুপাত = 2×4𝑎2𝑎2​a2​×4a​ = 4114​ = 4 : 1 [𝐴𝑛𝑠.][Ans.]
96. নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 15𝐴,𝐺21,28𝑁,??A15​,21G​,N28​,??​
54𝑁N54​𝑇1818T152521​𝑉3636V
Explanation: 15𝐴,𝐺21,28𝑁,??A15​,21G​,N28​,??​ কে যদি একটি ধারা বা Series হিসেবে ধরা হয়। তবে দেখা যাচ্ছে,প্রথম ক্ষেত্রে,15 থেকে 21 এর পার্থক্য 6; অর্থাৎ, 15 + 6 = 21;21 থেকে 28 এর পার্থক্য 7; অর্থাৎ 21 + 7 = 28;তবে, 28 থেকে পরবর্তী সংখ্যাটির পার্থক্য হবে 8; অর্থাৎ 28 + 8 = 36;উপরের ধারাটি থেকে আরো একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে,15 রয়েছে লব বা ভগ্নাংশের উপরে,21 রয়েছে হর বা ভগ্নাংশের নিচে,আবার, 28 রয়েছে লব বা ভগ্নাংশের উপরে,তবে, 36 বসবে হর বা ভগ্নাংশের নিচে।দ্বিতীয় ক্ষেত্রে,প্রথম, দ্বিতীয়, তৃতীয় বর্ণ বা Alphabet সমূহ যথাক্রমে A, G এবং N;A থেকে G এর পার্থক্য 5; অর্থাৎ, A থেকে ৬ষ্ঠ বর্ণ বা Alphabet টি হচ্ছে G;G থেকে N এর পার্থক্য 6; অর্থাৎ G থেকে ৭ম বর্ণ বা Alphabet টি হচ্ছে N;তবে, N থেকে পরবর্তী বর্ণ বা Alphabet টির পার্থক্য হবে 7 এবং N থেকে ৮ম বর্ণ বা Alphabet টি হবে কাঙ্ক্ষিত Alphabet টি। N থেকে ৮ম বর্ণ বা Alphabet টি হচ্ছে V;উপরের প্রথম ক্ষেত্রের সংখ্যার মতো, উপরের ধারাটি থেকে আরো একটি বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে,A রয়েছে হর বা ভগ্নাংশের নিচে,G রয়েছে লব বা ভগ্নাংশের উপরে,আবার, N রয়েছে হর বা ভগ্নাংশের নিচে,তবে, V বসবে লব বা ভগ্নাংশের উপরে।উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, সঠিক উত্তর: 𝑉36 [𝐴𝑛𝑠.]36V​ [Ans.]
97. P(A) = 1331​; P(B) = 2332​; A ও B স্বাধীন হলে P (𝐵𝐴)(AB​) = কত?
3443​2332​1331​1441​
Explanation: A ও B স্বাধীন হলে,I. P(𝐴𝐵)(BA​) = P(A)
II. P(𝐵𝐴)(AB​) = P(B)A ও B স্বাধীন না হলে,I. P(𝐴𝐵)(BA​) = 𝑃(𝐴∩𝐵)𝑃(𝐵)P(B)P(AB)​II. P(𝐴𝐵)(BA​) = 𝑃(𝐵∩𝐴)𝑃(𝐴)P(A)P(BA)​প্রশ্নে যদি এরকম “স্বাধীন” অথবা “স্বাধীন নয়” বলা হয়। তখন, উপরের সূত্র সমূহ ব্যবহার করে খুব সহজেই এরকম গাণিতিক সমস্যাবলি সমাধান করা যাবে।দেওয়া আছে, P(A) = 1331​; P(B) = 2332​; A ও B স্বাধীন বলা রয়েছে।প্রশ্নানুযায়ী,P(𝐵𝐴)(AB​) = P(B) = 2332​ [𝐴𝑛𝑠.][Ans.]
98. অংশগুলি জোড়া দিলে কোন চিত্রটি হবে?মানসিক দক্ষতা যাচাই প্রশ্ন
মানসিক দক্ষতা যাচাই প্রশ্নমানসিক দক্ষতা যাচাই প্রশ্নমানসিক দক্ষতা যাচাই প্রশ্নমানসিক দক্ষতা যাচাই প্রশ্ন
Explanation: প্রশ্নের জ্যামিতিক আকৃতি সমূহকে জোড়া দিলে একটি আয়তক্ষেত্রের চিত্র হবে। নিম্নে প্রশ্নের জ্যামিতিক আকৃতি সমূহকে জোড়া দিয়ে সমাধান করা হলো:মানসিক দক্ষতা যাচাই প্রশ্নের সমাধান$ \\[9px] $উপরোক্ত ধাপগুলো সম্পন্ন করার পর দেখা যাচ্ছে, চিত্রটি একটি আয়তক্ষেত্রের আকৃতি ধারণ করেছে। সুতরাং, সঠিক উত্তর হবে:মানসিক দক্ষতা যাচাই প্রশ্নের সমাধান
99. 5+8+11+14+….. ধারাটির কত তম পদ 302?
60 তম পদ70 তম পদ90 তম পদ100 তম পদ
Explanation: প্রদত্ত ধারাটি: 5+8+11+14+…..উপরোক্ত ধারাটি দেখে বোঝা যাচ্ছে, ধারাটি একটি সমান্তর ধারা। কারণ, ধারাটির সাধারণ অন্তর একই।ধারাটির প্রথম পদ, a = 5
ধারাটির সাধারন অন্তর, d = (8-5) = 3ধরি,ধারাটির n তম পদ = 302আমরা জানি, n তম পদ = a + (n – 1)dবা, a + (n – 1)d = n তম পদবা, (n – 1)d = n তম পদ – aবা, n – 1 = 𝑛 তম পদ−𝑎𝑑dn তম পদ−a​বা, n – 1 = 302−533302−5​বা, n – 1 = 29733297​বা, n – 1 = 99বা, n = 99 + 1∴∴ n = 100সুতরাং 5+8+11+14+….. ধারাটির 100 তম পদ 302. [𝐴𝑛𝑠.][Ans.]
100. নিচের ধারার শেষ সংখ্যা কত? ৩, ৯, ২৭, ৮১, …..?
২৪১২৪৩২৪৫২৪৭
Explanation: উপরোক্ত ধারাটি লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে,ধারাটি ৩, ৯, ২৭, ৮১, … বা ৩১,৩২,৩৩,৩৪,…৩১,৩২,৩৩,৩৪,… এভাবে অগ্রসর হচ্ছে।যেখানে,
৩১৩১ = ৩,
৩২৩২ = ৯,
৩৩৩৩ = ২৭,
৩৪৩৪ = ৮১।এই যুক্তি থেকে বলা যায়, ৮১ বা ৩৪৩৪ এর পরবর্তী সংখ্যাটি হবে ৩৫৩৫ = ২৪৩এই প্রশ্নটি আরো একটি যুক্তি প্রয়োগ করে বা যুক্তির সাহায্যে সমাধান করা যায়। তা হলো ধারাটির প্রতিটি পদের সাথে ৩ গুণ করলে পরের পদ পাওয়া যায়। যেমন:ধারাটির ১ম পদ = ৩; ৩ এর সাথে ৩ গুণ করলে পাওয়া যাবে ৩ ×× ৩ = ৯, যা ধারাটির ২য় পদ।ধারাটির ২য় পদ = ৯; ৯ এর সাথে ৩ গুণ করলে পাওয়া যাবে ৯ ×× ৩ = ২৭, যা ধারাটির ৩য় পদ।ধারাটির ৩য় পদ = ২৭; ২৭ এর সাথে ৩ গুণ করলে পাওয়া যাবে ২৭ ×× ৩ = ৮১, যা ধারাটির ৪র্থ পদ।ধারাটির ৪র্থ পদ = ৮১; ৮১ এর সাথে ৩ গুণ করলে পাওয়া যাবে ৮১ ×× ৩ = ২৪৩, যা ধারাটির ৫ম পদ।∴∴ সঠিক উত্তর: ২৪৩ [𝐴𝑛𝑠.][Ans.]

পরবর্তী পর্বঃ ৪৩তম বিসিএস

Leave a Comment