বিসিএস প্রস্তুতি যদি পরিকল্পিতভাবে ঠিকঠাক করা যায়, তাহলে হাজার হাজার প্রার্থীর মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে এগিয়ে রাখা সম্ভব। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে হলে বেশি বেশি এমসিকিউ সলভ করার বিকল্প কিছু নেই। প্রশ্নব্যাংক এইজন্য সমাধান করতে বলা হয় যাতে প্রশ্নের ধরন সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়৷ এছাড়াও প্রশ্নব্যাংক সমাধান করতে যেয়ে দেখবেন একই তথ্য থেকেই ঘুরেফিরে প্রশ্ন করছে। কিংবা একই টপিক থেকে একাধিক বছর প্রশ্ন এসেছে। সেজন্য দরকার প্রশ্ন সলভ করার সময় সেই প্রশ্ন সম্পর্কিত টপিক পড়ে ফেলা। নিচে ৩৯তম বিসিএস এর সব প্রশ্নোত্তর দেওয়া হল।
English
Which of the following words has been formed with a prefix? – Amoral ( Amoral- lacking a moral sense; unconcerned with the rightness or wrongness of something)
Passive voice: Do you know them? – Are they known to you?
A soporific speech is likely to – Put one to sleep
What is the plural number of ovum – Ova
Geriatrics is the branch of medicine concerned with the diseases and care of – Old People
Love for the whole world is called – Philanthropy
Florid indicates – flower
The Warning of the authority falls on deaf ears – Here Warning- Noun
A person who believes that law and governments are not necessary is known as – Anarchist
Panacea means – cure all
Culinary is related – Cooking
Hospitals …. the sick. – admit
‘A Christmas Carol’ is – সঠিক উত্তর নাই- ( উত্তর হবে Ghost story)
He went to —-hospital because he had……heart attack. – No article, A
There was a small reception following the wedding. Following – Preposition
Complete the sentence- Had I known you were waiting outside, I….. = would have invited you to come in.
To be, or not to be”– is a quotation of – Hamlet
Cricket is a kind of game and also a name of – insect
Correct spelling – Schizophrenia
Government by richest class – AristocracyBangla
কোন শব্দযুগলটি ভিন্ন – Love, Affection
Hand out meaning – প্রচারপত্র
লেফটেন্যান্ট এর সঠিক বানান – Lieutenant
বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? – প্রাতিপাদিক
তাম্বুলিক শব্দের সমার্থক নয় – তামসিক
সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশী – ক্রিয়া ও সর্বনাম পদে
জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক – জহির রায়হান
বাঁধনহারা কাজী নজরুলের কোন ধরনের রচনা– উপন্যাস
‘দুরবস্থা’-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কি? – দুঃ + অবস্থা
আগুণ এর সমার্থক শব্দ – অনল
জীবনানন্দ দাশ কে নির্জনতম কবি বলেছেন – বুদ্ধদেব বসু
বেদ্রান্ত গ্রন্থ ও বেদান্ত সার কার লেখা – রাজা রামমোহন রায়
সরল শব্দের বিপরীত নয় – গরল
কোনটি অপাদান কারক – ট্রেন ষ্টেশন ছেড়েছে
বেগম রোকেয়া সাখাওয়াত এর রচনা – পদ্মরাগ
মীর মশাররফ হোসেনের রচিত গ্রন্থ – গাজী মিয়ার বস্তানী
কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত – আঘাটা
খনার বচন এর মূলভাব –সামাজিক মূল্যবোধ
আগুনের পরশমণি কার লেখা উপন্যাস – হুমায়ূন আহমেদ
কোন উপসর্গটি ভির্নাথক – উপভোগGeneral Knowledge
মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টরে ? – ১০ নং
জাতিসংঘের ‘Champion of the Earth’ পদক প্রাপ্ত হলে – শেখ হাসিনা
কোন সালে হিটলার জার্মানের চ্যান্সেলর নিযুক্ত হয় –১৯৩৩ সালে
প্রতাপ আদিত্য কে ছিলেন – রাজপুত রাজা
বিখ্যাত ওয়াশিংটন কনসেনসাস (Washington Consensus) কোন বিষয়ের সাথে জড়িত? – নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত? ১৪.৭৯%
২০১৮ সালে অনুষ্ঠিত জি সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘোষণা স্বাক্ষর প্রদানে বিরত ছিল কোন দেশ? – যুক্তরাষ্ট্র
বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেয় কে? রাষ্ট্রপতি
মুজিবনগর সরকার কখন গঠিত হয় – ১৯৭১ সালের ১০ এপ্রিল
বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি – ৭ টি
বঙ্গভঙ্গ রদ হয় কবে –১৯১১ সালে
২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য কি -‘আসুন প্লাস্টিক দূষণ বন্ধ করি’
বাংলাদেশে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? – প্রধানমন্ত্রী
সম্প্রতি কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে সম্পর্ক ছিন্ন করে নাই – কুয়েত
বাইজেনটাইন সাম্রাজের রাজধানী কোথায় ছিল –কন্সটান্টিনোপল
বাংলাদেশের ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ আছে – ১,৭৩,০০ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রে রপ্তানী বাণিজ্যে বৃহত্তম বাজার –চীন
সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দপ্তর স্থাপিত হয় – বাগদাদ (বর্তমানে ভিয়েনা)
পলাশীর যুদ্ধ কবে হয় –২৩ জুন ১৭৫৭
বাংলাদেশের ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধি কত –৭.৮০%
সংবিধানের কোন অনুচ্ছেদে “নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ” এর কথা বলা হয়েছে? –২২ অনুচ্ছেদ
মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠে – টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে
National League for Democracy – মিয়ানমার
১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন সময়ে সদস্য ছিল – ৫১
আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভবকাল – প্রাচীন গ্রীস সময়কাল
বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে গেলে কত বছর বয়স লাগবে- ২৫ বছর
ফলকেটিং (Folketing) কোন দেশের আইনসভা –ডেনমার্ক (Denmark)
দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ – মিয়ানমার
৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মাদের রাজনৈতিক জোটের নাম – পাকাতান হারাতান
কোন বিখ্যাত বিদেশী ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি (Poet of Politics) আখ্যা দিয়েছেন? – নিউজ উইক্স
মায়া সভ্যতা বিরাজমান ছিল – মধ্য আমেরিকার
রাজনীতিতে জিরোসাম গেম কোন ভাবের সাথে যুক্ত – গঠনবাদ
ন্যাটোর সর্বশেষ সদস্য – মন্টিনিগ্রো ( ন্যাটো এর বর্তমান সদস্য দেশ – ২৯ টি)
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুমৃত্যু হার কমানোর কারণে যে পুরস্কার পান – এমডিজি অ্যাওয়ার্ড ২০১০
ট্রাম্প কিম বৈঠক সিঙ্গাপুরের কোথায় হয় – সান্তোসা দ্বীপেMathematics
যদি ৯×৭= ৩৫৪৫ হয়, ৪×৩=১৫২০ হয় তবে ৬×৮= হবে – ৪০৩০
একটি দ্রব্য ১৮০ টাকায় বিক্রি করায় ১০% ক্ষতি হলো, দ্রব্যটির ক্রয়মূল্য কত? –২০০ টাকা
C={x:x ঋণাত্মক পুর্ণসংখ্যা এবং X^2<18 } C সেটের উপাদানগুলো হলো – 1,2,3,4
.4×.02× .08 = 00064
।1-2x।<1 হলে এর সমাধান কত? -1<X<0
ঘড়িতে যখন চারটা বাজে, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যেকার কোণটি কত ডিগ্রি? উত্তর: ১২০° (সঠিক উত্তর নাই)
দুটি সংখ্যার অনুপাত ৭ঃ৫ হলে এবং এর লসাগু ১৪০ হলে এর গসাগু কত – ৪
বার্ষিক ১০% হার সুদে ১০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? – ১০ টাকা
nC12=nC6 হলে n এর মান কত – 18
একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডানদিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ ফুট, তারপর বামদিকে ২০ ফুট আর সর্বশেষ বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে গেল। তাহলে A ও B এর মধ্যবর্তী দূরত্ব কত? –১০ ফুট
নিচের কোনটি মৌলিক সংখ্যা? –৪৭
নিচের কোনটি ক্ষুদ্রতম – ৫/৮
যদি 2×3=812, 4×5=1620 তবে 6×7 =2428
1/√ 2, 1, √ 2 হলে ধারাটির কোন পদ 8√ 2 হবে – ৯ম
2×2+5x+3<0 হলে এর সমাধান – -3/2<X<-1
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি, প্রস্থ ১০ সে.মি। দৈর্ঘ্য বৃদ্ধি করে ২৫ সে.মি করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? –৭.২ সে.মি
তুমি তো ভারি সুন্দর ছবি আঁক! বাক্যটিতে কোন প্রকারের অব্যয় বব্যহৃত হয়েছে? – অনন্বয়ী অব্যয়
নিচের উপমাটি পুর্ণকারী শব্দ? Finger: Hand: Leaf: Twig
125(√5)^2x=1 হলে x এর মান কত? Ans: -3
ব্যতিহার বহুব্রীহির উদাহরণ – কানাকানি
রবীন্দ্রনাথের কৌতুক নাটক – বৈকুণ্ঠের খাতা
Cozy Bear কি – একটি হ্যাকার গ্রুপ
নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয় –করব
Detailed Explanation
1.‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? | |||
‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? | ‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? | ‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? | ‘দুরবস্থা’ শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? |
Explanation: দুঃ+অবস্থা=দুরবস্থা | |||
2.কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে ? | |||
(ক) আনন | (খ) আষাঢ় | (গ) আঘাটা | (ঘ) আয়না |
Explanation: ”আঘাটা” শব্দটি বাংলা ”আ”উপসর্গ যোগে গঠিত।এর গঠন; আ-ঘাট=আঘাট>আঘাটা।”আনন”শব্দটি সংস্কৃত ”আ”’ উপসর্গ যোগে গঠিত। এর গঠন হলো;আ+অন্+অন=আনন | |||
3.বিভক্তিহীন নাম-শব্দকে কী বলে? | |||
(ক) প্রাতিপদিক | (খ) নাম-পদ | (গ) মৌলিক শব্দ | (ঘ) কৃদন্ত শব্দ |
Explanation: বিভক্তিহীন নাম-শব্দকে প্রাতিপদিক বলে | |||
4.মীর মশারফ হােসেন রচিত গ্রন্থ হচ্ছে : | |||
(ক) গাজী মিয়ার বস্তানী | (খ) আলালের ঘরের দুলাল | (গ) হুতােম প্যাচার নক্সা | (ঘ) কলিকাতা কমলালয় |
Explanation.মীর মশারফ হােসেন রচিত গ্রন্থ হচ্ছে – গাজী মিয়ার বস্তানী।’আলালের ঘরেদুলাল”- প্যারীচাদ মিত্র, ”হুতোম প্যাচার নকশা”-কালীপ্রসন্ন সিঙ্ঘ,”কলিকাতা কমলালয়”-ভবানীচরণ বন্দোপধ্যায় | |||
5.কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? | |||
(ক) উপনেতা | (খ) উপভােগ | (গ) উপগ্রহ | (ঘ) উপসাগর |
Explanation: উপগ্রহ, উপসাগর, উপনেতা এই তিন সব্দে ক্ষুদ্র অর্থে ‘উপ’উপসর্গ ব্যবহৃত হয়েছে। অন্যদিকে উপভোগ শব্দে ‘উপ’ উপসর্গ ‘ বিশেষ তৃপ্তি ‘ অর্থে ব্যবহৃত হয়েছে। | |||
6.‘আগুন’- এর সমার্থক শব্দ কোনটি? | |||
(ক) ভাতি | (খ) অনল | (গ) অংশু | (ঘ) জ্যোতি |
Explanation: ‘আগুন’- এর সমার্থক শব্দ ”অনল”। ভাতি, অংশু ও জ্যোতি ‘কিরণ’ শব্দের সমার্থক শব্দ। | |||
7.কোনটি অপাদান কারক? | |||
(ক) গৃহহীনে গৃহ দাও | (খ) জিজ্ঞাসিব জনে জনে | (গ) ট্রেন স্টেশন ছেড়েছে | (ঘ) বনে বাঘ আছে |
Explanation: যা থেকে কিছু বিচ্যুত,গৃহিত,জাত,বিরত,আরম্ব,দূরীভূত ও রক্ষথয় এবং যা দেখে কেউ ভীত হয় , তাকেই অপদান কারক বলে। যেমন – ট্রেন ঢাকা ছাড়ল। অন্য অপশমগুলো- *জিজ্ঞাসিব জনে জনে- কর্মকারক, *বনে বাঘ আছে- অধিকরণ কারক, *গৃহহীনে গৃহ দাও-সম্প্রদান কারক। | |||
8.তুমি তাে ভারি সুন্দর ছবি আঁক!’ – বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে? | |||
(ক) অনন্বয়ী অব্যয় | (খ) অনুকার অব্যয় | (গ) পদান্বয়ী অব্যয় | (ঘ) অনুসর্গ অব্যয় |
Explanation: যেসব অবয় বাক্যের অন্যপদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীন ভাবে নানা বিধ ভাবে ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন- আপনি যা জানেন তাতো ঠিকই ঘটে। এখানে ‘তো’ অনন্বয়ী অব্যয়। | |||
9.সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি বেশি দেখা যায়? | |||
(ক) বিশেষ্য ও ক্রিয়া | (খ) বিশেষণ ও ক্রিয়া | (গ) বিশেষ্য ও বিশেষণ পদে | (ঘ) ক্রিয়া ও সর্বনাম |
Explanation: সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য সর্বনাম ও ক্রিয়া পদে বেশি বেশি দেখা যায়। সাধুরীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজ তর রূপ লাভ করে। | |||
10.নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়? | |||
(ক) করছিলাম | (খ) করেছি | (গ) করছি | (ঘ) করব |
Explanation: ‘করব’ ক্রিয়া দ্বারা ভবিষ্যৎ কালে ঘটবে এমন কাল নির্দেশ করে ফলে ‘করব ‘ ক্রিয়ার কাল্টি যৌগিক নয়। | |||
11.জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেন কে? | |||
(ক) বিষ্ণু দে | (খ) বুদ্ধদেব বসু | (গ) রবীন্দ্রনাথ ঠাকুর | (ঘ) সৈয়দ শামসুল হক |
Explanation: জীবনানন্দ দাশকে ‘নির্জনতম কবি’ বলে আখ্যায়িত করেন বদ্ধুদেব বসু। রবীন্দ্রনাথ ঠাকুর জীবনান্দ দাশকে “চিত্ররূপময়” বলে আখ্যায়িত করে। | |||
12.তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি? | |||
(ক) তামসিক | (খ) বারুই | (গ) পানব্যবসায়ী | (ঘ) পর্ণকার |
Explanation: তাম্বুলিক অর্থ বারুই,পান-ব্যাবসায়ী,পর্ণকার। তামসিক অর্থ মেঘাচ্ছন,অজ্ঞতাপ্রসূত।প্রশ্নে উল্লিখিত”তাম্বুলিক” শব্দের স্থলে ”তাম্বূলিক” হবে | |||
13.কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? | |||
(ক) অজানা | (খ) দোতলা | (গ) আশীবিষ | (ঘ) কানাকানি |
Explanation: যে বহুব্রীহি সমাসে দুটি একরূপ বিশেষ্য দিয়ে একজাতীয় কাজ বোঝায় তাকে ব্যতিহার বহুব্ররীহি সমাস বলে।যেমনঃ কানে কানে যে কথা = কানাকানি। আরো কয়েকটি ব্যতিহার বহুব্ররীহি সমাসঃ হাতাহাতি, হাসাহাসি, লাঠালাঠি। অন্যদিকে অজানা, দোতালা,ও আশীবিষ যপ্তহাক্রমে নঞ,প্রত্যয়ান্ত ও ব্যাধিকরণ বহুব্রীহি সমাস। | |||
14.রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটক হচ্ছে: | |||
(ক) বৈকুণ্ঠের খাতা | (খ) জামাই বারিক | (গ) .বিবাহ-বিভ্রাট | (ঘ) হিতে বিপরীত |
Explanation: রবীন্দ্রনাথ ঠাকুরের কৌতুক নাটক হচ্ছে- বৈকুণ্ঠের খাতা। ‘জামাই বারিক'(প্রহসন)-দীনবন্ধু মিত্র,’বিবাহ বিভ্রাট’ (প্রহসন) – অমৃতলাল বসু, ‘হিতে বিপরীত”(প্রহসন) – জ্যোতিন্দ্রনাথ ঠাকুর | |||
15.‘Hand out’- এর বাংলা পরিভাষা হচ্ছে: | |||
(ক) হস্তপত্র | (খ) জ্ঞাপনপত্র | (গ) তথ্যপত্র | (ঘ) প্রচারপত্র |
Explanation: ‘Hand out’- এর বাংলা পরিভাষা হচ্ছে: জ্ঞাপনপত্র | |||
16.বাঁধনহারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? | |||
(ক) ভ্রমণ কাহিনি | (খ) উপন্যাস | (গ) নাটক | (ঘ) কবিতা |
Explanation: বাঁধনহারা’ কাজী নজরুল ইসলামের উপন্যাস ধর্মী রচনা | |||
17.বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত গ্রন্থ কোনটি? | |||
(ক) পদ্মমণি | (খ) পদ্মাবতী | (গ) পদ্মগােখরা | (ঘ) পদ্মরাগ |
Explanation: বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন রচিত গ্রন্থ পদ্মরাগ। পদ্মাবতী নামের কাব্য লিখেন আলাওল।পদ্মাবতী নামের নাটক লিখেন মাইকেল মধুসূদন দত্ত। ”পদ্ম-গোখরা” গল্পের রচয়িতা কাজী নজরুল ইসলাম। | |||
18.সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? | |||
(ক) বক্র | (খ) গরল | (গ) কুটিল | (ঘ) জটিল |
Explanation: সরল শব্দের বিপরীতার্থক শব্দ ‘গরল’ নয়।গরল অমৃত শব্দের বিপরীত শব্দ। | |||
19.বেদান্ত গ্রন্থ’ ও ‘বেদান্ত সার’ কার রচনা? | |||
(ক) রাজা রামমােহন রায় | (খ) গােলকনাথ শৰ্মা | (গ) রামরাম বসু | (ঘ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার |
Explanation: বেদান্ত গ্রন্থ’ ও ‘বেদান্ত সার’ রাজা রামমােহন রায়র রচনা | |||
20.খনার বচন – এর মূলভাব কী? | |||
(ক) লৌকিক প্রণয়সংগীত | (খ) শুদ্ধ জীবনযাপন রীতি | (গ) সামাজিক মঙ্গলবােধ | (ঘ) রাষ্ট্র পরিচালনা নীতি |
Explanation: বিখ্যাত বাঙালি মহিলা জ্যোতিষীখনা রচিত ‘খনার বচন’ মূলত কৃষি ভিত্তিক ছড়া।জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চাষাবাদ, বৃক্ষরোপণ, গৃহনির্মাণ ইত্যাদি জীবন ঘনিষ্ঠ বিষ্য নিয়ে খনার বচন রচিত। | |||
21. The warning of the authority falls on deaf ears. Here ‘warning’ does the function of_ | |||
adverb | adjective | verb | noun |
Explanation: Warn শব্দের অর্থ সাবধান করা। এর noun form হচ্ছে Warning বা সাবধানতা | |||
22. Panacea means– | |||
cure-all | pancreatic | widespread disease | gland |
Explanation: Panacea বলতে এমন কিছু বোঝায় যা সকল অসুখ থেকে সুস্থ করে তুলতে পারে | |||
23. When we want to mean a government by the richest class we use term– | |||
Aristocracy | Oligarchy | Plutocracy | Cryptocracy |
Explanation: Plutocracy এমন এক সমাজ ব্যাবস্থাকে বোঝায় যেখানে ধনীরাই সমাজ পরিচালনা করে | |||
24. Select the word with right spelling | |||
Schizophrenia | Seizphrania | Scizophrenia | Schizophrania |
Explanation: সঠিক বানান Schizophrenia | |||
25. The word ‘culinary’ is related to | |||
printing | cooking | dress | musical instruments |
Explanation: Culinary শব্দের অর্থ রন্ধনসম্পর্কীয় | |||
26. নিচের উপমাটি পূর্ণকারী শব্দ কোনটি? Finger: Hand :: Leaf: | |||
Flower | Twig | Tree | Branch |
Explanation: Finger অর্থাৎ হাতের আংগুল এবং Hand বা হাত যেভাবে সম্পর্কিত, Leaf (গাছের পাতা) এবং Twig (ডালপালা) সেভাবে সম্পর্কিত। | |||
27. Love for the whole world is called: | |||
philanthropy | misogyny | benevolence | misanthropy |
Explanation: Philanthropy বলতে পরোপকারের মানসিকতাকে বোঝায়। | |||
28. লেফটেন্যান্ট শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি? | |||
Lieaftenant | Leaiftenant | Leiftenant | Lieutenant |
Explanation: সঠিক বানান Lieutenant | |||
29.Complete the following sentence: ‘Had I known you were waiting outside, I — | |||
had invited you to come in | would be inviting you to come in | would invite you to come in | would have invited you to come in |
Explanation: Complex sentence এর ক্ষেত্রে শুরুতে past participle হলে পরের অংশে would have যুক্ত হবে। | |||
30. A Christmas Carol’ is a – by Charles Dickens. | |||
short novel | ballad | sketch story | historical novel |
Explanation: A Christmas Carol, Charles Dickens এর ১৮৪৩ সালে প্রকাশিত একটি ছোটগল্প | |||
31. There was a small reception following the wedding’. The word following in the sentence above is a/an — | |||
Preposition | adjective | Adverb | noun |
Explanation: Following’ word টি এখানে preposition হিসেবে কাজ করছে এবং বাক্যের এক অংশের noun/pronoun কে অন্য অংশের সাথে যুক্ত করছে। | |||
32. Cricket is a kind of play. It is also a kind of | |||
insect | food | bird | flower |
Explanation: ঝিঝি পোকাকে Cricket ডাকা হয় | |||
33. A person who believes that laws and governments are not necessary is known as — | |||
a militant | an anarchist | a terrorist | an extremist |
Explanation: Anarchist বা নৈরাজ্যবাদী সমাজব্যাবস্থা ও আইন মানে না। | |||
34. “To be, or not to be – that is the question,’ — is a famous soliloquy from– | |||
Macbeth | KingLear | Othello | Hamlet |
Explanation: উক্তিটি William Shakespeare এর বিখ্যাত নাটক Hamlet থেকে নেওয়া। | |||
35. He went to– hospital because he had– heart attack. | |||
no article, an | a, an | the, no article | no article, a |
Explanation: Multiple heart attack সম্ভব বলে heart attack কে অনির্দিষ্টভাবে প্রকাশ করতে ‘a’ বসে। Multiple heart attacks এর ক্ষেত্রে কোনো article বসবে না। | |||
36. Hospitals– the sick. | |||
operate | treat | admit | nurse |
Explanation: Treat বলতে ‘সেবা করা’ বোঝায় | |||
37. “Geriatrics’ is the branch of medicine concerned with the diseases and care of– | |||
newly-weds | old women | newborn babies | old people |
Explanation: Geriatrics চিকিৎসাসেবার এমন একটি ক্ষেত্র যেটি বয়স্কদের চিকিৎসা নিয়ে আলোচনা করে। | |||
38. A soporific speech is likely to — | |||
be incomprehensible | appeal primarily to emotions | put one to sleep | stimulate action |
Explanation: Soporific Speech বলতে এমন বক্তব্য বোঝায় যা দর্শক-শ্রোতার চোখে ঘুম আনে। | |||
39. What is the plural number of ‘ovum’ | |||
ovams | ovumes | ovums | ova |
Explanation: Ovum এর plural form Ova | |||
40. The word ‘florid’ indicates– | |||
flour | foliage | floor | flower |
Explanation: Florid শব্দের অর্থ পুষ্পল | |||
41.Identify the correct passive form of the sentence below: ‘Do you know them? | |||
Are they known by you? | Would they be know by you? | Are they know with you? | Are they known to you? |
Explanation: ‘known’ শব্দের পরে preposition ‘to’ হয় | |||
42.Which of the following words has been formed with a prefix? | |||
amoral | authentic | amnesia | aspersions |
Explanation: ‘moral’ root word টির সাথে prefix যুক্ত করে amoral তৈরি হয়েছে। | |||
43.কোন শব্দযুগলটি ভিন্ন? | |||
False, True | Sharp, Blunt | Love, Affection | Abundance, Scarcity |
Explanation: এখানে Love, Affection শুধুমাত্র synonym, বাকিগুলো antonym | |||
44.ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? | |||
(ক) ৯০° | (খ) ৯৫° | (গ) ১০৫° | (ঘ) ১১০° |
Explanation: | (11M – 60H) / 2 | সূত্র ব্যাবহার করে পাই, | (11×0 – 60×8) / 2 | = 480/2 = 240° যেহেতু 180° থেকে বড় কোণ সুতরাং নির্ণেয় কোণ (360-240)° = 120° (সঠিক উত্তর অপশনে নেই) | |||
45.যদি, ৯ x ৭ = ৩৫৪৫ এবং ৪x৩ = ১৫২০ হয় তবে, ৬x৮ | |||
(ক) ৩০৪০ | (খ) ৫০৪০ | (গ) ৪০৩০ | (ঘ) ৬০৫০ |
Explanation: 9×7 = 3545 যেখানে (9×5) (7×5) = 45 ও 35 হয় যা প্রতিস্থাপন করে লিখলে 3545আবার 4×3 = 1520 যেখানে (4×5) ও (3×5) = 20 ও 15 হয় যা প্রতিস্থাপন করে লিখলে পাওয়া যায় 1520অনুরূপ ভাবে 6×8 = এর ক্ষেত্রে (6×5) = 30 এবং (8×5) = 40 পাওয়া যায়। সুতরাং নির্ণেয় সঠিক উত্তর 4030 | |||
46.যদি 2 x3 = 812, 4 x 5=1620 হয় তবে 6 x7=? | |||
(ক) 2428 | (খ) 2442 | (গ) 42 | (ঘ) 1214 |
Explanation: 2×3 = 812 যেখানে (2×4) = 8 এবং (3×4) = 124×5 = 1620 যেখানে (4×4) = 16 এবং (5×4) = 20এখন, 6×7 এর ক্ষেত্রে (6×4) = 24 এবং (7×4) = 28 সুতরাং নির্ণেয় সঠিক উত্তর হবে 2428 | |||
47.একজন লােক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে ১০ ফুট, অতঃপর বামদিকে ২০ফুট, তারপর বামদিকে ২০ ফুট এবং সবশেষে বামদিকে ২০ ফুট গিয়ে B অবস্থানে পৌছিল। A ও B এর মধ্যকার দূরত্ব কত ফুট? | |||
(ক) ৩০ ফুট | (খ) ৪০ ফুট | (গ) ১০ ফুট | (ঘ) ২০ ফুট |
Explanation: A অবস্থান হতে ডান ১০ ফুট যাওয়ার পর বামে ২০ ফুট গেছেন। সেই স্থান থেকে আবার বামে যাওয়া মানে A এর দিকে ২০ ফুট দূর থেকে আরো ২০ফুট এগিয়ে যাওয়া। পরবর্তীতে আবার বাম দিকে ২০ ফুট যাওয়া মানে A এর দিকে ফরে আসা তবে ১০ফুট দূরত্বে থেকে। সুতরাং A থেকে B বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ১০ফুট। | |||
48. “(((12,1,2… …21,1,2… …))) ধারাটির কোন পদ (((8282))) হবে?” | |||
৯ তম পদ | ১০ তম পদ | ১১ তম পদ | ১২ তম পদ |
Explanation: “প্রদত্ত ধারাটি: (((12,1,221,1,2))) ((()))ধারাটির প্রথম পদ, a = (((1221))) ((())) ধারাটির সাধারন অনুপাত, r = (((112=1×21=2<1211=1×12=2<1)))ধারাটি একটি গুণত্তর ধারা। কারণ, ধারাটির সাধারণ অনুপাত একই। ((()))ধরি, ধারাটির n তম পদ = 8(((22)))আমরা জানি, ((()))গুনোত্তর ধারার n তম পদ = ar(((𝑛−1n−1))) ((()))(((12(2)𝑛−1=82</𝑝><𝑝>⟹(2)𝑛−1=82×2</𝑝><𝑝>⟹(2)𝑛−1=8×2</𝑝><𝑝>⟹(212)𝑛−1=16</𝑝><𝑝>⟹2𝑛−12=24</𝑝><𝑝>⟹𝑛−12=4</𝑝><𝑝>⟹𝑛−1=4×2</𝑝><𝑝>⟹𝑛−1=8</𝑝><𝑝>⟹𝑛=8+1</𝑝><𝑝>∴𝑛=921(2)n−1=82</p><p>⟹(2)n−1=82×2</p><p>⟹(2)n−1=8×2</p><p>⟹(221)n−1=16</p><p>⟹22n−1=24</p><p>⟹2n−1=4</p><p>⟹n−1=4×2</p><p>⟹n−1=8</p><p>⟹n=8+1</p><p>∴n=9)))(((∴∴))) ধারাটির ৯ তম পদ (((8282)))” | |||
49.(((2𝑥2+5𝑥<02x2+5x<0))) এর সমাধান কোনটি? | |||
(((−32<𝑥<−1−23<x<−1))) | (((−32<𝑥<1−23<x<1))) | (((−32≤𝑥≤1−23≤x≤1))) | (((−32<𝑥≤1−23<x≤1))) |
Explanation: “(((2𝑥2+5𝑥+3<0</𝑝><𝑝>⟹2𝑥2+2𝑥+3𝑥+3<0</𝑝><𝑝>⟹2𝑥(𝑥+1)+3(𝑥+1)<0</𝑝><𝑝>⟹(𝑥+1)(2𝑥+3)<02x2+5x+3<0</p><p>⟹2x2+2x+3x+3<0</p><p>⟹2x(x+1)+3(x+1)<0</p><p>⟹(x+1)(2x+3)<0)))দুইটি রাশির গুণফল তখন ঋণাত্মক হবে, যখন দুইটি রাশির একটি রাশি ধনাত্মক এবং অপরটি ঋণাত্মক হবে। যেমন: (x+1)(x-2) অথবা (x-9) (x+12). উপরোক্ত অসমতাটির ক্ষেত্রে, অসমতাটির মান একবার ধনাত্মক এবং একবার ঋণাত্মক ধরে নিম্নে উপস্থাপন করা হলো: ((()))শর্ত-(1): (((</𝑝><𝑝>(𝑥+1)<0</𝑝><𝑝>⟹𝑥<−1 এবং</p><p>(x+1)<0</p><p>⟹x<−1 এবং)))শর্ত-(2): (((</𝑝><𝑝>2𝑥+3>0</𝑝><𝑝>⟹2𝑥+3−3>0−3 [ ∵ উভয়পক্ষে (−3) যোগ করে]</𝑝><𝑝>⟹2𝑥>−3</𝑝><𝑝>⟹𝑥>−32</p><p>2x+3>0</p><p>⟹2x+3−3>0−3 [ ∵ উভয়পক্ষে (−3) যোগ করে]</p><p>⟹2x>−3</p><p>⟹x>−23)))শর্ত-(1) এবং শর্ত-(2) থেকে ২টি গাণিতিক সম্পর্ক পাওয়া যাচ্ছে। যথা: ((()))I. x (((<<))) -1 ((()))II. (((𝑥>−32x>−23))) ((()))সুতরাং, (((2𝑥2+5𝑥+3<02x2+5x+3<0))) এর সমাধান: (((−32<𝑥<−1−23<x<−1)))” | |||
50.বার্ষিক শতকরা 10% হারে 1000 টাকার 2 বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? | |||
11 টাকা | 11.5 টাকা | 12 টাকা | 10 টাকা |
51.(((∣1−2𝑥∣<1∣1−2x∣<1))) এর সমাধান- | |||
(((−2<𝑥<1−2<x<1))) | (((−1<𝑥<0−1<x<0))) | (((0<𝑥<10<x<1))) | (((−1<𝑥<1−1<x<1))) |
Explanation: “পরমমানের ভিতর কোন রাশি থাকলে তখন উক্ত অসমতাটিকে একবার ধনাত্মক এবং ঋণাত্মক বিবেচনা করে সমাধান করতে হবে। ((()))প্রথমে ধনাত্মক মান বিবেচনা করে অসমতাটি সমাধান করা হলো: ((()))(((1−2𝑥<1</𝑝><𝑝>⟹−2𝑥<1−1</𝑝><𝑝>⟹−2𝑥<0</𝑝><𝑝>⟹2𝑥>0 [∵ উভয়পক্ষকে (−1) দ্বারা গুণ করে]</𝑝><𝑝>⟹𝑥>01−2x<1</p><p>⟹−2x<1−1</p><p>⟹−2x<0</p><p>⟹2x>0 [∵ উভয়পক্ষকে (−1) দ্বারা গুণ করে]</p><p>⟹x>0)))এখন, ঋণাত্মক মান বিবেচনা করে অসমতাটি সমাধান করা হলো: ((()))(((−(1−2𝑥)<1</𝑝><𝑝>⟹−1+2𝑥<1</𝑝><𝑝>⟹2𝑥<1+1</𝑝><𝑝>⟹2𝑥<2</𝑝><𝑝>⟹𝑥<1−(1−2x)<1</p><p>⟹−1+2x<1</p><p>⟹2x<1+1</p><p>⟹2x<2</p><p>⟹x<1)))অসমতাটি একবার ধনাত্মক এবং একবার ঋণাত্মক ধরে ২টি গাণিতিক সম্পর্ক পাওয়া যাচ্ছে। যথা: ((()))I. x (((>>))) 0 ((()))II. x (((<<))) 1 ((()))সুতরাং, (((∣1−2𝑥∣<1∣1−2x∣<1))) এর সমাধান: (((0<𝑥<10<x<1))) ((()))” | |||
52.একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সেমি. এবং প্রস্থ 10 সেমি.। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সেমি. করা হলাে। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? | |||
7.2 সেমি. | 7.3 সেমি. | 7 সেমি. | 7.1 সেমি. |
Explanation: “প্রশ্নানুযায়ী, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, (((𝑙1l1))) = 18 সে.মি. এবং প্রস্থ, (((𝑤1w1))) = 10 সে.মি. ((()))(((∴∴))) আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, (((𝐴1A1))) = (((𝑙1×𝑤1l1×w1))) বর্গ একক = 18 (((××))) 10 বর্গ সে.মি = 180 বর্গ সে.মি. ((()))আবার, আয়তক্ষেত্রটির নতুন দৈর্ঘ্য, (((𝑙2l2))) = 25 সে.মি. এবং ধরি, প্রস্থ, (((𝑤2w2))) = x সে.মি. ((()))(((∴∴))) আয়তক্ষেত্রটির নতুন ক্ষেত্রফল, (((𝐴2A2))) = (((𝑙2×𝑤2l2×w2))) বর্গ একক = 25 (((××))) x বর্গ সে.মি = 25x বর্গ সে.মি. ((()))প্রশ্নমতে, (((𝐴2A2))) = (((𝐴1A1))) ((()))বা, 25x = 180 ((()))বা, x = (((1802525180)))(((∴∴))) x = 7.2 সে.মি. ((()))সুতরাং, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 25 সে.মি. বৃদ্ধি করার পর প্রস্থ হবে 7.2 সে.মি. ((([𝐴𝑛𝑠.][Ans.])))” | |||
53.c = {x : x ঋণাত্মক পূর্ণসংখ্যা এবং (((𝑥2<18x2<18)))}; c সেটের উপাদানগুলো হবে- | |||
1, 2, 3, 5 | 1, 3, 5, 7 | 2, 4, 6, 8 | 1, 2, 3, 4 |
Explanation: “প্রশ্নানুযায়ী, C = { x : x, ধনাত্মক পূর্ণসংখ্যা এবং (((𝑥2<18x2<18))) } ((()))এখানে, C = { x : x, ধনাত্মক পূর্ণসংখ্যা এবং (((𝑥2<18x2<18))) } এর অর্থ হচ্ছে x যেন ধনাত্মক পূর্ণসংখ্যা হয় এবং x এর মানটিকে বর্গ করলে 18 এর ছোট হয় । ((()))তাহলে, x = 1 হলে, (((𝑥2=12=1<18x2=12=1<18))), যা গ্রহণযোগ্য। ((()))x = 2 হলে, (((𝑥2=22=4<18x2=22=4<18))), যা গ্রহণযোগ্য। ((()))x = 3 হলে, (((𝑥2=32=9<18x2=32=9<18))), যা গ্রহণযোগ্য। ((()))x = 4 হলে, (((𝑥2=42=16<18x2=42=16<18))), যা গ্রহণযোগ্য। ((()))x = 5 হলে, (((𝑥2=52=25>18x2=52=25>18))), যা গ্রহণযোগ্য নয়। ((()))(((∴∴))) C = {1, 2, 3, 4} ((([𝐴𝑛𝑠.][Ans.])))” | |||
54. ০.৪ (((××))) ০.০২ (((××))) ০.০৮ = ? | |||
০.০০০৬৪ | ৬.৪০০০০ | ০.৬৪০০০ | ০.০৬৪০০ |
Explanation: “প্রশ্নানুযায়ী, ০.৪ (((××))) ০.০২ (((××))) ০.০৮ ((()))= (((৪১০×২১০০×৮১০০১০৪×১০০২×১০০৮)))= ০.০০০৬৪ ((([𝐴𝑛𝑠.][Ans.])))” | |||
55.দুইটি সংখ্যার অনুপাত 7 : 5 এবং তাদের ল.সা.গু. 140 হলে সংখ্যা দুইটির গ.সা.গু. কত? | |||
4 | 12 | 6 | 9 |
Explanation: “ধরা যাক, সংখ্যা দুইটি হচ্ছে 7a, 5a ((()))সংখ্যা দুইটির গ.সা.গু. = a এবং ল.সা.গু = 35a ((()))প্রশ্নমতে, 35a = 140 ((()))বা, a = (((1403535140))) ((()))(((∴∴))) a = 4 ((()))সুতরাং সংখ্যা দুইটির গ.সা.গু. a = 4 ((([𝐴𝑛𝑠.][Ans.]))) “ | |||
56.একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলাে। দ্রব্যটির ক্রয়মূল্য- | |||
200 টাকা | 210 টাকা | 162 টাকা | 198 টাকা |
Explanation: “১২% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ – ১০) টাকা = ৯০ টাকা ((()))বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা ((()))(((∴∴))) বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য (((১০০৯০৯০১০০))) টাকা ((()))(((∴∴))) বিক্রয়মূল্য বেশি ১৮০ টাকা হলে ক্রয়মূল্য (((১৮০×১০০৯০৯০১৮০×১০০))) টাকা = ২০০ টাকা ((()))সুতরাং, দ্রব্যটির ক্রয় মূল্য = ২০০ টাকা ((([𝐴𝑛𝑠.][Ans.])))” | |||
57.নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? | |||
(((৬১১১১৬))) | (((৮১৪১৪৮))) | (((৮১৪১৪৮))) | (((৫৮৮৫))) |
Explanation: “দেওয়া আছে, প্রদত্ত ভগ্নাংশ সমূহ (((৬১১,৮১৪,৩৫ এবং ৫৮১১৬,১৪৮,৫৩ এবং ৮৫)))((()))এই গাণিতিক সমস্যাটি সমাধানের জন্য ভগ্নাংশ সমূহের মধ্যে তুলনা করতে হবে। ((()))(((৬১১×৮১৪১১৬×১৪৮))) = ৮৪ (((<<))) ৮৮; ((( ))) (((৬১১<৮১৪১১৬<১৪৮))) ((()))(((৮১৪×৩৫১৪৮×৫৩))) = ৪০ (((<<))) ৪২; ((( ))) (((৮১৪<৩৫১৪৮<৫৩))) ((()))(((৩৫×৫৮৫৩×৮৫))) = ২৪ (((<<))) ২৫; ((( ))) (((৩৫<৫৮৫৩<৮৫))) ((()))উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, বড় ভগ্নাংশটি: (((৫৮ [𝐴𝑛𝑠.]৮৫ [Ans.])))” | |||
58.(((𝑛𝐶12= 𝑛𝐶6nC12= nC6))) হলে n এর মান কত? | |||
12 | 14 | 16 | 18 |
Explanation: “প্রশ্নানুযায়ী, ((()))(((𝑛𝐶12= 𝑛𝐶6</𝑝><𝑝>⟹𝑛𝐶12= 𝑛𝐶𝑛−6 [∵ 𝑛𝐶𝑟= 𝑛𝐶𝑛−𝑟]nC12= nC6</p><p>⟹nC12= nCn−6 [∵ nCr= nCn−r])))বা, 12 = n – 6 ((()))বা, n = 12 + 6 ((()))(((∴∴))) n = 18 ((([𝐴𝑛𝑠.][Ans.])))” | |||
59. নিচের কোনটি মৌলিক সংখ্যা? | |||
৪৭ | ৮৭ | ৯১ | ১৪৩ |
Explanation: “আমরা জানি, যে সংখ্যাকে শুধুমাত্র এক (১) এবং উক্ত সংখ্যাটি ব্যতীত অন্য আর কোনো সংখ্যা দ্বারা ভাঙা বা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। প্রশ্নের সকল অপশন থেকে লক্ষ্য করা যাচ্ছে যে, শুধুমাত্র ৪৭ সংখ্যাটি একমাত্র এমন সংখ্যা যেটি শুধুমাত্র ১ এবং ৪৭ নিজেকে নিজে দ্বারা ভাগ করা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যথা: ((()))৪৭ = ১ (((××))) ৪৭ ((()))বাকি সকল অপশন সমূহ ১ এবং উক্ত সংখ্যা দ্বারা ভাগ করার পর অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যায়। যথা: ((()))৮৭ = ১ (((××))) ৮৭ = ১ (((××))) ৩ (((××))) ২৯ ((()))৯১ = ১ (((××))) ৯১ = ১ (((××))) ৭ (((××))) ১৩ ((()))১৪৩ = ১ (((××))) ১৪৩ = ১ (((××))) ১১ (((××))) ১৩ ((()))সুতরাং মৌলিক সংখ্যাটি: ৪৭” | |||
60.125((((5)2𝑥(5)2x)))= 1 হলে x এর মান কত? | |||
3 | -3 | 7 | 9 |
Explanation: “প্রশ্নানুযায়ী, (((</𝑝><𝑝>125(5)2𝑥=1</𝑝><𝑝>⟹(5)2𝑥=1125</𝑝><𝑝>⟹(512)2𝑥=153 [∵ 𝑎=𝑎12]</𝑝><𝑝>⟹52𝑥2=5−3</𝑝><𝑝>⟹2𝑥2=−3</𝑝><𝑝>∴𝑥=−3 [𝐴𝑛𝑠.]</p><p>125(5)2x=1</p><p>⟹(5)2x=1251</p><p>⟹(521)2x=531 [∵ a=a21]</p><p>⟹522x=5−3</p><p>⟹22x=−3</p><p>∴x=−3 [Ans.])))” | |||
61. পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? | |||
(ক) জুন ২২, ১৭৫৭ | (খ) জুন ২৪, ১৭৫৭ | (গ) জুন ২৩, ১৭৫৭ | (ঘ) জুন ২৫, ১৭৫৭ |
Explanation: ২৩ জুন ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে নবাব সিরাজদৌল্লা ও ইংরেজ সেনাপতি ক্লাইভের যুদ্ধ হয়। যুদ্ধে নবাব পরাজিত হন। | |||
62. জাতিসংঘের ‘Champion of Earth’ খেতাবপ্রাপ্ত কে? | |||
(ক) হিলারি ক্লিনটন | (খ) থেরেসা মে | (গ) এঞ্জেলা মার্কেল | (ঘ) শেখ হাসিনা |
Explanation: ২০১৫ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ’ খেতাব লাভ করেন শেখ হাসিনা। | |||
63. শিশু মৃত্যুর হার সাফল্যের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী অ্যাওয়ার্ড অর্জন করেছেন? | |||
(ক) সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি | (খ) Planet 50-50 | (গ) এমডিজি অ্যাওয়ার্ড-২০১০ | (ঘ) জাতিসংঘ শান্তি পুরস্কার |
Explanation: শিশু মৃত্যুর হার কমানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমডিজি এওয়ার্ড লাভ করেন। শিশুমৃত্যুর হার রোধ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের অন্যতম উদ্দেশ্য ছিল। | |||
64 . বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত? | |||
(ক) ৩৫ বছর | (খ) ২৫ বছর | (গ) ২০ বছর | (ঘ) ৩০ বছর |
Explanation: বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যুনতম বয়স ২৫ বছর ও রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স ৩৫ বছর। | |||
65 . প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? | |||
(ক) প্রধানমন্ত্রী | (খ) রাষ্ট্রপতি | (গ) মন্ত্রী | (ঘ) সচিব |
Explanation: প্রজাতন্ত্রের সকল নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর কতৃত্বে হয়। | |||
66 . মুজিবনগর সরকার কখন গঠিত হয়? | |||
(ক) ১২ ই এপ্রিল ১৯৭১ | (খ) ১০ ই এপ্রিল ১৯৭১ | (গ) ১৪ ই এপ্রিল ১৯৭১ | (ঘ) ১৭ ই এপ্রিল ১৯৭১ |
Explanation: ১০ এপ্রিল ১৯৭১ মুজিব নগর সরকার গঠিত হয়, এবং শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল। | |||
67 . বাংলাদেশের ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ আছে? | |||
(ক) ১৭২,০০০ কোটি টাকা | (খ) ১৭৩,০০০ কোটি টাকা | (গ) ১৭০,০০০ কোটি টাকা | (ঘ) ১৭১,০০০ কোটি টাকা |
Explanation: বাংলাদেশের ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য কত বরাদ্দ ছিল ১,৭৩ হাজার কোটি টাকা। | |||
68 . প্রতাপ আদিত্য কে ছিলেন? | |||
(ক) বাংলার বারাে ভূঁইয়াদের একজন | (খ) রাজপুত রাজা | (গ) বাংলার শাসক | (ঘ) মােগল সেনাপতি |
Explanation: যশোরের রাজা প্রতাপাদিত্য একজন পরাক্রমশালী বারো ভুঁইয়া শাসক ছিলেন | |||
69 . মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা? | |||
(ক) আমজাদ হােসেন | (খ) হুমায়ূন আহমেদ | (গ) শওকত ওসমান | (ঘ) সৈয়দ শামসুল হক |
Explanation: আগুনের পরশমনি হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র | |||
70 . বাংলাদেশের জিডিপিতে (GDP) কৃষি খাতের (ফসল, বন, প্রাণিসম্পদ, মৎস্যসহ) অবদান কত শতাংশ? | |||
(ক) ১৪.৭৯ শতাংশ | (খ) ১৬ শতাংশ | (গ) ১২ শতাংশ | (ঘ) ১৮ শতাংশ |
Explanation: আপডেট তথ্যঃ ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৩৫ শতাংশ | |||
71 . মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ড গঠিত হয় কোন সেক্টর নিয়ে? | |||
(ক) ১০ নং সেক্টর | (খ) ১১ নং সেক্টর | (গ) ৮ নং সেক্টর | (ঘ) ৯ নং সেক্টর |
Explanation: মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টরের ১০ নম্বর ছিল নৌ সেক্টর। এখানে কোন স্থায়ী কমান্ডার ছিল না। | |||
72 . স্বাধীনতা পদক প্রাপ্ত ব্যক্তিত্ব হলেন – | |||
(ক) সতীন সরকার | (খ) সৈয়দ আলী আহসান | (গ) সৈয়দ শামসুল হক | (ঘ) শামসুর রাহমান |
Explanation: যতীন সরকার ২০১০ সালে, সৈয়দ শামসুল হক ২০০০ সালে, শামসুর রাহমান ১৯৯১ সালে ও সৈয়দ আলী আহসান ১৯৮৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। সুতরাং উত্তর যথার্থ নয় | |||
73 . বাংলাদেশের ২০১৮-১৯ অর্থ বছরে বাজেটে জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার কত? | |||
(ক) ৭.৮০ শতাংশ | (খ) ৮.০০ শতাংশ | (গ) ৭.২৮ শতাংশ | (ঘ) ৭.৬৫ শতাংশ |
Explanation: আপডেট তথ্যঃ ২০২০-২১) বাংলাদেশে মোট দেশজ উৎপাদনের (জিডিপি অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক ৪৭ শতাংশ। | |||
74 . কোন বিদেশি পত্রিকা বঙ্গবন্ধুকে ‘রাজনীতির কবি’ (Poet of Politics) উপাধি দিয়েছিলেন? | |||
(ক) নিউজ উইকস | (খ) ইকোনমিস্ট | (গ) টাইম | (ঘ) গার্ডিয়ান |
Explanation: নিউজ উইকস পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি উপাধি দেয় ১৯৭১ সালে। | |||
75 . বাংলাদেশের সংবিধানে মােট কয়টি তফসিল আছে? | |||
(ক) ৭ টি | (খ) ৮ টি | (গ) ৫ টি | (ঘ) ৬ টি |
Explanation: সংবিধানের তফসিল ৭ টি। ১৫ তম সংশোধনের ফলে ৪ থেকে আরো তিনটি যুক্ত হয়ে সাতটি সংশোধনী হয়েছে। | |||
76 . নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করার বিষয়টি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? | |||
(ক) অনুচ্ছেদ ২৩ | (খ) অনুচ্ছেদ ২৩ | (গ) অনুচ্ছেদ ২১ | (ঘ) অনুচ্ছেদ ২২ |
Explanation: অনুচ্ছেদ ২২ এ নির্বাহী বিভাগ থেকে স্বাধীন পৃথক বিচার বিভাগের কথা বলা হয়েছে। যা ২০০৭ সালে বাস্তবায়ন হয়। | |||
77 . বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে? | |||
(ক) ১৯১১ | (খ) ১৯১২ | (গ) ১৯০৮ | (ঘ) ১৯০৯ |
Explanation: বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে এবং বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ সালে। | |||
78 . বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে? | |||
(ক) রাষ্ট্রপতি | (খ) জাতীয় সংসদ | (গ) প্রধানমন্ত্রী | (ঘ) স্পিকার |
Explanation: মহামান্য রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন | |||
79 . জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক কে? | |||
(ক) আমজাদ হােসেন | (খ) আলমগীর | (গ) জহির রায়হান | (ঘ) সুভাষ দত্ত |
Explanation: জীবন থেকে নেয়া জহির রায়হানের চলচিত্র। | |||
80 . ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? | |||
(ক) মন্টেনেগরাে | (খ) লিথুয়ানিয়া | (গ) আলবেনিয়া | (ঘ) ক্রোয়েশিয়া |
Explanation: ন্যাটো একটি সম্মিলিত প্রতিরক্ষা গোষ্ঠী। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। ন্যাটোর বর্তমান সদস্য -দেশের সংখ্যা ৩০। সর্বশেষ যোগ দেয় উত্তর মেসিডোনিয়া ২৭/০৩/২০২০ তারিখে। প্রশ্নের সাল অনুযায়ী উত্তর হবে মন্টিনেগ্রো | |||
a. | b. | c. | d. |
81. বাইজেনটাইন (Byzantine) সাম্রাজ্যের রাজধানী ছিল কোন নগরী? | |||
(ক) প্যারিস | (খ) ভিয়েনা | (গ) লিসবন | (ঘ) কনস্টান্টিনােপল |
Explanation: “বাইজেন্টাইন সাম্রাজ্য অথবা বাইজান্টিয়াম শব্দটি চতুর্থ শতাব্দী থেকে মধ্যযুগীয় গ্রিকভাষী রোমানদের দ্বারা পরিচালিত সাম্রাজ্যের সাধারণ নাম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই সুবিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল রাজধানী কন্সটান্টিনোপলকে কেন্দ্র করে।” | |||
82. ন্যাশনাল লীগ ফর ডেমােক্রেসি কোন দেশের রাজনৈতিক দল? | |||
(ক) মালয়েশিয়া | (খ) মিয়ানমার | (গ) ভারত | (ঘ) থাইল্যান্ড |
Explanation: ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি মায়ানমারের অং সাং সুচীর রাজনৈতিক দল। | |||
83. কোন দেশের জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট? | |||
(ক) চীন | (খ) সিঙ্গাপুর | (গ) ব্রুনাই | (ঘ) মিয়ানমার |
Explanation: মিয়ানমারের আইনসভার নিম্নকক্ষের নাম পিথু হুততাও ও উচ্চকক্ষের নাম অ্যামিয়োথা হুততাও। চীন, সিঙ্গাপুর ও ব্রুনাই- এর আইনসভা এককক্ষ বিশিষ্ট। | |||
84. যুক্তরাষ্ট্রে রপ্তানি বাণিজ্যের বৃহত্তম বাজার কোথায়? | |||
(ক) ইইউ | (খ) ভারত | (গ) কানাডা | (ঘ) চীন |
Explanation: ইউরোপীয় ইউনিয়ন রপ্তানি বাণিজ্যের বৃহত্তর বাজার | |||
85. ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকটি সিঙ্গাপুরের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? | |||
(ক) ইস্টানা আইল্যান্ড | (খ) সেনার আইল্যান্ড | (গ) ম্যারিনা বে | (ঘ) সেন্তোষা |
Explanation: ১২ জুন ২০১৮ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হয় সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপে। | |||
86. মেসােপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? | |||
(ক) হোয়াংহাে নদীর তীরে | (খ) ইয়াংসিকিয়াং নদীর তীরে | (গ) নীলনদের তীরে | (ঘ) ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে |
Explanation: টাইগ্রিস ও ইউফ্রেটিস বা দজলা ও ফোরাত নদীর দুপাশে মেসোপোটেমিয়ান সভ্যতা গড়ে উঠেছিল | |||
87. সমুদ্রতীরে কোনটির প্রাচুর্য থাকে? | |||
(ক) নাইট্রোজেন (Nitrogen) | (খ) হাইড্রোজেন (Hydrogen) | (গ) অক্সিজেন (Oxygen) | (ঘ) ওজোন (Hydrogen) |
Explanation: বাতাসে নাইট্রোজেন ৭৮% ও অক্সিজেন ২০.৭১ % থাকে। সুতরাং সবখানেই নাইট্রোজেন অধিক থাকবে। | |||
88. মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল? | |||
(ক) পূর্বএশিয়া | (খ) মধ্য আমেরিকা | (গ) মধ্য প্রাচ্য | (ঘ) পূর্বআফ্রিকা |
Explanation: মায়া সভ্যতা মধ্য আমেরিকায় মেক্সিকোতে অবস্থিত ছিল। | |||
89. ১৯৪৫ সালে প্রতিষ্ঠাকালীন সময়ে জাতিসংঘের মােট কতটি সদস্য রাষ্ট্র ছিল? | |||
(ক) ৫০ | (খ) ৫১ | (গ) ৪৮ | (ঘ) ৪৯ |
Explanation: সানফ্রান্সিসকো সম্মেলনে উপস্থিত ৫০ টি রাষ্ট্রের প্রতিনিধিরা ২৬ জুন ১৯৪৫ সনদটি স্বাক্ষর করেন। পোল্যান্ড যুদ্ধে ব্যস্ত থাকার জন্য উক্ত সম্মেলনে উপস্থিত না থেকে পরে ১৫ অক্টোবর ১৯৪৫ সনদে স্বাক্ষর করে এবং ৫১ তম প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। | |||
90. ২০১৮ সালে অনুষ্ঠিত জি-সেভেন শীর্ষ সম্মেলনের পর যৌথ ঘােষণার স্বাক্ষর প্রদানে কোন দেশ বিরত ছিল? | |||
(ক) যুক্তরাষ্ট্র | (খ) ফ্রান্স | (গ) জার্মানি | (ঘ) ইতালি |
Explanation: ৮-৯ জুন ২০১৮ কানাডার কুইবেকে অনুষ্ঠিত জি-৭ এর ৪৪ তম সম্মেলনের পর গৃহীত যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানে যুক্তরাষ্ট্র বিরত ছিল। | |||
91. বিখ্যাত ‘ওয়াশিংটন কনসেনসাস’ (Washington Consensus) কোন বিষয়ের সঙ্গে জড়িত? | |||
(ক) আন্তর্জাতিক অভিবাসন নীতি | (খ) নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন | (গ) অস্ত্র নিয়ন্ত্রণ | (ঘ) আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন |
Explanation: অর্থনীতিবিদ জন উইলিয়ামসন ১৯৯৩ সালে বিশ্বব্যাংকের বাণিজ্য উদার করা , অন্তর্মুখী বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক-শৃঙ্খলা , দক্ষ সরকারি ব্যয়ের অগ্রাধিকার , কর সংস্কার , ফিন্যানসিয়াল উদারীকরণ ,প্রতিযোগিতামূলক বিনিময় হার, বেসরকারি খাতে হস্তান্তরকরণ নিয়ন্ত্রণ শিথিল করা এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করা ইত্যাদী বুঝাতে ওয়াশিংটন কনসেনসাস শব্দটি ব্যবহার করেন | |||
92. ফকেটিং (Folketing) কোন দেশের আইন সভা? | |||
(ক) ডেনমার্ক | (খ) বেলজিয়াম | (গ) নরওয়ে | (ঘ) ফিনল্যান্ড |
Explanation: স্ক্যানডিনেভিয়ান অঞ্চলের দেশ ডেনমার্কের আইনসভা ফকেটিং (Folketing)। | |||
93. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি? | |||
(ক) .জলবায়ু উষ্ণতা প্রতিরােধ তহবিল গড়ি | (খ) প্লাস্টিক (plastic) দূষণকে পরাজিত করি | (গ) সবুজ বিশ্ব গড়ে তুলি | (ঘ) জলবায়ু উষ্ণতাকে রুখে দেই |
Explanation: ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল প্লাস্টিক দূষণকে পরাজিত করি। | |||
94. আধুনিক রাষ্ট্রব্যবস্থা উদ্ভবের সময়কাল কোনটি? | |||
(ক) গ্রাচীন গ্রিস সময়কাল | (খ) প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তীকাল | (গ) ১৬০০-১৮০০ সাল | (ঘ) প্রাচীন রােম শাসনকাল |
Explanation; ১৬৪৮ সালে ত্রিশ বছর যুদ্ধ শেষে জার্মানিে ওয়েস্টফিলিয়াতে আধুনিক সার্বভৌম রাষ্ট্রের ধারণার জন্ম হয়। বর্তমান রাষ্ট্র গুলোও ওয়েস্টফিলিয়া নীতি অনুসারে চলছে। | |||
95. ৯২ বছর বয়সি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মােহাম্মদ- এর রাজনৈতিক জোট হচ্ছে? | |||
(ক) ইউএমএনও | (খ) বারিসান ন্যাশনাল | (গ) পাটি পেরিকান | (ঘ) পাকাতান-হারুপান |
Explanation: ৯২ বছর বয়সি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মােহাম্মদ- এর রাজনৈতিক জোট পাকাতান হারুপান। দীর্ঘ রাজনৈতিক বিরতি শেষে দূর্ণীতি মুক্ত সরকার গঠনে মাহাথির মোহাম্মদ নতুন জোট করেছিলেন। | |||
96. সর্বপ্রথম কোথায় ওপেক এর সদর দফতর স্থাপিত হয়? | |||
(ক) জেনেভা | (খ) ভিয়েনা | (গ) জেদ্দা | (ঘ) বাগদাদ |
Explanation: Organization of the Petroleum Exporting Countries ( OPEC) ১৯৬০ সালে গঠিত হয়। সদরদপ্তর ছিল জেনেভা সুইজারল্যান্ড। ১৯৬৫ সালে ভিয়েনাতে সদরদপ্তর করা হয়। | |||
97. Cozy Bar একটি কী? | |||
(ক) চুক্তি | (খ) হ্যাকার গ্রুপ | (গ) বিনােদন কেন্দ্র | (ঘ) নদী |
Explanation: Cozy Bear একটি রুশ হ্যাকার গ্রুপ। প্রতিষ্ঠা ২০০৮ সালে। | |||
98. জিরােসাম গেম (Zero-Sum Game) আন্তর্জাতিক সম্পর্কে কোন তত্ত্বের সঙ্গে সংশ্লিষ্ট? | |||
(ক) বাস্তববাদ | (খ) মার্ক্সবাদ | (গ) গঠনবাদ | (ঘ) উদারবাদ |
Explanation: জিরো সাম গেমে একজনের অর্জন বা লাভ, অন্য জনের হারানো বা লোকসানের সমান। অর্থাৎ একজনের অর্জন থেকে অন্যজনের বর্জন বাদ দিলে সব সময় ফলাফল শূন্য হয়। এটি উদারবাদের একটি নীতি। | |||
99. কোন সালে হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন? | |||
(ক) ১৯৩৩ | (খ) ১৯৩৪ | (গ) ১৯৩১ | (ঘ) ১৯৩২ |
Explanation: হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন। | |||
100. সাম্প্রতিক কাতার সংকটের সময় কোন দেশটি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই? | |||
(ক) বাহরাইন | (খ) সংযুক্ত আরব আমিরাত | (গ) মিশর | (ঘ) কুয়েত |
Explanation: ৫ জুন ২০১৭ কাতারের সাথে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, মিসর , ইয়েমেন, লিবিয়া কর্তৃক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে মধ্যপ্রাচ্যে যে নতুন রাজনৈতিক সংকটের শুরু হয় সেখানে কুয়েত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নাই। |
পরবর্তী পর্বঃ ৪০তম বিসিএস