১২তম বিসিএস প্রশ্ন ও সমাধান (12th BCS Complete MCQ Question and Best Solution Treasure)

বিসিএস প্রস্তুতি যদি পরিকল্পিতভাবে ঠিকঠাক করা যায়, তাহলে হাজার হাজার প্রার্থীর মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে এগিয়ে রাখা সম্ভব। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে হলে বেশি বেশি এমসিকিউ সলভ করার বিকল্প কিছু নেই। প্রশ্নব্যাংক এইজন্য সমাধান করতে বলা হয় যাতে প্রশ্নের ধরন সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়৷ এছাড়াও প্রশ্নব্যাংক সমাধান করতে যেয়ে দেখবেন একই তথ্য থেকেই ঘুরেফিরে প্রশ্ন করছে। কিংবা একই টপিক থেকে একাধিক বছর প্রশ্ন এসেছে। সেজন্য দরকার প্রশ্ন সলভ করার সময় সেই প্রশ্ন সম্পর্কিত টপিক পড়ে ফেলা। নিচে ১২তম বিসিএস এর সব প্রশ্নোত্তর দেওয়া হল।

1. প্রাচীনতম বাঙ্গালী মুসলমান কবি কে?-
আলাওল-
সৈয়দ সুলতান-
মুহাম্মদ খান-
শাহ্ মুহাম্মাদ সগীর-
Correct answer is : শাহ্ মুহাম্মাদ সগীর

2. ‘অনল-প্রবাহ’ রচনা করেন–
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি-
মজাম্মেল হক-
এয়াকুব আলী চৌধুরী-
মুনিরুজ্জামান ইসলামাবাদি-
Correct answer is : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি

3. বটতলার পুঁথি বলতে বোঝায়_-
মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপি-
বটতলা নামক স্থানে রচিত কাব্য-
দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য-
অবিমিশ্র দেশজ বাংলায় রচিত লোকসাহিত্য-
Correct answer is : দোভাষী বাংলা রচিত পুঁথি সাহিত্য

4. রূপসী বাংলার কবি–
জসীমউদ্দীন-
জীবনানন্দ দাশ-
কালিদাস রায়-
সত্যেন্দ্রনাথ দত্ত-
Correct answer is : জীবনানন্দ দাশ

5. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত–
রাম বসু এবং ভোলা ময়রা-
এন্টনী ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়-
সাবিরিদ খান এবং দশরথী রায়-
আলাওল এবং ভারতচন্দ্র-
Correct answer is :

6. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা–
নাটক-
ছোটগল্প-
প্রবন্ধ-
গীতিকবিতা-
Correct answer is : গীতিকবিতা

7. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য–
ইউসুফ জুলেখা-
রাসুল বিজয়-
নুরনামা-
শবে মেরাজ-
Correct answer is : ইউসুফ জুলেখা

8. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়” চরণটি কার রচনা?-
ঈশ্বরচন্দ্র গুপ্ত-
মধুসূদন দত্ত-
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়-
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়-
Correct answer is : রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

9. “মোদের গরব মোদের আশা/আ মরি বাংলা ভাষা” রচয়িতা–
রামনিধি গুপ্ত-
রবীন্দ্রনাথ ঠাকুর-
অতুল প্রসাদ সেন-
সত্যেন্দ্রনাথ দত্ত-
Correct answer is : অতুল প্রসাদ সেন

10. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’–
মহাকাব্য-
পত্রকাব্য-
গীতিকাব্য-
আখ্যানকাব্য-
Correct answer is : পত্রকাব্য

11. ‘রোহিনী’ কোন উপন্যাসের নায়িকা?-
কৃষ্ণকান্তের উইল-
চোখের বালি-
গৃহদাহ-
পথের প্যাঁচালী-
কৃষ্ণকান্তের উইল

12. “এখানে যারা প্রান দিয়াছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসি নি” – এর রচিয়তা –-
জহির রায়হান-
গাফফার চৌধুরী-
শামসুর রাহমান-
মাহবুব আলম চৌধুরী-
Correct answer is : আলম চৌধুরী

13. বার্ষিক পরীক্ষায় একটি ছাএ মোট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টির নির্ভুল উত্তর দিল।বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল।সমস্ত প্রশ্নের মান সমান।যদি ছাএ শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল–
১৫ টি-
২০ টি-
২৫ টি-
১৮ টি-
Correct answer is : ২০ টি

14. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ ও ৫কিলোমিটার।নদী পথে ৪৫কিঃমিঃ দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে–
৯ ঘন্টা-
১২ ঘন্টা-
১০ ঘন্টা-
১৮ ঘন্টা-
Correct answer is : ১২ ঘন্টা

15. ৮,১১,১৭,২৯,৫৩,-পরবর্তী সংখ্যাটি কত?-
১০১-
১০২-
৭৫-
৫৯-
Correct answer is : ১০১

16. ২০৫৭৩.৪ মিলিগ্রামে কত কিলোগ্রাম?-
২.০৫৭৩৪-
০.০২৫৭৩৪-
০.০২০৫৭৩৪-
২০.৫৭৩৪৪০-
Correct answer is : ০.০২০৫৭৩৪

17. একটি স্কুলে ছাত্রদের ড্রিল করাবার সময় ৮,১০ এবং ১২ সারিতে সাজানো যায়।আবার বর্গাকারেও সাজানো যায়।ঐ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?-
৩৬০০-
২৪০০-
১২০০-
৩০০০-
Correct answer is : ৩৬০০

18. ৫:১৮,৭:২ এবং ৩:৬ এর মিশ্র অনুপাত কত?-
৭২:১০৫-
৭২:৩৫-
৩৫:৭২-
১০৫:৭২-
Correct answer is : ৩৫:৭২

19. নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 -এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?-
(√2+√3)/2-
(√2.√3)/2-
1.5-
1.8-
Correct answer is : 1.5

20. প্রবল জোয়ারের কারণ ,যখন –-
সূর্য ও চন্দ্রের পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে-
চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে-
পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে-
সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে-
Correct answer is : সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে

21. আকাশে বিদ্যুৎ চমকায় –-
মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে-
দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে-
মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে-
মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে-
Correct answer is : মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে

22. ফিউশন প্রক্রিয়ায়–
একটি পরমানু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে-
একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে-
ভারি পরমানু ভেঙ্গে হালকা পরমানু গঠিত হয়-
একটি পরমানু ভেঙ্গে দুটি পরমানু সৃষ্টি হয়-
Correct answer is : একাধিক পরমানু যুক্ত হয়ে নতুন পরমানু গঠন করে

23. নিচের কোন উক্তিটি সঠিক ?-
বায়ু একটি যৌগিক পদার্থ-
বায়ু একটি মৌলিক পদার্থ-
বায়ু একটি মিশ্র পদার্থ-
বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়-
Correct answer is : বায়ু একটি মিশ্র পদার্থ

24. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয় এর প্রধান কারন –-
এটি হাল্কা ও দামে সস্তা-
এটি সব দেশেই পাওয়া যায়-
এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়-
এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে-
Correct answer is : এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

25. পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারন, আলোর –-
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন-
প্রতিসরণ-
বিচ্ছুরণ-
পোলারায়ন-
Correct answer is : প্রতিসরণ

26. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে –-
৭৫ ডি বি-
৯০ ডি বি-
১০৫ ডি বি-
১২০ ডি বি-
Correct answer is : ১০৫ ডি বি

Here is 12th BCS Question with Answer

27. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই থাকে কারন–
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি-
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম-
বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান-
বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান-
Correct answer is : বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

28. পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে বাবহার হয় তা হলো –-
ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার হয়-
সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়-
পালের দড়িতে টানের নিয়ন্ত্রন বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে-
পালের আকৃতিক সুকৌশল ব্যবহার করা যায়-
Correct answer is : সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়

29. রিমট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় –-
রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ-
রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন-
কোয়াসার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবন-
উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন-
Correct answer is : উপগ্রহের সাহায্যে দূর থেকে ভুমন্ডলের অবলোকন

30. গ্রীন হাউজ এফেক্ট বলতে বোঝার –-
সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষনে ঘাটতি-
তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি-
প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃএিম চাষের প্রয়োজনীয়তা-
গাছপালা আচ্ছাদন নষ্ট হয়ে মরুভূমির বিস্তার-
Correct answer is : তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃ্দ্ধি

31. শহরের রাস্তার ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো–
লাল-সবুজ-হলুদ-লাল সবুজ-
লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ-
লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল-
লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ-
Correct answer is : লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল

32. শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে,কারণ–
সরকারি নির্দেশ-
দূর থেকে চোখে পড়বে বলে-
তাপ বিকরণ থেকে বাচাঁর জন্য-
দেখতে সুন্দর লাগে-
Correct answer is : তাপ বিকরণ থেকে বাচাঁর জন্য

33. ফুলানো বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায় । কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে ?-
বাষ্পীয় ইঞ্জিন-
অন্তর্দহন ইঞ্জিন-
স্টারলিং ইঞ্জিন-
রকেট ইঞ্জিন-
Correct answer is : রকেট ইঞ্জিন

34. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে–
অফসেট মুদ্রন পদ্ধতিতে-
পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে-
ডিজিটাল ইমেজিং পদ্ধতিতে-
স্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে-
Correct answer is : পোলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে

35. সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেক্ট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহার হয় তা হল –-
নাইট্রিক এসিড-
সালফিউরিক এসিড-
এমোনিয়াম ক্লোরাইড-
হাইড্রোক্লোরিক এসিড-
Correct answer is : সালফিউরিক এসিড

It’s 12th BCS Question with Answer

36. what is the noun of the Word ‘Waste’?-
Waste-
Wasting-
Wastage-
Wasteful-
Correct answer is : Wastage

37. What is the adjective of the word ‘Heart’?-
Heart-
Hearten-
Heartening-
Heartful-
Correct answer is : Heartening

38. What is the verb of the word ‘Shortly’?-
Short-
Shorter-
Shorten-
Shortness-
Correct answer is : Shorten

39. Who, which, what are:-
Demonstrative pronoun-
Relative pronoun-
Reflexive pronoun-
Indefinite pronoun-
Correct answer is : Relative pronoun

40. Who is the greatest modern English Dramatist?-
Verginia Woolf-
George Bernard Shaw-
P. B. Shelley-
S. T. Coleridge-
Correct answer is : George Bernard Shaw

41. Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?-
James Baker-
Dr. Kissinger-
Bertrand Russell-
Lenin-
Correct answer is : Bertrand Russell

42. Who is the author of ‘A Farewell to Arms’?-
T. S. Eliot-
John Milton-
Plato-
Ernest Hemingway-
Correct answer is : Ernest Hemingway

43. Who is the most famous satirist in English literature?-
Alexander Pope-
Jonathan Swifts-
William Wordsworth-
Butler-
Correct answer is : Jonathan Swifts

This is 12th BCS Question with Answer

44. “Caesar and Cleopatra” is–
A tragedy by Shakespeare-
A play by G. B. Shaw-
A poem by Lord Byron-
A novel by S.T. Coleridge-
Correct answer is : A play by G. B. Shaw

45. ক্রিয়াপদের মূল অংশকে বলে—-
বিভক্তি-
ধাতু-
প্রত্যয়-
কৃৎ-
Correct answer is : ধাতু

46. এক কথায় প্রকাশ করচন- ‘যা বলা হয় নি;–
অউক্ত-
অব্যক্ত-
অনুক্ত-
ব্যক্ত-
Correct answer is : অনুক্ত

47. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?-
ঠগী-
পানাস-
পাঠক-
সেলামী-
Correct answer is : পাঠক

48. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড় সর্বাধিক সমার্থবাচক?-
অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম-
বক ধার্মিক; বিড়াল তপস্বী-
রুই-কাতলা; কেউ কেটা-
বক ধার্মিক; ভিজে বেড়াল-
Correct answer is : বক ধার্মিক; বিড়াল তপস্বী

49. বাংলা ভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে–
চাকু, চাকর-
খদ্দর, হরতাল-
চা, চিনি-
রিক্সা, রেস্তোরাঁ-
Correct answer is : চা, চিনি

50. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন প্রধানত–
ভাষাতত্ত্ববিদ-
সাহিত্যের ইতিহাস রচয়িতা-
ইসলাম প্রচারক-
সমাজ সংস্কারক-
Correct answer is : ভাষাতত্ত্ববিদ

51. শুদ্ধ বাক্যটি চিহ্ণিত করন –-
বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হন-
বিদ্যান ব্যক্তিগ দারিদ্রতার শিকার হন-
বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন-
বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন-
Correct answer is : বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হন

52. কোন বানানটি শুদ্ধ?-
পাষাণ-
পাষান-
পাসান-
পাশান-
Correct answer is : পাষাণ

53. নিন্মরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?-
ঘোড়াকে চাবুক মার-
ডাক্তার ডাক-
গাড়ি স্টেশন ছেড়েছে-
মুষলধারে বৃষ্টি পড়েছে-
Correct answer is : ঘোড়াকে চাবুক মার

54. “গম্ভীরা” বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?-
চট্টগ্রাম-
জামালপুর-
রংপুর-
চাঁপাইনবাবগঞ্জ-
Correct answer is : চাঁপাইনবাবগঞ্জ

55. বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়?-
জামালপুর-
ফরিদপুর-
জামালগঞ্জ-
হিলি-
Correct answer is : জামালগঞ্জ

56. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে ওঠে ‘বাঙ্গালা’ নামে ?-
ফখরুদ্দিন মোবারক শাহ-
শামসুদ্দিন ইলিয়াস শাহ্-
আকবর-
ঈসা খাঁন-
Correct answer is : শামসুদ্দিন ইলিয়াস শাহ্

57. বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গিয়াছে –-
রানীগঞ্জে-
বিজয়পুরে-
টেকেরহাটে-
বাগালীবাজারে-
Correct answer is : বিজয়পুরে

58. মহাস্হানগড় এক সময় বাংলার রাজধানী ছিল , তখন তার নাম ছিল –-
মহাস্থান-
কর্ণসুবর্ণ-
পুন্ড্রনগর-
রামাবর্তী-
Correct answer is : পুন্ড্রনগর

59. বাংলাদেশের বৃহত্তম হাওড়–
পাথরচাওলি-
হাইল-
চলন বিল-
হাকালুকি-
Correct answer is : হাকালুকি

60. কেওক্রাডং- এর উচ্চতা প্রায় –-
১০১০ মিটার-
১২৩০ মিটার-
১৫৩০ মিটার-
৮৯৩ মিটার-
Correct answer is : ১২৩০ মিটার

BCS question solution with 12th BCS Question with Answer

61. একটি কাঁচা পাটের গাইটের ওজন-
৩.৫ মণ-
২.৫ মণ-
৪.৫ মণ-
৫ মণ-
Correct answer is : ৪.৫ মণ

62. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃ মহানগরীর ট্রেনটির নাম –-
এগার সিন্দুর এক্সপ্রেস-
পারাবত এক্সপ্রেস-
উপকূল এক্সপ্রেস-
সৈকত এক্সপ্রেস-
Correct answer is : উপকূল এক্সপ্রেস

63. ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়–
১০০ বর্গমাইল-
৯০ বর্গমাইল-
১৬০ বর্গমাইল-
৮০ বর্গমাইল-
Correct answer is : ১৬০ বর্গমাইল

64. গঙ্গা নদীর পানি প্রবাহ বৃ্দ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব-
নেপালে জলাধার নির্মাণ-
গঙ্গা ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন-
বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ-
গঙ্গার শাখা নদীসমূহে পানি প্রবাহ বৃদ্ধি-
Correct answer is : নেপালে জলাধার নির্মাণ

65. ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য –-
দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি-
দুদেশের নদীগুলোর পলিমাটি অপসারন-
বন্যা নিয়ন্ত্রনে দুদেশের মধ্যে সহযোগিতা-
দুদেশের নৌ পরিবহন ব্যবস্হার উন্নয়ন-
Correct answer is : দুদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি

66. হাজার হ্রদের দেশ কোনটি ?-
নরওয়ে-
ফিনল্যাণ্ড-
ইন্দোনেশিয়া-
জাপান-
Correct answer is : ফিনল্যাণ্ড

67. বাস্তিল দুর্গের পতন হয় কত সালে?-
1793-
1789-
1798-
1779-
Correct answer is : 1789

68. মিসর সুয়েজখাল জাতীয়করণ করেছিল–
১৯৫৬ সালে-
১৯৫৫ সালে-
১৯৫৪ সালে-
১৯৫৩ সালে-
Correct answer is : ১৯৫৬ সালে

69. জাপান পার্ল হারবার অক্রমন করে–
৭ ডিসেম্বর,১৯৪১-
২৩ জুন,১৯৪২-
৩ ডিসেম্বর,১৯৪২-
২৬ জুলাই,১৯৪৩-
Correct answer is : ৭ ডিসেম্বর,১৯৪১

70. শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম–
দামেস্ক চুক্তি-
আলজিয়ার্স চুক্তি-
কায়রো চুক্তি-
বৈরুত চুক্তি-
Correct answer is : আলজিয়ার্স চুক্তি

71. কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম–
লিওপোন্ডভিল-
জিম্বাবুয়ে-
জিবুতি-
জায়ারে-
Correct answer is : জায়ারে

72. জেমস গ্রান্টের মতে,প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা–
৪,০০,০০০-
৪০,০০০-
৪৪,০০০-
৩৪,০০০-
Correct answer is : ৪০,০০০

73. ‘ট্রাফল্গার স্কোয়ার’ কোন শহরে অবস্থিত–
ওয়াশিংটন-
প্যারিস-
মস্কো-
লন্ডন-
Correct answer is : লন্ডন

74. সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য–
ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা-
ইরাকের কুয়েত দখল আবসান করা-
স্বল্প মূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা-
উপরের সবকটি-
Correct answer is : উপরের সবকটি

75. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম–
ওএইউ-
আরব লীগ-
জি.সি.সি-
ওএএম-
Correct answer is : জি.সি.সি

76. জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যৃ হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে–
১৩৭-
১২১-
১১৭-
৩৯-
Correct answer is : ৩৯

77. ‘৫০০ দিনের প্লান’ বলতে বুঝায় যে এই সময়ের মধ্যে–
ওয়ারস জোট ভেঙ্গে দেয়ার প্রকল্প সম্পন্ন করা-
রুমানিয়াতে গণতন্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা-
সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন করা-
পূর্ব জামার্নি হতে সৌভিয়েত সৈন্য প্রতাহার সম্পন্ন করা-
Correct answer is : সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন করা

78. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের –-
২ মার্চ-
২৩ মার্চ-
১০মার্চ-
২৫ মার্চ-
Correct answer is : ২ মার্চ

79. P-এর মান কত হলে 4x^2-px+9 একটি পূর্ণ বর্গ হবে?-
10-
9-
16-
12-
Correct answer is : 12

80. x^2-8x-8y+16+y^2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে ?-
4xy-
2xy-
6xy-
8xy-
Correct answer is : 2xy

BCS Math: 12th BCS Question with Answer

81. 2x^2-x-3 এর উৎপাদক কী কী ?-
(2x+3)(x+1)-
(2x+3)(x-1)-
(2x-3)(x-1)-
(2x-3)(x+1)-
Correct answer is : (2x-3)(x+1)

82. a^4+4 এর উৎপাদক কী কী ?-
(a^2+2a+2)(a^2+2a-2)-
(a^2+2a+2)(a^2-2a+2)-
(a^2-2a+2)(a^2+2a-2)-
(a^2-2a-2)(a^2+2a-2)-
Correct answer is : (a^2+2a+2)(a^2-2a+2)

83. What is the synonym of ‘Delude’?-
Demand-
Permit-
Aggravate-
Deceive-
Correct answer is : Deceive

84. What is the antonym of ‘Queer’?-
Integrated-
Orderly-
Abnormal-
Odd-
Correct answer is : Orderly

85. It is too difficult to tolerate bad temper for long. which of the following phrases does best replace ‘tolerate’ in the above sentence?-
cope up with-
put up with-
stand up for-
pull on with-
Correct answer is : put up with

86. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫’হলে এর বাহুর সংখ্যা কত?-
৪-
৭-
৯-
৮-
Correct answer is : ৮

87. ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?-
PC=PD-
PA=AB-
PB=PA-
PB=PD-
Correct answer is : PB=PD

88. চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধগ একটি ক্ষেত্র যার একটি কোনও সমকোণ নয়, এরূপ চিত্রকে বলা হয় –-
বর্গক্ষেত্র-
চতুর্ভুজ-
রম্বস-
সামন্তরিক-
Correct answer is : রম্বস

89. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার । ত্রিভুজের ক্ষেত্রফল কত ?-
৬৪√৩ বর্গমিটার-
১৯২বর্গমিটার-
৬৪ বর্গমিটার-
৩২√৩ বর্গমিটার-
Correct answer is : ৬৪√৩ বর্গমিটার

90. Fill in the blanks :What is the time ———- your watch?-
by-
in-
at-
with-
Correct answer is : by

BCS English: 12th BCS Question with Answer

91. Fill in the blinks: “Give my ___to him”.-
Warm compliment-
Compliments-
Best compliment-
Heartiest compliment-
Correct answer is : Compliments

92. Choose the correct sentence:-
Let he and you be witnesses-
Let you and him be witnesses-
Let you and he be witnesses-
Let you and he be witness-
Correct answer is : Let you and him be witnesses

93. Choose the correct sentence:-
The matter was informed to the police-
The matter has informed to to the police-
The police was informed of the matter-
The police were informed of the matter-
Correct answer is : The police were informed of the matter

94. Choose the correct one:-
Mispel-
Misspell-
Mispell-
Misspel-
Correct answer is : Misspell

95. ১১তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম–
পিকিং স্পোর্টস স্টেডিয়াম-
বেইজিং স্পোর্টস স্টেডিয়াম-
ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং-
চায়না স্টোর্টস স্টডিয়াম-
Correct answer is : ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং

১২তম বিসিএস

Detailed Explanation

1. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়_
বিভক্তিধাতুপ্রত্যয়কৃৎ
Explanation : যা থেকে ক্রিয়াপদের জন্ম সেটাই ধাতু। যেমন, করি, একটি ক্রিয়াপদ। একে বিশ্লেষণ করলে পাওয়া যায় কর-ই। কর ক্রিয়াপদের মূল অংশ, এটিই ধাতু। সংজ্ঞা ক্রিয়াপদের মূল অংশকেই ধাতু বলে। অর্থাৎ ক্রিয়ার মূল অর্থ যার মধ্য দিয়ে প্রকাশ পায় তাকেই ধাতু বলে। যেমন- ক, চল, পড় এগুলো ধাতুর উদাহরণ।
2. “স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়”– চরণটি কার রচনা?
ঈশ্বরচন্দ্র গুপ্তমধুসূদন দত্তহেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
Explanation : স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় চরণটি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়র রচনা জন্ম ও পরিবার ১৮২৭ সালে মাতুলালয়, বাকুলিয়া প্রায় বর্ধমানে জন্ম। তার আদি নিবাস বর্তমান হুগলি জেলার বাকুলিয়া। তার পিতার নাম রামনারায়ণ।
3. শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন—
বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের শিকার হনবিদ্যান ব্যক্তিগণ দারিদ্রতার শিকার হনবিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যের শিকার হনবিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন
Explanation : শুদ্ধ বাক্যটি -বিদ্বান ব্যক্তিগণ দারিদ্র্যোর শিকার হন
4. কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?
নিখুঁতআনমনাঅবহেলানিমরাজি
Explanation : “নিমরাজী শব্দে ফারসি উপসর্গ ব্যবহৃত হয়েছে।ফারসি উপসর্গ মনে রাখার সহজ উপায়: “”না”” “”ফি”” “”র “”বর”” “”বদ”” মায়েশ। “”বে”” আদব, “”কম”” “”জোর, ও “”ব”” কলম। কিন্তু “”কার”” “”বার ও “”দর”” দালানে তিনি “”নিমরাজি। দ্রষ্টব্য শুধুমাত্র এর মধ্যে যা দেওয়া আছে ওটাই উপসর্গ। আন- বাংলা উপসর্গ অব- সংস্কৃত উপসর্গ”
5. কোন বানানটি শুদ্ধ?
পাষাণপাষানপাসানপাশান
Explanation : পাষাণ বানানটি শুদ্ধ। পাষাণ (১) (বিশেষ্য পদ পাথর তুলাদন্ডের দুই পাল্লা সমান করবার পাথর বা বাটখারা। (২) (বিশেষণ পদ প্রস্তরবং নিঠুর কঠিন (পাষাণ হৃদয়)
6. “মোদের গরব, মােদের আশা, আ-মরি বাংলা ভাষা’ রচয়িতা?
রামনিধি গুপ্তরবীন্দ্রনাথ ঠাকুরঅতুলপ্রসাদ সেনসত্যেন্দ্রনাথ দত্ত
Explanation : মোদের গরব, মোদের আশা/আ-মরি বাংলা ভাষা রচিয়তা অতুল প্রসাদ সেন। বাংলা ভাষা সাহিত্যে ও সঙ্গীতের এক অতি পরিচিত নাম অতুল প্রসাদ সেন। তিনি ছিলেন একাধারে কবি, গীতিকার ও গায়ক। বাংলাভাষীদের নিকট অতুল প্রসাদ সেন প্রধানত একজন সঙ্গীতজ্ঞ ও সুরকার হিসেবেই পরিচিত। তার গানগুলি মূলত স্বদেশি সঙ্গীত, ভক্তিগীতি ও প্রেমের গান; এই তিন ধারায় বিভক্ত।
7. মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা’—
মহাকাব্যপত্রকাব্যগীতিকাব্যআখ্যানকাব্য
Explanation : “বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য বীরঙ্গনা
বীরাঙ্গনা কাব্যের আঙ্গিক ও নামকরণের দিক থেকে মধুসূদন পাশ্চাত্য কবিদের কাছে ঋণী। ইতালীর কবি ওভিদের হিরোয়দস কাব্যের পত্ররীতি অবলম্বন করে বীরঙ্গনা কাব্য রচিত। বিভিন্ন কারণে পরিত্যক্ত নারীর মনোবেদনা পত্রগুলোর মাধ্যমে প্রকাশ পেয়েছে। মধুসূদনের নায়িকারা দৈহিক বীরত্ব ও মৌখিক আস্ফালনের জন্য বীরঙ্গনা আখ্যা পাননি, তাদের বীরত্ব চিরাচরিত সামাজিক রীতিনীতির শৃঙ্খল ও জড়তার আচরণ ঘুরিয়ে দিয়ে হৃদয়ের সত্য প্রকাশে। বনবাসিনী শকুনতলার পক্ষে হৃদয়ের অনুভূতি কথা প্রকাশ্যে দুষ্মন্তকে বলা অথবা তার বিরুদ্ধে অভিযোগ আনয়ন করা এ চিরাচরিত ভারতীয় নীতিবিরুদ্ধ। এরা পতির কাজের সমালোচনা শোনা পর্যন্ত পাপ মনে করে। সে সময়ে বাংলার সমাজ ব্যবস্থায় মেয়েদের এমন অবস্থা ছিল যে তারা পতিনিন্দা করা তো দূরে থাক কেউ যদি পতির নিন্দা করতো তাহলে তারা সে স্থান ত্যাগ করতো”
8. বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলমান কৰি
শাহ মুহম্মদ সগীরসাবিরিদ খানশেখ ফয়জুল্লাহমুহাম্মদ কবীর
Explanation : বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর।তিনি আনুমানিক ১৩-১৪ শতকের কবি। বাঙালি মুসলিম কবিদের মধ্যে তিনিই প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ এর রাজত্বকালে (১৩৮৯-১৪১১ খ্রিষ্টাব্দে) ইউসুফ জোলেখা কাব্য রচনা করেন
9. রােহিনী’ কোন উপন্যাসের নায়িকা?
কৃষ্ণকান্তের উইলচোখের বালিগৃহদাহপথের পাঁচালী
Explanation : কৃষ্ণকান্তের উইল বাংলা সাহিত্যের প্রাণপুরুষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি বাংলা উপন্যাস। উপন্যাসটি ১৮৭৮ সালে প্রথম প্রকাশিত হয়। রোহিনী, ভ্রমর এবং গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী বর্নিত হয়েছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসে। সামাজিক উপন্যাস। ১৮৮২ ও ১৮৮৪ সালে বঙ্গদর্শন পত্রিকার বিভিন্ন সংখ্যায় প্রকাশিত হয়।
10. নিম্নরেখ কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে?
ঘােড়াকে চাবুক মারডাক্তার ডাকগাড়ি স্টেশন ছেড়েছেমুষলধারে বৃষ্টি পড়েছে
Explanation : করণ শব্দের অর্থ যন্ত্র সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা ‘কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা-ই করণ কারক। যেমন- নীরা কলম দিয়ে লেখে। উপকরণ-কলম) ‘জগতে কীর্তিমান হয় সাধনায়। (উপায় সাধনা)
11. রূপসী বাংলার কবি-
জসীমউদ্দীনজীবনানন্দ দাশকালিদাস রায়সত্যেন্দ্রনাথ দত্ত
Explanation : রূপসী বাংলার কবি ….জীবনানন্দ দাশ (১৭ ফেব্রুয়ারি, ১৮ ২২ অক্টোবর, ১৯৫৪, ৬ ফাল্গুন, ১৩০৫ ৫ কার্তিক, ১৩৬১ বঙ্গাব্দ । তিনি ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক। তিনি বাংলা কারো আধুনিকতার পথিকৃতদের মধ্যে অন্যতম।
12. বটতলার পুঁথি বলতে কী বুঝায়?
মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পাণ্ডুলিপিবটতলা নামক স্থানে রচিত কাব্যদোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্যঅবিমিশ্র দেশজ বাংলায় রচিত লােকসাহিত্য
Explanation : পুথি সাহিত্য আরবি, উর্দু, ফারসি ও হিন্দি ভাষার মিশ্রণে রচিত এক বিশেষ শ্রেণীর বাংলা সাহিত্য। আঠারো থেকে উনিশ শতক পর্যন্ত এর ব্যাপ্তিকাল। এ সাহিত্যের রচয়িতা এবং পাঠক উভয়ই ছিল মুসলমান সম্প্রদায়। পুঁথি (বা পুঁথি) শব্দের উৎপত্তি পুস্তিকা শব্দ থেকে। আরবদেশের ইতিহাস-পুরাণ মিশ্রিত কাহিনী অবলম্বনে রচিত আমীর হামজা জঙ্গনামা বা যুদ্ধ বিষয়ক কাব্য। মধ্যযুগে প্রায় পাঁচশ বছর ধরে বাংলা ভাষার যে ঐতিহ্য তৈরি হয়েছিল, তার সঙ্গে এ কাব্যের ভাষার মিল নেই। বাংলা শব্দের সঙ্গে আরবি, ফারসি প্রভৃতি শব্দের মিশ্রণজাত একটি ভিন্ন ভাষায় কাব্যটি রচিত। সুনীতিকুমার চট্টোপাধ্যায় এ কাব্যে ৩২% বিদেশি শব্দের পরিসংখ্যান দিয়েছেন। হুগলি, হাওড়া, কলকাতা, ২৪ পরগনা প্রভৃতি অঞ্চলের মুসলমানদের কথ্যভাষা এর উৎস ছিল বলে মনে করা হয়। গরীবুল্লাহ নিজে এবং তাঁর শিষ্য সৈয়দ হামজা এ ভাষায় আরও কয়েকখানি কাব্য রচনা করেন। তাঁদের অনুসরণে পরবর্তীকালে বহু সংখ্যক মুসলমান কবি এ জাতীয় কাব্য রচনা করেন। এগুলির পাঠক ছিল সর্বস্তরের মুসলমান তবে নিম্নবিত্তের চাকরিজীবী, ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের কাছে এর জনপ্রিয়তা ছিল সর্বাধিক। পুথি সাহিত্যের শব্দসম্ভার ও ভাষারীতি লক্ষ করে বিভিন্ন জন এর বিভিন্ন নামকরণ করেছেন। রেভারেন্ড জেমস লং এ ভাষাকে বলেছেন মুসলমানী বাংলা, আর এ ভাষায় রচিত সাহিত্যকে বলেছেন মুসলমানী বাংলা সাহিত্য। কলকাতার বটতলার ছাপাখানার বদৌলতে প্রচার লাভ করে বলে এগুলি বটতলার পুথি’ নামেও পরিচিত হয়। গবেষকগণ ভাষা বৈশিষ্ট্য ও বাক্যরীতির দিক থেকে বিচার করে প্রথমে এগুলিকে দোভাষী পুথি এবং পরবর্তীকালে মিশ্র ভাষারীতির কাব্য বলে অভিহিত করেন। দোভাষী পুথিকারদের সাধারণভাবে শায়ের বলা হয়।
13. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য?
ইউসুফ জুলেখারসুল বিজয়নূরনামাশবে মেরাজ
Explanation : মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ-জোলেখা।এটি মধ্যযুগের পুঁথি লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয় কাব্য। বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে (১৩৯৩-১৪০৯ খ্রিষ্টাব্দ) ইউসুফ-জোলেখা কাব্য রচনা করেন। শাহ মুহম্মদ সগীর ছাড়াও মধ্যযুগের আরো অনেক কবি ইউসুফ জোলেখা নাম দিয়ে কাব্য রচনা করেন।
14. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত?
রাম বসু এবং ভোলা ময়রাএন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়সাবিরিদ খান এবং দশরথী রায়আলাওল এবং ভারতচন্দ্র
Explanation : কবিগানের প্রথম কবি ===গোঁজলা গুই কবি গান রচয়িতা এবং গায়ক হিসাবে পরিচিত==এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায় কবিওয়ালা ও শায়ের-এর উদ্ভব ঘটে=আঠারো শতকের শেষার্ধে ও উশি শতকের প্রথমার্ধে কবিওয়ালা বলতে বোঝায়==কবিতাকে জীবিকা নির্বাহের উপায় হিসাবে গ্রহণকারীকে
15. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে?
ঠগীপানসেপাঠকসেলামী
Explanation : পাঠক শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে। প্রত্যয় শব্দ গঠনের উদ্দেশ্যে শব্দ বা নাম প্রকৃতির এবং ক্রিয়া প্রকৃতির পরে যে শব্দাংশ যুক্ত হয় তাকে প্রত্যয় বলে। কয়েকটি শব্দের প্রকৃতি ও প্রত্যয় বিশ্লেষণ করে দেখানো হলো নাম প্রকৃতি প্রত্যয় প্রত্যয়ান্ত শব্দ হাত • ল = হাতল ফুল এল ফুলেল মুখ র = মুখর ক্রিয়া প্রকৃতি প্রতায় প্রত্যয়ান্ত শব্দ চল্‌ অন্ত চলন্ত
16. বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
অমাবস্যার চাঁদ, আকাশ কুসুমবকধার্মিক, বিড়াল তপস্বীরুইকাতলা, কেউকেটাবকধার্মিক, ভিজে বেড়াল
Explanation : বাগধারা যুগলদের মধ্যে জোড়া সর্বাধিক সমার্থবাচক বক ধার্মিক, বিড়াল তপস্বী।এই দুটো বাগধারা অর্থ কপটতা /প্রতারক /মুখোশ ধারী
17. বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা?
নাটকছােট গল্পপ্রবন্ধগীতিকবিতা
Explanation : বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা–গীতি কাব্য। গীতি কাব্য একজন কবির একান্ত ব্যক্তি অনুভূতির সহজ, সাবলীল গতি ও ভঙ্গীমায় সঙ্গীত মুখর জীবনের আত্ম প্রতিফলন। এটি গীতি কবিতা নামেই সাহিত্যামোদী ব্যক্তিবর্গের কাছে সমধিক পরিচিত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেন, বক্তার ভাবোচ্ছ্বাসের পরিস্ফুটন মাত্র যাহার উদ্দেশ্য, সেই কাবাই গীতিকাব্য। ভিত্তি মূল: গীতি কাব্য অনুভূতির বহিঃপ্রকাশ বলে সাধারণতঃ দীর্ঘকায় হয় না। কারণ কোন অনুভূতিই দীর্ঘকাল স্থায়ী নয়। কিন্তু কোন কবি যদি গীতি কবিতায় তার ব্যক্তি-অনুভূতিকে একান্ত আন্তরিকতার সাথে অনায়াসে দীর্ঘকারে বর্ণনা করতে পারেন, তবে তার মূল রস ক্ষুণ্ন হয় না। কবির আন্তরিকতাই শ্রেষ্ঠ গীতি কবিতা বা গীতি কাব্যের একমাত্র কষ্টি পাথর। ইংরেজি সাহিত্যে গীতি কাব্য লিরিক নামে অভিহিত হয়ে থাকে। বীণাযন্ত্র সহযোগে এই শ্রেণীর সঙ্গীত-কবিতা গীত হতো বলে এটি লিরিক বা গীতকবিতা নামে চিহ্নিত।
18. এক কথায় প্রকাশ করুন- ‘যা বলা হয়নি’-
অউক্তঅব্যক্তঅনুক্তঅভিব্যক্ত
Explanation : এক কথায় প্রকাশ করুন —- ‘যা বলা হয়নি: অনুক্ত, অনুক্ত বিণ. বলা হয়নি এমন, কথিত; ঊহ্য। [সং. ন (অন) + উক্ত। অনুক্ত a unspoken, untold, unuttered, unpronounced; not mentioned; not ex pressed, understood.
19. বাংলা ভাষা এ শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
চাকু, চাকরখদ্দর, হরতালচা, চিনিরিক্সা, রেস্তোরা
Explanation : চীনা শব্দ মনে রাখার কৌশলঃ চা, চিনি, লিচু ও লুচি চীনাদের প্রিয় খাবার। ব্যাখ্যা: চা, চিনি, লিচু ও লুচি চীনা শব্দ।
20. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন প্রধানত-
ভাষাতত্ত্ববিদসাহিত্যের ইতিহাস রচয়িতাইসলাম প্রচারকসমাজসংস্কারক
Explanation : ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১০ জুলাই ১৮৮৫ – ১৩ জুলাই ১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব বহুভাষাবিদ বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।
21. “‘এখানে যারা প্রাণ দিয়েছে/রমনার উর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে/সেখানে আমি কাঁদতে আসিনি’ এর রচয়িতা- “
জহির রায়হানআবদুল গাফফার চৌধুরীশামসুর রাহমানমাহবুবুল আলম চৌধুরী
Explanation : “””‘এখানে যারা প্রাণ দিয়েছে/রমনার উর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নীচে/সেখানে আমি কাঁদতে আসিনি’
এর রচয়িতা- মাহবুবুল আলম চৌধুরী”
22. What is the verb of the word ‘Shortly’?
ShortShorterShortenShortness
Explanation : Shortly এর verb shorten বা ছোট করা
23. Choose the correct sentence
Let him and you be witnessesLet you and him be witnessesLet you and he be witnessesLet you and he be witness
Explanation : Second person হওয়ায় you আগে বসবে
24, Choose the correct sentence
The matter was informed to the policeThe matter has been informed to the policeThe police was informed of the matterThe police were informed of the matter
Explanation : “The police পুরো পুলিশবাহিনীকে বোঝাচ্ছে এবং এটি plural”
25. Who, What, Which are-
Demonstrative pronounRelative pronounReflexive pronounIndefinite pronoun
Explanation : Who, What, Which এগুলো Relative pronoun কারন এরা কোনো ব্যাক্তি বা বস্তু সম্পর্কিত তথ্য দিতে ব্যাবহার করা হয়।
26. Choose the correct one
MispellMisspellMispelMisspel
Explanation : “সঠিক বানান Misspell”
27. Fill in the blank — “What is the time_ your watch’.
byinatwith
Explanation : Time by ব্যাবহার করা হয় আলাদা আলাদা ঘড়ির সময় জিজ্ঞেস করার জন্য
28. Fill in the blank ‘Give my_ to him’.
Warm complimentComplimentsBest complimentHeartiest compliments
Explanation : Compliments word টি সবসময় plural
29. Caesar and Cleopatra’ is
a tragedy by Shakespearea play By G.B. Shawa poem by Lord Byrona novel by S.T. Coleridge
Explanation : নাটকটি ১৮৯৯ সালে প্রকাশিত G.B Shaw এর লেখা একটি রচনা
30. Who is the greatest modern English dramatist?
Virginia WoolfGeorge Bernard ShawP. B. ShellyS.T. Coleridge.
Explanation : G.B Shaw শ্রেষ্ঠ ইংরেজ Modern নাট্যকার
31. Who is the modern philosopher who was awarded Nobel Prize for literature?
James BakerDr. KissingerBertrand RusselLenin
Explanation : Bertrand Russell ১৯৫০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান
32. Who is the author of ‘A Farewell to Arms’?
T.S. EliotJohn MiltonPlatoErnest Hemingway
Explanation : Farewell to Arms উপন্যাসের রচয়ীতা Ernest Hemingway
33. Who is the most famous satirist in English literature?
AlexanderJohathan SwiftWilliam WordsworthBulter
Explanation : Jonathan Swift শ্রেষ্ঠ satirist বা বিদ্রুপাত্মক সহিত্য-রচয়িতা হিসেবে খ্যাত
34. What is the synonym of ‘delude’?
DemandPermitAggravateDeceive
Explanation : “Delude এবং Deceive অর্থ ধোকা দেওয়া।”
35. What is the noun of the word ‘Waste’?
WasteWastingWastageWasteful
Explanation : “Waste verb টির noun wastage”
36. What is the antonym of ‘Queer’?
IntegratedOrderlyAbnormalOld
Explanation : Queer অর্থ অদ্ভুত এর antonym গোছানো
37. What is the adjective of the word ‘Heart’?
HeartHeartenHearteningHeartful
Explanation : Heart noun টির Adjective Heartening
38. ABD বৃত্তে AB এবং CD দুটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে কোনটি সত্য?
PC= PDPA = PBPB = PAPB = PD
Explanation : PB=PD \\ কারণ, সমান সমান জ্যাদ্বয় পরস্পর ছেদ করলে ১ টির খণ্ডিত অংশ অপরটির সমান হয়
39. P এর মান কত হলে 4𝑥<𝑠𝑢𝑝>2</𝑠𝑢𝑝>−𝑝𝑥+94x<sup>2</sup>−px+9 একটি পূর্ণ বর্গ হবে?
10191712
Explanation : 𝑝=2∗4∗9𝑝=2∗2∗3𝑝=12p=2∗4​∗9​p=2∗2∗3p=12
40. নিচের কোন সংখ্যা √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
√2 + √3/ 2√2 – √3/ 21.51.8
Explanation : √2= 1.41421357 ও √3= 1.732051 । অতএব, উত্তর হবে 1.5
41. 𝑥<𝑠𝑢𝑝>2</𝑠𝑢𝑝>−8𝑥−8𝑦+16+𝑦<𝑠𝑢𝑝>2</𝑠𝑢𝑝>x<sup>2</sup>−8x−8y+16+y<sup>2</sup> এর সঙ্গে কত যােগ করলে যােগফল পূর্ণ বর্গ হবে?
4xy2xy6xy৪xy
Explanation : 𝑥2−8𝑥−8𝑦+16+𝑦2=(−𝑥)2+42+(−𝑦)2+2.−𝑥.4+2.4.−𝑦+2.−𝑥.−𝑦=𝑥2+16+𝑦2−8𝑥−8𝑦+2𝑥𝑦x2−8x−8y+16+y2=(−x)2+42+(−y)2+2.−x.4+2.4.−y+2.−x.−y=x2+16+y2−8x−8y+2xy অতএব, উত্তর হবে 2xy
42. 2𝑥<𝑠𝑢𝑝>2</𝑠𝑢𝑝>−𝑥−32x<sup>2</sup>−x−3 এর উৎপাদক কী কী?
(2x + 3) (x + 1)(2x + 3) (x-1)(2x – 3) (x – 1)(2x – 3) (x + 1)
Explanation : 2𝑥2−𝑥−3=2𝑥2−6𝑥+𝑥−3=2𝑥(𝑥−3)+1(𝑥−3)=(2𝑥+1)(𝑥−3)2x2−x−3=2x2−6x+x−3=2x(x−3)+1(x−3)=(2x+1)(x−3)
43. ” চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোণও সমকোণ নয়, এরূপ চিত্রকে
বলা হয়?
বর্গক্ষেত্রচতুর্ভুজরম্বসসামন্তরিক
Explanation : যে চর্তুভূজের চারটি বাহু সমান কিন্ত কোন কোণ সমকোণ নয় তাকে রম্বস বলে
44. a<sup>4</sup>+4 এর উৎপাদক কী কী?
(𝑎<𝑠𝑢𝑝>2</𝑠𝑢𝑝>+2𝑎+2)(𝑎<𝑠𝑢𝑝>2</𝑠𝑢𝑝>+2𝑎−2)(a<sup>2</sup>+2a+2)(a<sup>2</sup>+2a−2)(𝑎<𝑠𝑢𝑝>2</𝑠𝑢𝑝>+2𝑎+2)(𝑎<𝑠𝑢𝑝>2</𝑠𝑢𝑝>−2𝑎+2)(a<sup>2</sup>+2a+2)(a<sup>2</sup>−2a+2)(𝑎<𝑠𝑢𝑝>2</𝑠𝑢𝑝>−2𝑎+2)(𝑎<𝑠𝑢𝑝>2</𝑠𝑢𝑝>+2𝑎−2)(a<sup>2</sup>−2a+2)(a<sup>2</sup>+2a−2)(𝑎<𝑠𝑢𝑝>2</𝑠𝑢𝑝>−2𝑎+2)(𝑎<𝑠𝑢𝑝>2</𝑠𝑢𝑝>−2𝑎+2)(a<sup>2</sup>−2a+2)(a<sup>2</sup>−2a+2)
Explanation : 𝑎4+4=(𝑎2)2+22=(𝑎2+2)2−2.(𝑎2).2[𝑎2+𝑏2=(𝑎+𝑏)2−2𝑎𝑏]=(𝑎2+2)2−(2𝑎)2=(𝑎2+2𝑎+2)(𝑎2−2𝑎+2)[𝑎2−𝑏2=(𝑎+𝑏)(𝑎−𝑏)]a4+4=(a2)2+22=(a2+2)2−2.(a2).2[a2+b2=(a+b)2−2ab]=(a2+2)2−(2a)2=(a2+2a+2)(a2−2a+2)[a2−b2=(a+b)(ab)]
45. একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
৬৪ √৩১৯২৬৪৩২-√৩
Explanation : আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)𝑎2(√3/4)a2 দেওয়া আছে বাহু =16 মিটার। সুতরাং ক্ষেত্রফল : (√3/4)(16)2=64√3(√3/4)(16)2=64√3 বর্গমিটার।
46. “চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালাে যে চিনি
বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?”
২২%২৫%২০%৩০%
Explanation : ১২৫ – ১২৫ এর x% = ১০০ বা, ১২৫ – ১০০= ১২৫ * x/১০০ বা, ২৫ = ৫x/৪ বা, x = (২৫*৪)/৫ বা, x=২০ । অর্থাৎ ২০% কমাতে হবে
47. “বার্ষিক পরীক্ষায় একটি ছাত্র মােট ক সংখ্যক প্রশ্নের প্রথম ২০টির মধ্যে ১৫টি নির্ভুর উত্তর
দিল। বাকি যা প্রশ্ন রইল তার ১/৩ অংশ সে নির্ভুল উত্তর দিল। সমস্ত প্রশ্নের মান সমান। যদি ছাত্র শতকরা ৭৫ ভাগ নম্বর পায় তবে প্রশ্নের সংখ্যা কত ছিল?”
১৫টি২০টি২৫টি১৮টি
Explanation : ধরি, প্রশ্নের সংখ্যা x । \\ প্রশ্নমতে, ১৫+ x- ২০/৩= x * ০.৭৫ \\ বা, ৪৫+x-২০/৩=x * ০.৭৫ \\ বা, ২৫+x/৩=x * ০.৭৫ \\ বা, ২৫+x = x * ২.২৫ \\ বা, ২৫ = ২.২৫x – x \\ বা, ২৫ = ১.২৫x \\ অতএব, x = ২৫/১.২৫ = ২০
48. “নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কিঃ মিঃ। নদী পথে ৪৫ কিঃ মিঃ দীর্ঘ পথ
একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে?”
৯ ঘন্টা১২ ঘন্টা১০ ঘন্টা১৮ ঘণ্টা
Explanation : মোট সময় ={ ৪৫/ (১০+৫) + ৪৫/ (১০-৫) } =(৪৫/১৫)+(৪৫/৫) =৩+৯ =১২ মিনিট
49. ৮, ১১, ১৭, ২৯, ৫৩——– পরবর্তী সংখ্যাটি কত?
১০১১০২৭৫৫৯
Explanation : ৮+৩=১১ \\ ১১+(৩*২)=১৭ \\ ১৭+(৬*২)=২৯ \\ ২৯+(১২*২)=৫৩ \\ ৫৩+(২৪*২)=১০১
50. “একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানাে যায়। আবার
বর্গাকারেও সাজানাে যায়। এ স্কুলে কমপক্ষে কত জন ছাত্র আছে?”
৩৬০০২৪০০১২০০৩০০
Explanation : এখানে, ৮, ১০, ১২ এর ল, সা, গু করলে হয় = ২*২*২*৫*৩=১২০। অতএব, ১২০ জন ছাত্রকে ৮, ১০, ১২ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। বর্গাকারে সাজানো যাবে= ১২০*২*৫*৩=৩৬০০ জন ছাত্রকে।
51. ৫ঃ১৮, ৭ঃ২ এবং ৩ঃ৬-এর মিশ্র অনুপাত কত?
৭২ঃ ১০৫৭২ঃ ৩৫৩৫ঃ ৭২১০৫ঃ৭২
Explanation : (৫×৭×৩)÷(১৮×২×৬)=৩৫ঃ৭২
52. সুষম বহুভুজ এর একটি অন্তকোণের পরিমাণ ১৩৫° হলে, এর বাহুর সংখ্যা কত?
Explanation : বহিস্থ কোণ=১৮০-১৩৫ =৪৫ \\ অতএব, বাহু =৩৬০/৪৫ = ৮টি
53. অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে
আফসেট মুদ্রণ পদ্ধতিতেপােলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতেডিজিটাল ইমেজিং পদ্ধতিতেস্থির বৈদ্যুতিক ইমেজিং পদ্ধতিতে
Explanation : অধিকাংশ ফটোকপি মেশিন কাজ করে হলো পােলারয়েড ফটোগ্রাফি পদ্ধতিতে
54. কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটি রাখা যায় সেখানেই এটি থাকে কারণ—
বস্তুর ঘনত্ব পানির চেয়ে বেশিবস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কমবস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমানবস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান
Explanation : কোন বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটি রাখা যায় সেখানেই এটি থাকে কারণ— বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান
55. আকাশে বিজলি চমকায়-
দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলেমেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলেমেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলেমেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
Explanation : আকাশে বিজলি চমকায়- মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
56. যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে-
৭৫ ডিবি৯০ ডিবি১০৫ ডিবি১২০ ডিবি
Explanation : যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে- ১০৫ ডিবি
57. পানিতে নৌকার বৈঠা বেঁকে যাওয়ার কারণ আলোর –
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনপ্রতিসরণবিচ্ছুরণপোলারায়ন
Explanation : পানিতে নৌকার বৈঠা বেঁকে যাওয়ার কারণ আলোর – প্রতিসরণ
58. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়—
আয়ন বায়ুপ্রত্যয়ন বায়ুমৌসুমী বায়ুনিয়ত বায়ু
Explanation : যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয়— নিয়ত বায়ু
59. প্রবল জোয়ারের কারণ ও সময়-
সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকেচন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকেপৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকেসূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
Explanation : প্রবল জোয়ারের কারণ ও সময়- সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
60. রান্না করার হাঁড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ –
এটি হালকা ও দামে সস্তাএটি সব দেশেই পাওয়া যায়এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়এটি সহজে ভেঙে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে
Explanation : রান্না করার হাঁড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ – এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
61. গ্রিন হাউজ ইফেক্ট বলতে বােঝায়-
সূর্যালােকের অভাবে সালােকসংশ্লেষণে ঘাটতিতাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধিপ্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তাউপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলােকন
Explanation : গ্রিন হাউজ ইফেক্ট বলতে বােঝায়- তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি
62. রিমােট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় –
রেডিও ট্রান্সমিটার সহযােপে দূর থেকে তথ্য সংগ্রহরাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকনকোয়াসার প্রভৃতি মহাজাগতিক উৎস থেকে সংকেত অনুধাবনউপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলােকন
Explanation : রিমােট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায় – উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলােকন
63. পাল তোলা নৌকা সম্পূর্ণ অন্যদিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ—
ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহার করা হয়সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়পালের দড়িতে টানের নিয়ন্ত্রণে বিশেষ দিকে বাতাসকে কার্যকর করেপালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়
Explanation : পাল তোলা নৌকা সম্পূর্ণ অন্যদিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে কারণ— সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়
64. ফিউশন প্রক্রিয়ায়-
একটি পরমাণু ভেঙে প্রচণ্ড শক্তি সৃষ্টি করেএকাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করেভারী পরমাণু ভেঙে দুটি পরমাণু গঠিত হয়দুটি পরমাণু ভেঙে দু’টি পরমাণু সৃষ্টি হয়
Explanation : ফিউশন প্রক্রিয়ায়- একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে
65. সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয়, তা হল-
নাইট্রিক এসিডসালফিউরিক এসিডঅ্যামোনিয়াম ক্লোরাইডহাইড্রোক্লোরিক এসিড
Explanation : সাধারন স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোডের সাথে যে তরলটি ব্যবহৃত হয়, তা হল- সালফিউরিক এসিড
66. নিচের কোন উক্তিটি সঠিক?
বায়ু একটি যৌগিক পদার্থবায়ু একটি মৌলিক পদার্থবায়ু একটি মিশ্র পদার্থবায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়
Explanation : বায়ু একটি মিশ্র পদার্থ
67. ভৌগােলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে-
মূল মধ্যরেখাকর্কট ক্রান্তি রেখামকর ক্রান্তি রেখাআন্তর্জাতিক তারিখ রেখা
Explanation : “কর্কট ক্রান্তি ও বিষুবরেখার মধ্যবর্তী অঞ্চল টেকটনিক পাত-এর সংঘর্ষের ফলে বান্দরবানের নৈসর্গিক পাহাড়ের সৃষ্টি হয়। কর্কট ক্রান্তি ও বিষুবরেখার মধ্যবর্তী অঞ্চল হওয়ায় এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ।”
68. ফুলানাে বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায়। কোন ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে?
ৰাষ্পীয় ইঞ্জিনঅন্তর্দহন ইঞ্জিনস্টারলিং ইঞ্জিনরকেট ইঞ্জিন
Explanation : ফুলানাে বেলুনের মুখ ছেড়ে দিলে বাতাস বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গে বেলুনটি ছুটে যায়। রকেট ইঞ্জিনের নীতির সঙ্গে এর মিল আছে
69. শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
লাল-সবুজ-হলুদ-লাল-সবুজলাল-হলুদ-সবুজ-লাল-হলুদলাল-হলুদ-সবুজ-হলুদ-লাললাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
Explanation : “রাস্তার মোড়ে মোড়ে ট্রাফিক বাতির সংকেত। লাল বাতি জ্বলতে দেখে গাড়িগুলো থামে। হলুদ বাতি দেখলে অপেক্ষা করে। আল জ্বলন্ত সবুজ বাতি দেখে অবাধে এগিয়ে চলে। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তাই এটা অনেক দূর থেকেও দেখা যায়। সেই বিবেচনায় লাল অন্যান্য রঙের তুলনায় এগিয়ে। হলুদ রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য লালের চেয়ে কিছুটা কম, তবে সবুজের মতো এতটা কম নয়, সে কারণেই এটি বেছে নেওয়া হয়েছে।”
70. শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সালা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ—
সরকারি নির্দেশদূর থেকে চোখে পড়বে বলেদেখতে সুন্দর লাগেতাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
Explanation : শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সালা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য
71. কিওক্রাডং এর উচ্চতা প্রায়?
১০১০ মিটার১৫০ মিটার১২৩০ মিটার১৩৬৪ মিটার
Explanation : Note : টেক্সট বুক বোর্ড প্রকাশিত মাধ্যমিক ভূগোল ৪৪. ডা বইয়ের তথ্য মতে, কিওক্রাডাং-এর উচ্চতা ১২৩০ মিটার বা ৪০৫৩.৪৩ ফুট। অন্যদিকে, বান্দরবান জেলা প্রশাসকের ওয়েবসাইট www.dcbandarban.gov.bd-এর তথ্য মতে, কিওক্রাডাং-এর উচ্চতা ৮৮৩ মিটার। এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
72. ঢাকা থেকে সরাসরি নােয়াখালী যাওয়ার আন্তঃমহানগর ট্রেনটির নাম-
এগার সিন্দু এক্সপ্রেসপারাবত এক্সপ্রেসউপকূল এক্সপ্রেসসৈকত এক্সপ্রেস
Explanation : উপকূল এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭১১/৭১২) নোয়াখালী রেলওয়ে স্টেশন হতে ঢাকা পর্যন্ত চলাচলকারী একটি আন্তঃনগর ট্রেন। এটি বৃহত্তর নোয়াখালী অঞ্চলের জনপ্রিয় একটি আন্তঃনগর ট্রেন। এই এক্সপ্রেসটি নোয়াখালীর নোয়াখালী রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে ও ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন যেয়ে যাত্রা শেষ করে। এই যাত্রাপথে এটি ১৫টি স্টেশনে যাত্রাবিরতি করে। ট্রেনটি সকাল ৬টা ৩০ মিনিটে নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে এবং বিকেল ৪টায় ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্য ছাড়ে।
73. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার অবস্থিত?
মহাস্থানগড়শাহজাদপুরেনেত্রকোনায়রামপালে
Explanation : বিখ্যাত ‘শাহ সুলতান বলখী মাহীসাওয়ার’ ক্ষত্রীয় নরপতি পরশুরামকে পরাজিত করে এখানে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেন। তার মাজারটি মহাস্থানের ই দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত। মহাস্থানগড়ের প্রধান নিদর্শনগুলো হলো বৈরাগীর ভিটা, গোবিন্দ ভিটা, খোদাই এ পাথর ভিটা, সভাবাটি, শীলা দেবীর ঘাট, পরশুরামের এর প্রাসাদ ইত্যাদি।
74. বাংলাদেশের বৃহত্তম হাওর?
পাথরছাওলিহাইলচলন বিলহাকালুকি
Explanation : বাংলাদেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি। সিলেট জেলার গোপালগঞ্জ, বিয়ানিবাজার, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ – এবং মৌলভীবাজার জেলার বড়লেখা, কুলাউড়া প্রভৃতি উপজেলা নিয়ে এ হাওড়ের বিস্তৃতি।
75. গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব
নেপালে জলাধার নির্মাণগঙ্গা-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খননবাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণগঙ্গার শাখা নদীসমূহে পানি প্রবাহ বৃদ্ধি
Explanation : “গঙ্গা ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি অভিন্ন নদী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জঙ্গিপুর এলাকায় ফারাক্কা বাঁধ চালু করার পর এ নদীর পানি নিয়ে উভয় দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এ সমস্যা নিরসনকল্পে ভারত ও বাংলাদেশের মধ্যে দুএকটি স্বল্পমেয়াদি চুক্তি স্বাক্ষরিত শরত হয় এবং তারপর সমঝোতার অভাবে কয়েক বছর চুক্তিহীনভাবে চলতে থাকে। অবশেষে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লির হায়দ্রাবাদ ভবনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ. ডি দেবগৌড়া বাংলাদেশ-ভারত ৩০ বছর মেয়াদি পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করেন”
76. ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য-
দু’দেশের নদীগুলাের নাব্যতা বৃদ্ধিদু’দেশের নদীগুলাের পলিমাটি অপসারণবন্যা নিয়ন্ত্রণে দুদেশের মধ্যে সহযােগিতাদু’দেশের নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন
Explanation : মূলত ভারত ও বাংলাদেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি ও নদী সংক্রান্ত নানা সমস্যা দূরীকরণের লক্ষ্যে ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন গঠিত হয়। যৌগ নদী কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৯৭২ সালের ২৫-২৬ জুন।
77. স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের?
২রা মার্চ২৩শে মার্চ১০ই মার্চ২৫শে মার্চ
Explanation : আ. স. ম. আব্দুর রব ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১ পাস বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৩ মার্চ তার বাসভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন।
78. বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায়?
১৪ কোটি পাউন্ড১৩ কোটি পাউন্ড১০*১/২ কোটি পাউন্ড৯*১/২ কোটি পাউন্ড
Explanation : Note: ২০১৯ সালে বাংলাদেশে চা উৎপাদনের পরিমাণ ২১ কোটি ১৮ লাখ পাউন্ড বা ৯.৬ কোটি কেজি।
79. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লােকসংগীত?
পার্বত্য চট্টগ্রামসিলেটরাজশাহীরংপুর
Explanation : রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ এলাকায় এ সঙ্গীতের প্রচলন রয়েছে। সমাজের নানা অসঙ্গতি তুলে ধরা সম্পর্কে নানা করণীয় দিক অত্যন্ত সুন্দরভাবে সঙ্গীতের মধ্যে উপস্থাপনই সারাদেশে গম্ভীরার সুপরিচিতির কারণ।
80. কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাঙ্গালাহ নামে?
ফখরুদ্দীন মোবারক শাহশামসুদ্দিন ইলিয়াস শাহআকবরঈসা খান
Explanation : “মধ্যযুগীয় বাংলার সুলতানদের মধ্যে এক বিশিষ্ট ৫ স্থানের অধিকারী ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা শামসুদ্দীন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সালতানাতকে সুদৃঢ় করেন। জাতি গঠনকারী হিসেবে ইলিয়াস শাহ-ই প্রথম যিনি সাতগাঁও, লখনৌতি ও সোনারগাঁ অঞ্চলকে একত্রিত করে স্বাধীন সালতানাত প্রতিষ্ঠা করেন। তিনি এ সম্মিলিত রাজ্যের নামকরণ করেন বাঙ্গালাহ এবং এর অধিবাসীদের অভিহিত করেন বাঙালি নামে।”
81. বাংলাদেশে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে-
জামালগঞ্জজকিগঞ্জেবিজয়পুররানীগঞ্জে
Explanation : “বাংলাদেশের ভূগর্ভস্থ কয়লা সম্পদের অস্তিত্ব প্রথম প্রমাণিত হয় ১৯৫৯ সালে বগুড়ায় তেল অনুসন্ধানে খনন কাজ চালানোর মাধ্যমে। এই খনন কাজের ফলাফলের ওপর ভিত্তি করে ১৯৬১ সালে জাতিসংঘের সহায়তায় পরিচালিত হয় খনিজসম্পদ জরিপ। আবিষ্কৃত হয় জামালগঞ্জের কয়লা।
82. মহাস্থানগড় একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল?
মহাস্থানকর্ণসুবর্ণপূন্ড্রনগররামাবর্তী
Explanation : বাংলার প্রাচীনতম জনপদ হলো বগুড়া জেলায় ষে অবস্থিত মহাস্থানগড়, যা একসময় মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী ছিল। তখন এর নাম ছিল পুণ্ড্রনগর।
83. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন-
শায়েস্তা খাননবাব সলিমুল্লাহমির্জা আহমেদ খাননওয়াব আবদুল গণি
Explanation : পুরনো ঢাকার আরমানিটোলা এলাকায় তারা মসজিদ ৫২. অবস্থিত। মসজিদটি নির্মাণ করেন মির্জা গোলাম পীর। তাই মসজিদটি মির্জা সাহেবের মসজিদ বলেও অভিহিত হয়ে থাকে। পরবর্তী ১৯২৬ সালে আলীজান বেপারী নামক একজন ব্যবসায়ী মসজিদটির সংস্কার করেন। আলীজান ব্য বেপারী বহু অর্থ ব্যয়ে মসজিদটিকে অলঙ্কৃত করেন, বিশেষ করে সমস্ত মসজিদটি তারকাখচিত করেন। এ কারণে মসজিদটির বর্তমান নাম তারা মসজিদ।
84. বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে
রাণীগঞ্জেবিজয়পুরটেকেরহাটেবলিবাজারে
Explanation : পাকিস্তান ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (বর্তমান বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর) ১৯৫৭ সালে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভেদিকুরা নামক স্থানে প্রথম চীনামাটির সন্ধান লাভ করে। এ চীনামাটিকে বিজয়পুর চীনামাটি নামকরণ করা হয়।
85. জাপান পার্ল হারবার আক্রমণ করে?
৭ ডিসেম্বর, ১৯৪১২৩ জুন, ১৯৪৯৩ নভেম্বর, ১৯৪২২৬ জুলাই, ১৯৪৩
Explanation : পার্ল হারবার আক্রমণ ছিল ইতিহাসের একটি অপ্রত্যাশিত সামরিক অভিযান যা জাপান সাম্রাজ্যের নৌবাহিনী কর্তৃক ৭ ডিসেম্বর, ১৯৪১ সালের ভোরে (জাপানের সময়: ৮ ডিসেম্বর, ১৯৪১) হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ও নৌ-ঘাঁটিতে আক্রমণ পরিচালিত হয়। এ আক্রমণটি জাপান সাম্রাজ্যের জেনারেল হেডকোয়ার্টারের অপারেশন জেড-এর পরিকল্পনায় হাওয়াই অপারেশন বা অপারেশন এআই নামে সমধিক পরিচিত।
86. সৌদি আরবে আমেরিকান সৈন্য মােতায়েনের উদ্দেশ্য—
ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করাইরাকের কুয়েত দখল অবসান করাস্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করাউপরের সবকয়টি
Explanation : “১৯৯০ সালের ২ আগস্ট ইরাক কুয়েত দখল করলে 3 সালে সৌদি আরবের নিরাপত্তা বিধানকল্পে যুক্তরাষ্ট্র সৌদি ভূখণ্ডে সৈন্য মোতায়েন করে এবং পরবর্তীতে কুয়েত মুক্তকরণকে মাটিকে অন্যতম লক্ষ্য নির্ধারণ করে। শিল্পোন্নত দেশগুলোর প্রধান জ্বালানি উপাদান খনিজ তেলের নিরাপদ সরবরাহ ৫২ ষ্ণচূড়ার নিশ্চিতকরণ এবং তেলের মূল্য যাতে না বাড়ে সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ ছিল মার্কিন সৈন্য মোতায়েনের প্রচ্ছন্ন উদ্দেশ্য।”
87. ১১তম এশিয়ান গেমসের উদ্বােধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম?
পিকিং স্পাের্টস স্টেডিয়ামবেইজিং, স্পাের্টস স্টেডিয়ামওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিংচায়না স্পাের্টস স্টেডিয়াম
Explanation : ১১তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় চীনে ১৯৯০ সালে। চীনে নতুনভাবে বিন্যস্ত ওয়ার্কস স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত এ গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়। স্টেডিয়ামটি রাজধানী বেইজিং-এ অবস্থিত। উল্লেখ্য, ২০১৮ সালে ১৮তম এশিয়ান অনুষ্ঠিত ৬৪ হয় ইন্দোনেশিয়ার জাকার্তায়। ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে ২০২২ সালে চীনের হাংচৌতে।
88. জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে—
১৩৭১২১১১৭১১০
Explanation : Note : অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুসারে বর্তমানে বাংলাদেশে শিশুমৃত্যুর হার (এক বছরের কমবয়সী প্রতি হাজার জীবিত জন্মে) ২১ জন।
89. শাত-ইল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম-
দামেস্ক চুক্তিআলজিয়ার্স চুক্তিকায়রাে চুক্তিবৈরুত চুক্তি
Explanation : ইরাক-ইরান উপসাগরীয় যুদ্ধ শুরু হয় ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর। শাতিল-আরব জলপথের অধিকার নিয়ে এই দুটি উপসাগরীয় দেশের মধ্যে যুদ্ধের সূত্রপাত। জাতিসংঘের আহ্বানে ২৯ আগস্ট ১৯৮৮ ইরাক-ইরান যুদ্ধবিরতি মেনে নেয়।
90. ৫০০ দিনের প্লান’ বলতে বোঝায় যে এ সময়ের মধ্যে কাজ-
ওয়ারশ জোট ভেঙে দেয়ার প্রকল্প সম্পন্ন করারুমানিয়াতে গণতান্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করাসােভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করাপূর্ব জার্মানি থেকে সােভিয়েত সৈন্য প্রত্যাহার সম্পন্ন করা
Explanation : “কমিউনিস্ট অর্থনীতিকে বাজার অর্থনীতিতে রূপান্তরের জন্য সোভিয়েত ইউনিয়নে যে প্রকল্প হাতে নেয়া হয় তা হলো ৫০০ দিনের প্লান।”
91. জেমস গ্রান্টের মতে প্রতিরোধযােগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা_
৪,০০,০০০৪০,০০০৪৪,০০০৫৪,০০০
Explanation : “জেমস গ্রান্টের মতে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা ৪০,0001 বিশ বছর আগে ১৯৯০ সালে বিশ্বে ৫ বছরের কম বয়সী ১ কোটি ২০ লাখ শিশুর মৃত্যু হয়েছিল। কিন্তু ২০ বছর পর ২০১১ সালে ৫ বছরের কম বয়সী ৬৯ লাখ শিশুর মৃত্যু হয়েছে। ১৯৯০ সালে ৫ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর দৈনিক হার ছিল প্রায় ৩৩ হাজার, আর গত বছর এ হার ছিল দৈনিক ১৯ হাজার। যে সব দেশ প্রভুত পরিমাণে বিদেশী সহায়তা গ্রহণ করে শিশু মৃত্যুর হার ওই দেশেগুলোতেই সবচেয়ে বেশি হ্রাস পেয়েছে। গত বছর বিশ্বব্যাপী ৫ বছরের কম বয়সী অর্ধেক শিশুর মৃত্যু হয়েছে মাত্র পাঁচটি দেশে। এই দেশগুলো হলো- ভারত, নাইজেরিয়া, গণপ্রজাতন্ত্রী কঙ্গো, পাকিস্তান ও চীন। বিশ্বব্যাপী ৫ বছরের কম বয়সী শিশুমৃত্যুর প্রধান কারণ পাঁচটি। এরমধ্যে নিউমোনিয়ায় মারা যায় ১৮ শতাংশ, অপরিণত-শিশু জন্ম জনিত জটিলতায় মারা যায় ১৪ শতাংশ, ডায়রিয়ায় ১১ শতাংশ, প্রসব জটিলতায় ৯ শতাংশ ও ম্যালেরিয়ায় ৭ শতাংশ শিশু মারা যায়।”
92. হাজার হ্রদের দেশ কোনটি?
নরওয়েফিনল্যান্ডইন্দোনেশিয়াজাপান
Explanation : “হাজার হ্রদের দেশ হলো ফিনল্যান্ডের ভৌগোলিক উপনাম। নরওয়ের ভৌগোলিক উপনাম নিশীথ সূর্যের দেশ। জাপানকে বলা হয় প্রাচ্যের গ্রেট ব্রিটেন বা সূর্যোদয়ের দেশ।”
93. পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম?
ও.এ.ইউআরব লীগজি.সি.সিও.এ.এস
Explanation : ওএইউ-এর পূর্ণরূপ হলো অর্গানাইজেশন অব =য়ামে আফ্রিকান ইউনিয়ন। জিসিসি হলো গালফ কো অপারেশন =মাপনী কাউন্সিল। ওএএস হলো অর্গানাইজেশন অব আমেরিকান সং-এস্টেটস্। আরব লীগ আরব দেশগুলোর একটি সংগঠন। নুষ্ঠিত |
94. বাস্তিল দুর্গের পতন ঘটেছিল?
১৪ জুলাই, ১৭৮৯৭ জুন, ১৭৮৮৫ অক্টোবর, ১৭৮৮২৬ আগস্ট, ১৭৮৮
Explanation : ফ্রান্সের রাজা ষোড়শ লুইয়ের শাসনামলের অসাম্য ও অনাচারপূর্ণ সমাজব্যবস্থা এবং রানী অ্যান্টোনয়েটের অপরিণামদর্শী বিলাসিতা ও অর্থব্যয়ের কারণে শ্রমজীবী মানুষের মধ্যে ক্ষুধা, অনাহার ও দারিদ্র্য বৃদ্ধি পায়। এ অবস্থার প্রেক্ষিতে দার্শনিক রুশো, ভলতেয়ার ও মন্টেস্কুর হৃদয়স্পর্শী আহ্বানে জনগণ ১৪ জুলাই ১৭৮৯ সালে ক্ষমতার কেন্দ্রবিন্দু বার্লিন দুর্গ ধ্বংস করে।
95. কঙ্গো প্রজাতন্ত্রের বর্তমান নাম—
লিওপােল্ডভিলজিম্বাবুয়েজিবুতিজায়ারে
Explanation : Note : স্বাধীনতাকালীন অর্থাৎ ১৯৬০-১৯৬৪ সাল পর্যন্ত দেশটির নাম ছিল রিপাবলিক অব দ্য কঙ্গো। পরবর্তীতে ১৯৬৪ সালে নামকরণ করা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো। আবার ১৯৭১ সালে নামকরণ করা হয় জায়ার। পুনরায় ১৯৯৭ সালের ১৭ মে নামকরণ করা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গো বা গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র
96. ট্রাফালগার স্কয়ার কোন শহরে অবস্থিত?
ওয়াশিংটনপ্যারিসমস্কোলন্ডন
Explanation : ট্রাফালগার স্কোয়ার লন্ডনে অবস্থিত। মস্কোয় রয়েছে রেড স্কোয়ার এবং বেইজিং-এ রয়েছে তিয়েন আন মেন স্কোয়ার।
97. মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল—
১৯৫৬ সালে১৯৫৫ সালে১৯৫৪ সালে১৯৫৩ সালে
Explanation : লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্তকারী সুয়েজ খাল মিসরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের জাতীয়করণ করে ২৬ জুলাই ১৯৫৬। এর ফলে ইসরাইল মিশর আক্রমণ কাতি করে এবং দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।
98. ঢাকা মেট্রোপলিটন এলাকার আয়তন প্রায়
১০০ বর্গমাইল৯০ বর্গ মাইল১৬০ বর্গ মাইল৮০ বর্গমাইল
Explanation : Note : ২৯ নভেম্বর ২০১১ জাতীয় সংসদে স্থানীয় to সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) বিল ২০১১ পাস হওয়ায় বর্তমানে ঢাকায় সিটি কর্পোরেশন দুটি। একটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং অন্যটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন-এর ৪৬. আয়তন যথাক্রমে ৮২.৬৪ বর্গ কিমি এবং ৪৭.২১ বর্গ কিমি। ঢাকা মেট্রোপলিটন সিটির আয়তন ১৫৩০ বর্গ কিমি। ১৮৬৪ সালে পৌরসভার মর্যাদা লাভকারী এ শহরটি ১৯৭৮ সালের ৩০ সেপ্টেম্বর ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত হয়। অতঃপর ১৯৯০ সালে এর নামকরণ করা হয় ঢাকা সিটি কর্পোরেশন।
99. একটি কাঁচা পাটের গাইটের ওজন
৩ ১/২ মণ২ ১/২ মণ৪ ১/২ মণ৫ ১/২ মণ
Explanation : পাট উৎপাদনের পর থেকে পচনের আগ পর্যন্ত একে কাঁচা পাট নামে অভিহিত করা হয়। বাংলাদেশে উৎপাদিত পাটের ৪০% কাঁচা পাট এবং ৫০% তৈরী পণ্য হিসাবে রফতানী করা হয়। একটি কাঁচা পাটের গাঁইটের ওজন ৪.৫ মণ

পরবর্তী পর্বঃ ১৩তম বিসিএস

Leave a Comment