১১তম বিসিএস প্রশ্ন ও সমাধান (11th BCS Complete MCQ Question and Best Solution Treasure)

বিসিএস প্রস্তুতি যদি পরিকল্পিতভাবে ঠিকঠাক করা যায়, তাহলে হাজার হাজার প্রার্থীর মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করে নিজেকে এগিয়ে রাখা সম্ভব। যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে হলে বেশি বেশি এমসিকিউ সলভ করার বিকল্প কিছু নেই। প্রশ্নব্যাংক এইজন্য সমাধান করতে বলা হয় যাতে প্রশ্নের ধরন সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়৷ এছাড়াও প্রশ্নব্যাংক সমাধান করতে যেয়ে দেখবেন একই তথ্য থেকেই ঘুরেফিরে প্রশ্ন করছে। কিংবা একই টপিক থেকে একাধিক বছর প্রশ্ন এসেছে। সেজন্য দরকার প্রশ্ন সলভ করার সময় সেই প্রশ্ন সম্পর্কিত টপিক পড়ে ফেলা। নিচে ১১তম বিসিএস এর সব প্রশ্নোত্তর দেওয়া হল।

1. ‘চাচা’ কাহিনীর লেখক কে?
সৈয়দ সামসুল হক
শওকত ওসমান
সৈয়দ মুজতবা আলী
ফররুখ আহমদ
Correct answer is : সৈয়দ মুজতবা আলী

2. বেগম রোকেয়ার রচনা কোনটি?
ভাষা ও সাহিত্য
লালসালু
আয়না
অবরোধবাসিনী
Correct answer is : অবরোধবাসিনী

3. বৈরাগ্য সাধনে —–সে আমার নয় । শূণ্যস্থান পূরণ করুন
মুক্তি
আনন্দ
আশ্বাস
বিশ্বাস
Correct answer is : মুক্তি

4. বাংলার গীতিকবিতায় ভোরের পাখি কে?
প্যারিচাঁদ মিত্র
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
বিহারীলাল চক্রবর্তী
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Correct answer is : বিহারীলাল চক্রবর্তী

5. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা –
মোঃ বরকতউল্লাহ
মুহম্মদ আব্দুল হাই
মাওলানা আকরাম খাঁ
মুহম্মদ শহীদুল্লাহ
Correct answer is : মাওলানা আকরাম খাঁ

6. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা –
আতাউর রহমান খান
আবুল মনসুর আহমদ
ড. মুহম্মদ শহীদুল্লাহ
মুহম্মদ আব্দুল হাই
Correct answer is : আবুল মনসুর আহমদ

7. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক –
ভারতচন্দ্র রায়
দৌলত কাজী
সৈয়দ হামজা
আব্দুল হাকিম
Correct answer is : দৌলত কাজী

8. রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক –
তারাশংকর
শরৎচন্দ্র
বঙ্গিমচন্দ্র
নজরুল ইসলাম
Correct answer is : শরৎচন্দ্র

9. ১ মিটার কত ইঞ্চির সমান
৩৯.৪৭ইঞ্চি
৩৭.৩৯ ইঞ্চি
৩৯.৩৭ ইঞ্চি
৩৭.৪৯ ইঞ্চি
Correct answer is : ৩৯.৩৭ ইঞ্চি

10. চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় । ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য কত ?
৭৫০ টাকা
৭৫ টাকা
৭০০ টাকা
৭২০ টাকা
Correct answer is : ৭২০ টাকা

11. ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম ?
২৫.৫ টাকা
২৫.৯৩ টাকা
৪০ টাকা
২৭ টাকা
Correct answer is : ২৫.৯৩ টাকা

12. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২ । যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ –
১৪ লিটার
১০ লিটার
৬ লিটার
৪ লিটার
Correct answer is : ৪ লিটার

13. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ । দৈর্ঘ্য ৪৮ মিটার হলে; ক্ষেত্রটির পরিসীমা কত ?
৬৪ মিটার
১৪৪ মিটার
১২৮ মিটার
৯৬ মিটার
Correct answer is : ১২৮ মিটার

14. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী ?
বেরিং
পক
ফ্লোরিডা
জিব্রাল্টার
Correct answer is : বেরিং

15. ১৯, ৩৩, ৫১, ৭৩ – পরবর্তী সংখ্যাটি কত ?
৮৫
৯৮
৯৯
১২১
Correct answer is : ৯৯

16. ১০ টি সংখ্যার যোগফল ৪৬২, প্রথম ৪ টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮, পঞ্চম সংখ্যাটি কত ?
৬৪
৬০
৫০
৬২
Correct answer is : ৬৪

17. ২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় ?
২০°
২২.৫°
২৩°
২৩.৫ °
Correct answer is : ২২.৫°

18. একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো ।এ দলের কতজন কট আউট হলো ?
২ জন
৩ জন
৪ জন
৫ জন
Correct answer is : ৩ জন

19. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো-
শাজিমাটি
চুনাপাথর
জিপসাম
বালি
Correct answer is : বালি

20. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে মি এ-
৫ কি মি
১০ কি মি
২৭ কি মি
১০ নিউটন
Correct answer is : ১০ নিউটন

21. ক ঘন্টায় ১০ কি.মি এবং খ ঘন্টা ১৫ কি.মি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো ।ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল । রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি ?
১৫ কি.মি
২৫ কি.মি
২০ কি.মি
২৮ কি.মি
Correct answer is : ১৫ কি.মি

22. একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে । এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ও সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় ।শব্দের গতি প্রতি সেকেন্ডে ১,১০০ ফুট । লক্ষ্য বস্তুর দূরত্ব কত ?
১৮৭৫ ফুট
১৯৭৫ ফুট
১৯২৫ ফুট
২০১৫ ফুট
Correct answer is : ১৯২৫ ফুট

23. সমুদ্র স্রোতের অন্যতম কারণ –
সমুদ্রের ঘূর্ণিঝড়
বায়ু প্রবাহের প্রভাব
সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
Correct answer is : বায়ু প্রবাহের প্রভাব

24. রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো –
লেন্সের কাজ করে
আতশী কাচের কাজ করে
দর্পনের কাজ করে
প্রিজমের কাজ করে
Correct answer is : প্রিজমের কাজ করে

25. কাজ করার সামর্থ্যকে বলে –
শক্তি
ক্ষমতা
কাজ
বল
Correct answer is : শক্তি

26. ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ এতে –
লোহাকে টেস্পারিং করা হয়েছে
সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে
বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
Correct answer is : সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে

27. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
২৫ জোড়া
২৬ জোড়া
২৩ জোড়া
২৪জোড়া
Correct answer is : ২৩ জোড়া

28. ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে –
কীটপতঙ্গের সাহায্যে
ফুলে ফুলে সংস্পর্শে
বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে
Correct answer is : বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে

29. ইউরিয়া সারের কাঁচামাল
অপরিশোধিত তেল
মিথেন গ্যাস
এমোনিয়া
ক্লিংকার
Correct answer is : মিথেন গ্যাস

30. সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্তমান রয়েছে তা হেলো –
ইরি ১
ইরি ৮
ইরি ৩
ইরি ২০
Correct answer is : ইরি ৮

31. বৈদ্যুৎতিক পাখা ধীরে ধীরে ধুরলে বিদ্যুৎ খরচ-
কম হয়
খুব কম হয়
একই হয়
বেশী হয়
Correct answer is : একই হয়

32. বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
সালফার
কার্বন
মিথেন
নিয়ন
Correct answer is : মিথেন

33. সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে –
ক্যাপাসিটর
জেনারেটর
ষ্টোরেজ ব্যাটারি
ট্রান্সফরমার
Correct answer is : ষ্টোরেজ ব্যাটারি

34. মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে –
ওয়েভ গাইডের মধ্য দিয়ে
খোলামেলা জায়গায় মধ্য দিয়ে সরলরেখায়
বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে
ভূমি ও আয়োনোস্ফোয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে
Correct answer is : ওয়েভ গাইডের মধ্য দিয়ে

35. কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয় –
যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
তথ্য দেওয়া ও তথ্য নেয়ার অংশবিশেষ
এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল
কম্পিউটার তৈরির নক্সা
Correct answer is : এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল

36. মৌলিক পর্দাথের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয় –
অণু
পরমাণু
ইলেকট্রন
প্রোটেন
Correct answer is : পরমাণু

37. He has been ill – Friday last.
from
on
in
since
Correct answer is : since

38. ‘Out and out’ means :
Not at all
Brave
Thoroughly
Whole heartedly
Correct answer is : Thoroughly

39. What is the verb of the word ‘ability’?
enable
ably
able
ableness
Correct answer is : enable

40. May Allah help you. What kind of sentence is this ?
Assertive
Imperative
Operative
Exclamatory
Correct answer is : Operative

All About 11th BCS Question with Answer

41. A rolling stone gathers no moss. what rolling’ is ?
Gerund
Participle
Verbal noun
Adjective
Correct answer is : Participle

42. Which is the noun of the word beautiful ?
Beautify
Beauty
Beautifully
Beautious
Correct answer is : Beauty

43. Hold water means –
keep water
Store
Bear examination
Drink water
Correct answer is : Bear examination

44. “Justice delayed is justice denied” was stated by_
Disraeli
Gladstone
Emerson
Shakespeare
Correct answer is : Gladstone

45. Who is poet of the Victorian age ?
Mathew Arnold
Helen keller
Shakespeare
Robert Browning
Correct answer is : Robert Browning

46. Who is the author of `For Whom the Bell Tolls’ ?
Lord Tennison
Homer
Charles Dickens
Ernest Hemingway
Correct answer is : Ernest Hemingway

47. ‘শিষ্টাচার’ – এর সমার্থক শব্দ কোনটি ?
সদাচার
নিষ্ঠা
সংযম
সততা
Correct answer is : সদাচার

48. সংশয় – এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
বিস্ময়
নির্ভর
দ্বিধা
প্রত্যয়
Correct answer is : প্রত্যয়

49. ‘সূর্য’ – এর প্রতিশব্দ
সধাংশু
শশাংক
আদিত্য
বিধু
Correct answer is : আদিত্য

50. সমাস ভাষাকে কী করে?
সংক্ষেপ করে
বিস্তৃত করে
অর্থপূর্ণ করে
অর্থের রূপান্তর করে
Correct answer is : সংক্ষেপ করে

Get here 11th BCS Question with Answer

51. বিভক্তি যুক্ত শব্দ বা ধাতুকে বলে —
শব্দ
কারক
পদ
ক্রিয়াপদ
Correct answer is : পদ

52. কোনটি শুদ্ধ বাক্য ?
একটি গোপন কথা বলি
একটা গোপনীয় কথা বলি
একটি গুপ্ত কথা করি
একটি গোপন কথা বলি
Correct answer is : একটা গোপনীয় কথা বলি

53 ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন –
ক্ষমাপ্রার্থী
ক্ষমার্হ
ক্ষ্যমাপ্রদ
ক্ষমা
Correct answer is : ক্ষমার্হ

54. কোনটি শুদ্ধ ?
সৌজন্যতা
সৌজন্নতা
সৌজন্য
সৌজন্ন
Correct answer is : সৌজন্য

55. ‘অর্ধচন্দ্র’ এর অর্থ –
অমাবস্যা
গলাধাক্কা দেওয়া
কাস্তে
দ্বিতীয়
Correct answer is : গলাধাক্কা দেওয়া

56. প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কী ?
মালদ্ধীপ
সদ্ধীপ
হাতিয়া
বরিশাল
Correct answer is : বরিশাল

57. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
৩:২
৬:৪
৪:৫
৫:৩
Correct answer is : ৬:৪

58. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন –
শায়েস্তা খাঁ
নওয়াব সলিমুল্লাহ
মির্জা আহমেদ জান
মির্জা গোলাম পীর
Correct answer is : মির্জা আহমেদ জান

59. বি.কে. এস. পি হলো –
একটি কিশোর ফুটবল টিমের নাম
একটি সংবাদ সংস্থার নাম
একটি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম
একটি ক্রিয়া ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম
Correct answer is : একটি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম

60. ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো –
ঔষধ শিল্পের দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা
অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
ঔষধ শিল্পের দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া
বিদেশি শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহার বাধ্য করা
Correct answer is : অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা

It’s 11th BCS Question with Answer

61. কোনে জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী ?
রংপুর
ফরিদপুর
রাজশাহী
যশোর
Correct answer is : যশোর

62. বাসস একটি –
খবরের কাগজের নাম
একটি প্রেস ক্লাবের নাম
একটি সংবাদ সংস্থার নাম
একটি বিদেশি কোম্পানির নাম
Correct answer is : একটি সংবাদ সংস্থার নাম

63. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
ভাওয়াল ও মধুপুরের বনভূমি
পার্বত্য চট্টগ্রামের বনভূমি
সিলেটের বনভূমি
খুলনা, বরিশাল ও পটুয়াখালির বনভূমি
Correct answer is : ভাওয়াল ও মধুপুরের বনভূমি

64. বাংলাদেশের বৃহত্তর নদী কোনটি ?
যমুনা
পদ্মা
ব্রক্ষপুত্র
মেঘনা
Correct answer is : মেঘনা

65. হরিপুর তেলক্ষেত্র আবিষ্কার হয় –
১৯৮৫ সালে
১৯৮৬ সালে
১৯৮৭ সালে
১৯৮৪ সালে
Correct answer is : ১৯৮৬ সালে

66. মিশুকের স্থপতি কে ?
মোস্তফা মনোয়ারা
শামীম সিকদার
হামিদুজ্জামান খান
মঈনুল হোসেন
Correct answer is : হামিদুজ্জামান খান

67. বাংলাদেশের কোন জেলার বেশি পাট উৎপন্ন হয় ?
রংপুর
ময়মনসিংহ
ফরিদপুর
টাংগাইল
Correct answer is : ফরিদপুর

68. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?
গঙ্গা
ব্রক্ষ্মপুত্র
করতোয়া
মহানন্দা
Correct answer is : করতোয়া

69. মা ও মণি হলো –
একটি উপন্যাসের নাম
একটি গরিব মা ও মেয়ের গল্প কাহিনী
একটি ক্রিয়া প্রতিযোগিতার নাম
একটি প্রসাধনী শিল্পের নাম
Correct answer is : একটি ক্রিয়া প্রতিযোগিতার নাম

70. চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নিমার্ণের প্রধান উদ্দেশ্য –
ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করে
ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
বাংলাদেশ-চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করে
Correct answer is : দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করে

Let’s 11th BCS Question with Answer

71. বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত ?
২ কোটি একর
২ কোটি ৫০ লক্ষ একর
২ কোটি ৪০ লক্ষ একর
২ কোটি ২৫ লক্ষ একর
Correct answer is : ২ কোটি ৪০ লক্ষ একর

72. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত ?
২২৫ নটিক্যাল মাইল
২০০ নটিক্যাল মাইল
২৫০ নটিক্যাল মাইল
১০০ নটিক্যাল মাইল
Correct answer is : ২০০ নটিক্যাল মাইল

73. এডেন কোন দেশের সমুদ্রবন্দর ?
ওমান
কাতার
ইয়েমেন
ইরাক
Correct answer is : ইয়েমেন

74. ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় ?
বার্লিন
জুরিখ
বার্সোলনা
ব্রাসেলস
Correct answer is : বার্সোলনা

75. জাপানের পার্লামেন্টের নাম –
নেসেট
পিনাসাস
ডায়েট
শুরা
Correct answer is : ডায়েট

76. ওডার-নীস নদী –
পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
পশ্চিম জার্মানি ও চেকোশ্লোভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক
পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
পূ জার্মানি ও চেকোশ্লোভাকিয়ার মধ্যসীমা নির্ধারন
Correct answer is : পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক

77. পবিত্র ভূমি কোনটিকে বলা হয় ?
জেদ্দা
জেরুজালেম
প্যালেষ্টাইন
তাইফ
Correct answer is : জেরুজালেম

78. ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে –
অল্প সুদে
বিনা সুদে
স্বাভাবিক সুদে
অতি সামন্য সুদে
Correct answer is : বিনা সুদে

79. সাউথ কমিশনের চেয়ারম্যান –
মুগাবে
জুলিয়াস নায়ারে
সুহার্তো
ক্যাষ্ট্রো
Correct answer is : জুলিয়াস নায়ারে

80. আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?
জেনেভায়
ওয়াশিংটনে
ভিয়েনায়
ব্রাসেলসে
Correct answer is : ভিয়েনায়

Here I posted 11th BCS Question with Answer

81. আন্তর্জাতিক রোটারী সংস্থার প্রতিষ্ঠাতা –
Badel Powel
Paul harris
W.Silson
H.Wilson
Correct answer is : Paul harris

82. এফটা –[AFTA] বলতে বোঝায় –
একটি বিমান সংস্থা
পূর্ব আফ্রিকার একটি সংবাদ সংস্থা
একটি বাণিজ্যিক গোষ্ঠী
একটি সামরিক চুক্তি
Correct answer is : একটি বাণিজ্যিক গোষ্ঠী

83. ‘—— সেপ্টেম্বর বিশ্ব স্বাক্ষরতা দিবস’
৬ ই
৮ ই
৫ ই
১০ ই
Correct answer is : ৮ ই

84. জাতিসংঘ দিবস কোনটি?
১৭ সেপ্টেম্বর
২৪ সেপ্টেম্বর
২৪ অক্টোবর
১৭ অক্টোবর
Correct answer is : ২৪ অক্টোবর

11th BCS Question with Answer is for all

85. নামিবিয়ার রাজধানী –
প্রিটোরিয়া
উইন্ডহুক
করাভু
কোটাভি
Correct answer is : উইন্ডহুক

86. ‘হারারে’- এর পুরাতন নাম –
পেট্রোগ্রাড
ফরমুলা
সলসবেরী
রোডেসিয়া
Correct answer is : সলসবেরী

87. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কবে?
২১ ফেব্রুয়ারি
১৪ ডিসেম্বর
৭ মার্চ
১৬ ডিসেম্বর
Correct answer is : ১৪ ডিসেম্বর

88. a – {a –(a+1)} = কত
a
a+1
a-1
1
Correct answer is : a+1

89. যদি a^3-b^3 = 513 এবং a-b = 3 হয়, তবে ab এর মান কত ?
35
45
54
55
Correct answer is : 54

90. (x+3)(x-3)কে x^2-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
-3
-6
6
3
Correct answer is : -3

91. `syntax’ means –
Supplementary tax
Sentence building
Manner of speech
Synchronizing
Correct answer is : Sentence building

92. What is the synonym of `Incite’ ?
Urge
Permit
Instigate
deceive
Correct answer is : Instigate

93. What is the antonym `Honorary’ ?
Literary
Honorable
Salaried
Official
Correct answer is : Salaried

94. একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি rথেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় । r এর মান কত ?
n/√2-1
n+√2
√2n
√2(n+1)
Correct answer is : n/√2-1

95. Fill in the blanks He has assured me_______safety ?
with
of
for
at
Correct answer is : of

96. Choose the correct sentence –
He was hunged for murder
He has been hunged for murder
He was hanged for murder
He had been hunged for murder
Correct answer is : He was hanged for murder

97. Choose the correct sentence –
The rich is not always happy
Rich is not always happy
The rich is not happy always
The rich are not always happy
Correct answer is : The rich are not always happy

98. কোন শব্দে বিদেশি শব্দ ব্যবহৃত হয়েছে ?
নিখুঁত
আনমনা
অবহেলা
নিমরাজি
Correct answer is : নিমরাজি

99. মালদ্বীপের মুদ্রার নাম কী ?
পাউন্ড
ডলার
রুপী
রুপাইয়া
Correct answer is : রুপাইয়া

১১তম বিসিএস

Detailed Explanation

1. বৈরাগ্য সাধনে ___ সে আমার নয়। শূন্যস্থান পূরণ করুন।
আনন্দমুক্তিবিশ্বাসআশ্বাস
Explanation : নৈবেদ্য রবীন্দ্রনাথ ঠাকুর বৈরাগ্যসাধনে মুক্তি সে আমার নয়। অসংখ্যবন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ। এই বসুধার মৃত্তিকার পাত্রখানি ভরি বারম্বার তোমার অমৃত ঢালি দিবে অবিরত নানাবর্ণগন্ধময়। প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ বর্তিকায় জ্বালায়ে তুলিবে আলো তোমারি শিখায় তোমার মন্দির মাঝে। ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন সে নহে আমার। যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে তোমার আনন্দ রবে তার মাঝখানে। মোহ মোর মুক্তিরূপে উঠিবে জ্বলিয়া প্রেম মোর ভক্তিরূপে রহিবে ফলিয়া।
রবীন্দ্রনাথের পাতা কাব্যগ্রন্থের অন্তর্গত লাইনটা।
2. সমাস ভাষাকে ___
সংক্ষিপ্ত করেবিস্তৃত করেভাষারূপ ক্ষুন্ন করেঅর্থবােধক করে
Explanation : বাংলা ভাষায় ব্যবহৃত অর্থসম্বন্ধযুক্ত একাধিক পদের একটি পদে পরিণত হওয়ার প্রক্রিয়াকে সমাস বলে। বাংলা ভাষায় যে সকল প্রক্রিয়ায় নতুন পদ বা শব্দ তৈরি হয় সমাস তার একটি। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। যেমন: দোয়াত ও কলম দোয়াতকলম, পীত অম্বর যার = পীতাম্বর (শ্রীকৃষ্ণ)। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটিকে বলে সমস্ত পদ। যেমন: এখানে দোয়াতকলম, পীতাম্বর হলো সমস্ত পদ। সমস্ত পদ কতগুলো পদের মিলিত রূপ, এই প্রতিটি পদকে বলে সমস্যমান পদ। সমস্ত পদকে বিস্তৃত করে যে বাক্যাংশ পাওয়া যায় তাকে বলে সমাসবাক্য ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য। সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম-অস(ধাতু) অ সমাসের উদ্দেশ্য অল্পকথায় অধিক ভাব প্রকাশ করা একটা বিরাট শব্দগুচ্ছকে সমাসের মাধ্যমে সংক্ষেপণ করা যায়। তবে সাহিত্যিক প্রয়োজনেই সংস্কৃত ভাষায় সমাসের আবির্ভাব হয়েছিল বলে মনে করা হয়। কারণ সাহিতামূলক কর্মে সমাসের ব্যবহার একে আরও আকর্ষণীয় করে তোলে।
3. ‘সূর্য’ এর প্রতিশব্দ
সুধাংশুশশাঙ্কবিধুআদিত্য
Explanation : সূর্যের সমার্থক শব্দ গুলি হলো রবি, আদিত্য, অর্ক, ভানু, প্রভাবকর মিহির, তপন, পুষা, সবিতা, অরুণ, চিত্রাভানু অর্থমা, ভাস্কর দিবাকর, বিবস্বান তপন, দিনমণি, হরিদশ্ব, দিননাথ, কিরণমালী, বিভাবসু, ময়ূখমালী, বিভাবসু বিভাকর মার্তণ্ড, বালার্ক, অংশুমালী, হরিদশ্ব, দিনেশ ঊষাপতি, দিবাবসু
4. ‘অর্ধচন্দ্র’-এর অর্থ
গলাধাক্কা দেয়াঅমাবস্যাদ্বিতীয়তকাস্তে
Explanation : অর্ধচন্দ্র= অর্ধেক চন্দ্ৰ বা চাঁদ। বাগধারাটার অর্থ গলা ধাক্কা”। নিশ্চয়ই খেয়াল করেছেন। আমরা যখন কাউকে গলা ধাক্কা দেই তখন আমাদের হাতটা তখন অর্ধেক চাঁদের মত দেখায়। সেখান থেকেই অর্ধচন্দ্র শব্দের উৎপত্তি।
5. কোনটি শুদ্ধ?
সৌজন্নতাসৌজন্যতাসৌজনতাসৌজন্য
Explanation : সৌজন্য- [বিশেষ্য পদ] ভদ্রতা, অমায়িকতা শিষ্ট ব্যবহার।
6. বেগম রােকেয়ার রচনা কোনটি?
ভাষা ও সাহিত্যআয়নালালসালুঅবরােধবাসিনী
Explanation : অবরোধ বাসিনী ভারতবর্ষের অগ্রণী নারীবাদী লেখিকা রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত একটি গ্রন্থ। বেগম রোকেয়ার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি হিসেবে বিবেচিত গ্রন্থটি ১৯৩১ সালে প্রকাশিত হয়। এতে তৎকালীন ভারতবর্ষীয় নারীদের বিশেষ করে মুসলমান ঘরের নারীদের সমাজের অবরোধপ্রথার জন্য যে অসুবিধায় পড়তে হত তা বর্ণিত হয়েছে।
“মতিচুর – “সুলতানার স্বপ্ন – Sultana’s dream’ তার রচনা।প্রথম প্রকাশিত ছোট গল্প পিপাসা
7. বাংলা গীতিকবিতায় ‘ভােরের পাখি’ কে?
বিহারীলাল চক্রবর্তীপ্যারীচাঁদ মিত্রঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরশরৎচন্দ্র চট্টোপাধ্যায়
Explanation : বিহারীলাল চক্রবর্তী (২১ মে, ১৮৩৫ (২৪ মে, ১৮৯৪) বাংলা ভাষার কবি। বাংলা সাহিত্যের প্রথম গীতি কবি হিসেবে তিনি সুপরিচিত। রবীন্দ্রনাথ তাকে বাঙলা গীতি কাব্য ধারার ভোরের পাখি’ বলে আখ্যায়িত করেন। তার সব কাব্যই বিশুদ্ধ গীতিকাব্য। মনোবীণার নিভৃত ঝংকারে তার কাব্যের সৃষ্টি। বাঙালি কবি মানসের বহির্মুখী দৃষ্টিকে অন্তর্মুখী করার ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য। অতি অল্পকালের ভিতরে তিনি বাংলা কবিতার প্রচলিত ধারার পরিবর্তন ঘটিয়ে নিবিড় অনুভূতি প্রকাশের মাধ্যমে গীতিকবিতার ধারা চালু করেন। এ বিষয়ে তিনি সংস্কৃত ও ইংরেজি সাহিত্যের মাধ্যমে গভীরভাবে প্রভাবিত হন। বিহারীলাল তার কবিতায় ভাবের আধিক্যকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। প্রকৃতি ও প্রেম, সংগীতের উপস্থিতি সহজ-সরল ভাষা বিহারীলালের কবিতাকে দিয়েছে আলাদাধারার বৈশিষ্ট্য।
8. কোনটি শুদ্ধ বাক্য?
একটা গােপনীয় কথা বলিএকটি গােপন কথা বলিএকটা গােপন কথা বলিএকটি গুপ্ত কথা বলি
Explanation : শুদ্ধ বাক্য”একটা গোপনীয় কথা বলি”
9. ‘সংশয়’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
নির্ভয়বিস্ময়প্রত্যয়দ্বিধা
Explanation : প্রত্যয় – [বিশেষ্য পদ| নিশ্চয়তা, প্রতীতি, বিশ্বাস (ব্যকরণ) শব্দ বা ধাতুর উত্তর জায়মান বিভক্তি; ধাতু বা প্রাতিপদিকের উত্তর যা বিহিত হয় (কৃৎ ও তদ্ধিত প্রত্যয়)
10. ‘শিষ্টাচার’ এর সমার্থক শব্দ কোনটি?
নিষ্ঠাসদাচারসততাসংযম
Explanation : শিষ্টাচার এর সমার্থক শব্দ সদাচার।
সংযম এর সমার্থক শব্দগুলো হলো নিয়ম নিয়ন্ত্রণ, নিগ্রহ দমন, নিয়মন, রোধ নিরোধ, ব্রত।শিষ্টাচার/আদর/ভদ্রতা/সৌজন্য– যে নামেই ডাকি এটি একজন মানুষের বড় গুণ। সামাজিক জীবনে এই গুণের চর্চা অন্য প্রাণী হতে মানুষের স্বাতন্ত্র্য নির্দেশ করে। একটি দেশ কতটা সভ্য সেটির পরিমাপক হিসেবে সেই দেশের মানুষের সৌজন্যবোধ-কে বিবেচনা করা হয়। ভদ্র ব্যবহারে অন্যের হৃদয় জয় করা যায়, অনাকাঙ্ক্ষিত ঝগড়া এড়ানো যায় এবং পারিপার্শ্বিক সবার সাথে সম্পর্ক সৌহার্দপূর্ণ হয়ে উঠে।
11. ‘ক্ষমার যােগ্য’-এর বাক্য সংকোচন
ক্ষমার্হক্ষমাপ্রার্থীকেক্ষমাক্ষমাপ্রদ
Explanation : বাক্য সংকোচন: যার অনুরাগ দূর হয়েছে – বীতরাগ। যার পূর্ব জন্মের কথা স্মরণ থাকে- জাতিস্মর। যে নারী নিজে বর বরণ করে নেয় – স্বয়ংবরা। যে ব্যক্তি দ্বার রক্ষার জন্য নিযুক্ত দারোয়ান। যে সন্তান পিতার মৃত্যুর পরে জন্মে মরণোত্তরজাতক। যে আলোতে কুমুদ ফোটে – কৌমুদী। ক্ষমার যোগ্য ক্ষমাই। বাঘের চামড়া-কৃত্তি।
12. _ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। শূন্যস্থান পূরণ করুন।
১০
Explanation : ৮সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। শূন্যস্থান পূরণ করুন।
13. ‘মােস্তফা চরিত’ গ্রন্থের রচয়িতা
মুহম্মদ আবদুল হাইমােহাম্মদ বরকতুল্লাহড. মুহম্মদ শহীদুল্লাহ্মওলানা আকরম খাঁ
Explanation : ১৯৩৬ সালের অক্টোবর মাসে মওলানা আকরম দৈনিক আজাদ পত্রিকা প্রকাশ শুরু করেন। সেই সময় এটি একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। মুসলিম লীগের সমর্থন যোগাতে এই বাংলা পত্রিকাটি সেই সময় বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে পত্রিকার বহু পুরনো সংখ্যা সংরক্ষিত আছে। সাহিত্য কর্ম সমস্যা ও সমাধান [এই গ্রন্থে লেখকের ইসলামে নারীর মর্যাদা, সুদ সমস্যা চিত্র (ছবি তোলা) সমস্যা, সঙ্গীত সমস্যা এই চারটি প্রবন্ধ সংকলিত হয়) আমপারার বাংলা অনুবাদ মোস্তফা চরিত (বর্তমানে খোশরোজ কিতাব মহল হতে প্রকাশিত) মোস্তফা-চরিতের বৈশিষ্ট্য বাইবেলের নির্দেশ ও প্রচলিত খ্রীষ্টান ধর্ম মোছলেম বঙ্গের সামাজিক ইতিহাস (ঐতিহ্য হতে প্রকাশিত) তাফসীরুল কোরআন(১-৫ খণ্ড) (খোশরোজ কিতাব মহল হতে প্রকাশিত) মুক্তি ও ইসলাম|
14. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচয়িতা
মুহম্মদ আবদুল হাইড. মুহম্মদ শহীদুল্লাহ্আবুল মনসুর আহমদআতাউর রহমান
Explanation : আবুল মনসুর আহমেদ একজন শক্তিমান লেখক ছিলেন। তিনি ব্যঙ্গাত্মক রচনায় বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন। আয়না ও ফুড কনফারেন্স গল্পগ্রন্থদ্বয়ে তিনি মুসলিম সমাজের গোঁড়ামি, ধর্মান্ধতা, ভণ্ডামিসহ নানা কুসংস্কারের ব্যঙ্গ করেছেন তীক্ষ্ণ দৃষ্টিভঙ্গির মাধ্যমে। গ্রন্থসমূহ ব্যঙ্গরচনা আয়না (১৯৩৬-১৯৩৭) ফুড কনফারেন্স (১৯৪৪) গালিভারের সফরনামা স্মৃতিকথা আত্মকথা (১৯৭৮, আত্মজীবনী) আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯) শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু (১৯৭২) অন্যান্য রচনা সত্য মিথ্যা (১৯৫৩) জীবনক্ষুধা (১৯৫৫) আবে হায়াত (১৯৬৪) হুযুর কেবলা (১৯৩৫) বাংলাদেশের কালচার (১৯৬৬) বাংলা একাডেমি সম্প্রতি আবুল মনসুর আহমদ রচনাসমগ্র নিয়ে তিন খণ্ড প্রকাশনা করেছে। আরও তিন খণ্ড প্রকাশিতব্য রয়েছে ( জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সম্পাদনায় ও কবি ও গবেষক ইমরান মাহফুজের সহযোগিতায়।
15. পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক
ভারতচন্দ্র রায়কাজী দৌলতসৈয়দ হামজাআবদুল হাকিম
Explanation : ফকির গরীবুল্লাহ (আনু. ১৬৮০-১৭৭০) এদেশের অষ্টাদশ শতাব্দীর একজন সাহিত্যিক। ফকির গরীবুল্লাহ হুগলি জেলার (তখনকার বর্ধমান এর অংশ) বালিয়া পরগনার হাফিজপুর গ্রামের অধিবাসী। গরীবুল্লাহ সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায় না। তাঁর পিতার নাম শাহ্ দুন্দীর (সাহা দুন্দি)। তথ্যের অভাবে গরীবুল্লাহ এর সময় নির্ধারন করা দুরূহ। সাহিত্যকর্ম তাঁর রচনা কোনগুলো তা নিয়েও মতবিরোধ আছে। তবে আমির হামজা প্রথম পর্ব তাঁর রচনা। ফকির গরীবুল্লাহ-এর ইউসুফ-জোলেখা নামে একটি কাব্যগ্রন্থ আছে। মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন কাব্যটি ১৭৬৫ সালের পর রচিত। ঐতিহাসিকরা বলেন আঠারো শতকের মধ্যভাগে ফকির গরীবুল্লাহ কয়েকটি পুঁথি রচনা করেন। সেগুলো হচ্ছে ইউসুফ জোলেখা, আমির হামজা, সোনাভান ও সতয়পীরের পুথি। মৃত্যু: তাঁর মৃত্যুর কোনো সঠিক সাল বা তারিখ পাওয়া যায় না।
16. ‘চাচা কাহিনীর’ লেখক
সৈয়দ শামসুল হকসৈয়দ মুজতবা আলীশওকত ওসমানফররুখ আহমদ
Explanation : শান্তিনিকেতনে পড়ার সময় সেখানের বিশ্বভারতী নামের হস্তলিখিত ম্যাগাজিনে মুজতবা আলী লিখতেন। পরবর্তীতে তিনি সত্যপীর, ওমর খৈয়াম’, ‘টেকচাঁদ’, ‘প্রিয়দর্শী প্রভৃতি ছদ্মনামে বিভিন্ন পত্রিকায়, যেমন: দেশ আনন্দবাজার, বসুমতী, সত্যযুগ, মোহাম্মদী প্রভৃতিতে কলাম লিখেন। তাঁর বহু দেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে লিখেছেন ভ্রমণলিপি। এছাড়াও লিখেছেন ছোটগল্প উপন্যাস, রম্যরচনা।তাঁর রচিত বইয়ের সংখ্যা ৩০। প্রকাশনা উপন্যাস অবিশ্বাস্য (১৯৫৪) শবনম (১৯৬০) শহর ইয়ার (১৯৬৯) ভ্রমণকাহিনী দেশে বিদেশে (১৯৪৯) (কাবুল শহরের কাহিনী নিয়ে। লেখা।। জলে ডাঙ্গায় (১৯৬০) ছোটগল্প চাচা কাহিনী (১৯৫২) চুনি মেম(১৯৬৪) পঞ্চতন্ত্র (১৯৫২) ময়ূরকণ্ঠী (১৯৫৭)
সৈয়দ ওয়ালীউল্লাহর উল্লেখযোগ্য উপন্যাস লালসালু (১৯৪৮) শওকত ওসমানের উপন্যাস ক্রীতদাসের হাসি ১৯৬২
17. শব্দ ও ধাতুকে বলে—
শব্দকারকপদক্রিয়াপদ
Explanation : বিভক্তিযুক্ত শব্দকেই পদ বলে। পদের প্রকারভেদ। পদ প্রধানত ২ প্রকার সব্যয় পদ ও অব্যয় পদ। সবায় পদ আবার ৪ প্রকার- বিশেষ্য, বিশেষণ, সর্বনাম ও ক্রিয়া।
18. ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক
বঙ্কিমচন্দ্রশরৎচন্দ্রতারাশংকরনজরুল ইসলাম
Explanation : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ ১৬ জানুয়ারি ১৯৩৮) ছিলেন একজন বাঙালি লেখক ঔপন্যাসিক ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩) পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩), দ্যু (১৯১৮), গৃহদাহ (১৯২০) পথের দারী (১৯২৬), পরিণীতা (১৯১৪), শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি অপরাজেয় কথাশিল্পী নামে খাতে।
19. What is the synonym of ‘Incite’?
InstigatePermitUrgeDeceive
Explanation : Incite এবং instigate অর্থ উৎসাহ দেওয়া
20. What is the antonym of ‘Honorary’?
LiteraryHonourableSalariedOfficial
Explanation : Honorary অর্থাৎ অবৈতনিক। Salaried বলতে বেতনপ্রাপ্ত কাউকে বোঝায়।
21. What is the verb of the word ‘Ability’?
AblenessEnableAblyAble
Explanation : Ability noun টির verb enable
22. Who is the poet of the ‘Victorian Age’?
Helen KellerMatthew ArnoldShakespareRobert Browning
Explanation : 1837-1901 Victorian Era নামে পরিচিত। Robert Browning এ সময়ের কবি
23. Who is the author of ‘For Whom the Bell Tolls’?
Charles DickensHomerLord TennisonErnest Hemingway
Explanation : For whom the bell tolls উপন্যাসের রচয়ীতা Ernest Hemingway
24. Fill in the blank: ‘He has assured me ___ safety.’
withofforat
Explanation : Assure of বলতে কোনো কিছু দেওয়ার প্রতিজ্ঞা দেওয়া বোঝায়।
25. ‘May Allah help you.’ — what kind of sentence is this?
OptativeImperativeAssertiveExclamatory
Explanation : আশা, ইচ্ছা, দোয়া ইত্যাদি Optative sentence
26. A rolling stone gathers no moss. What is ‘rolling’?
GerundParticipleAdjectiveVerbal Noun
Explanation : এখানে rolling, stone noun টির সম্পর্কে জানাচ্ছে।
27. He has been ill ___ Friday last. Fill in the blank.
sinceinfromon
Explanation : Since কোনো একটি specific সময় থেকে এখন পর্যন্ত বোঝায়।
28. Which is the noun of the word ‘Beautiful’?
BeautifulBeautyBeautifullyBeauteous
Explanation : Beautiful adjective টির noun beauty
29. ‘Hold water’ means
Keep waterStore waterBear examinationDrink water
Explanation : Hold water বলতে পরীক্ষা বা খারাপ সময় সহ্য করে যাওয়া বোঝায়।
30. ‘Out and out’ means
Not at allThoroughlyTo be lastMan of outside
Explanation : Out and out বলতে শুরু থেকে শেষ পর্যন্ত বোঝায়
31. Choose the correct sentence.
Rich is not always happyThe rich is not always happyThe rich is not happy alwaysThe rich are not always happy
Explanation : The rich বলতে পৃথিবীর সকল ধনী ব্যাক্তিকে বোঝায়।
32. Choose the correct sentence.
He had been hunged for murderHe was been hunged for murderHe was hanged for murderHe was hunged of murder
Explanation : Hanged অর্থাৎ ফাসি হওয়া। এখানে তৃতীয় অপশনটি সবদিক থেকে সঠিক
33. Syntax means
Supplementary taxSentence buildingManner of speechSynchronizing act
Explanation : বাক্য তৈরি করার নিয়মকে Syntax বলে
34. ‘Justice delayed is justice denied’ was stated by
DisraeliEmersonGladstoneShakespeare
Explanation : উক্তিটি William Ewart Gladstone এর।
35. চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়।
৭৫০ টাকা৭০০ টাকা৭২০ টাকা৭৫ টাকা
Explanation : ১ কুইন্টাল চালের বর্তমান দাম = (৬০০০*১২)/১০০ = ৭২০ টাকা
36. একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ৪৮ মিটার হলে, ক্ষেত্রটির পরিসীমা কত?
১২৮ মিটার১৪৪ মিটার৬৪ মিটার৯৬ মিটার
Explanation : দৈর্ঘ্য = ৪৮; প্রস্থ = ৪৮ : ৩ = ১৬ : পরিসীমা = ২ (৪৮+১৬) = ১২৮।
37. ক ঘণ্টায় ১০ কি.মি. এবং খ ঘণ্টায় ১৫ কি.মি. বেগে একই সময় একইস্থান থেকে রাজশাহীর পথে রওনা হয়ে ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল। রওনা স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি.?
১২০ কি.মি.২৫ কি.মি.১৫ কি.মি.২৮ কি.মি.
Explanation : ধরি, রাজশাহীর দূরত্ব = x কি মি
অতএব, ক এর সময় লাগে x/ ১০ ঘন্টা = ৬x মিনিট
খ এর সময় লাগে x/১৫ ঘন্টা = ৪x মিনিট
প্রশ্নমতে, ৬x-৩০=৪x
বা, ২x =৩০
বা, x=৩০/২
বা, x= ১৫
অতএব, দূরত্ব ১৫ কি.মি.
38. ১৯, ৩৩, ৫১, ৭৩–। পরবর্তী সংখ্যাটি কত?
৮৫১২১৯৯৯৮
Explanation : এইখানে প্রতি পদের পার্থক্য হচ্ছে যথাক্রমে ১৪, ১৮, ২২, ২৬ এইভাবে বাড়তে থাকবে সুতরাং উত্তর হবে ৭৩+২৬=৯৯
39. একটি ক্রিকেট দলের যতজন স্টাম্প আউট হলাে তার দেড়গুণ কট আউট হলাে এবং মােট | উইকেটের অর্ধেক বােল্ড আউট হলাে। এই দলের কতজন কট আউট হলাে?
৪ জন৩ জন২ জন৫ জন
Explanation : উইকেটের অর্ধেক ১০/২= ৫
.: স্ট্যাম্প আউট x হলে, কট আউট x + ১.৫x = ২.৫ = ৫ .:. x =৫/২.৫ = ২।
40. একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্য ভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্যবস্তুর দূরত্ব কত?
২০২৫ ফুট১৯২৫ ফুট১৯৭৫ ফুট১৮৭৫ ফুট
Explanation : x/১৫৪০ + x/১১০০ = ৩;
বা, ৫x+ ৭x/৭৭০০= ৩
বা, ১২x/৭৭০০= ৩
বা, x = ৩ x ৭৭০০/১২
= ১৯২৫।
41. একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি r থেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয়। r-এর মান কত?
n/√2-1n+√2√2n√2 (n+1)
Explanation : ব্যাসার্ধ r হলে ক্ষেত্রফল m ও ব্যাসার্ধ (r + n) হলে ক্ষেত্রফল π (r + n) । প্রশ্নমতে,
2π r <sup>2</sup> =π(r + n)<sup>2</sup>
বা, 2π <sup>2</sup> = (π +n)<sup>2</sup>
বা,√2π = π+ n
বা, π (√2 – 1) = n
বা,π = n/ (√2 – 1)
42. a – {a – (a +1)} = কত?
a – 11aa +1
Explanation : a –{a -(a + 1)} = a – (a -a -1} = a -(-)= a + 1.
43. একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২। যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ কত?
১৪ লিটার৬ লিটার১০ লিটার৪ লিটার
Explanation : 5x – 2x = 6 বা, 3x = 6. x = 2. পানি 2x = 2*2 = 4
44. [Fig 2] সরল করলে তার মান হবে
২২৫১/২২৫
Explanation : https://drive.google.com/open?id=13vtQoKudq9FF2K6HPtRO9GQMNRaPNQsC
45. ক-এর বেতন খ-এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ-এর বেতন ক-এর বেতন অপেক্ষা কত টাকা কম?
২৭ টাকা২৫.৯৩ টাকা৪০ টাকা২৫.৫০ টাকা
Explanation : ক এর বেতন খ এর ১৩৫%. খ এর বেতন ৩৫/১৩৫ x ১০০% = ২৫.৯৩% কম
46. ১০টি সংখ্যার যােগফল ৪৬২। এদের প্রথম ৪টার গড় ৫২ এবং শেষের ৫টার গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?
৬০৬৪৬২৫০
Explanation : ১ম ৪টির সমষ্টি = 8 x ৫২ = ২০৮
শেষ ৫টির সমষ্টি = ৫ X৩৮ = ১৯০
৯টির সমষ্টি = ৩৯৮
.: ৫ম সংখ্যা = ৪৬২ – ৩৯৮ = ৬৪
47. পাশাপাশি দুটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ২০ ফুট। BC= ৬ ফুট, CF = ৫ ফুট, DE = কত?
১৫ ফুট১২ ফুট২০ ফুট১৮ ফুট
Explanation :
48. যদি 𝑎3a3 – 𝑏3b3= 513 এবং a-b = 3 হয় তবে ab-এর মান কত?
54354555
Explanation : 𝑎3a3 – 𝑏3b3 = (𝑎–𝑏)3(ab)3 + 3ab (a-b)
বা, 513 = 3333 + 3ab.3
বা, 9ab = 513 – 27 = 486
. ab =486/9= 54
49. (x + 3) (x -3) কে 𝑥2x2-6 দিয়ে ভাগ করলে ভাগশেষে কত হবে?
–636-3
Explanation : f(x)=𝑥2x2-9,f(x)=1(𝑥2x2-6)-3
50. ২টা ১৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রী কোণ উৎপন্ন হয়?
২৩°২২.৫°২০°২৩°
Explanation : ঘড়ির সম্পূর্ণ কেন্দ্রে তথা ১২ ঘন্টায় ঘন্টার কাটার কোণের পরিমান ৩৬০ ডিগ্রী, অর্থাৎ প্রত্যেক এক ঘন্টায় ঘন্টার কাটা অগ্রসর হয় ৩৬০/১২ বা ৩০ ডিগ্রী। অতএব ১৫ মিনিটে ঘন্টার কাটা অগ্রসর হবে ৩০/৪ = ৭.৫ ডিগ্রী। এখন, ২ঃ১৫ বাজে ঘন্টার কাটার অবস্থান ২*৩০ + ৭.৫ = ৬৭.৫ ডিগ্রীতে, এবং মিনিটের কাটার অবস্থান ৩*৩০ = ৯০ ডিগ্রীতে। অতএব এদের মধ্যকার পার্থক্য= ৯০-৬৭.৫ = ২২.৫ ডিগ্রী
51. এক মিটার সমান কত ইঞ্চি?
৩৭.৩৯ ইঞ্চি৩৯.৩৭ ইঞ্চি৩৯.৪৭ ইঞ্চি৩৮.৫৫ ইঞ্চি
Explanation : ১ মিটার= ৩৯.৩৭ ইঞ্চি
52. ইউরিয়া সারের কাঁচামাল?
অপরিশােধিত তেলক্রিংকারএমােনিয়ামিথেন গ্যাস
Explanation : বাংলাদেশের বেশির ভাগ সার কারখানাতেই ইউরিয়া সার উৎপন্ন হয়, যেগুলোতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় murder নয়। তাই অ্যামোনিয়া। ইউরিয়া নাইট্রোজেন সার হিসেবে কৃষি কাজে ব্যবহৃত হয়। তরল CO, ও NH3 এর মিশ্রণকে উচ্চচাপে এবং 1 অর্থে hang এর 130°–150°C তাপমাত্রায় উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করা হয়।
53. সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে—
১০ কি. মি.১০ নিউটন২৭ কি. মি.৫ কি. মি.
Explanation : সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে— ১০ নিউটন
54. ধানের ফুলে পরাগ সংযােগ ঘটে
বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়েঅধিক পরিমাণে CO, নির্গত হয়েকীটপতঙ্গের সাহায্যেফুলে ফুলে সংস্পর্শে
Explanation : ধানের ফুলে পরাগ সংযােগ ঘটে হলো বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
55. ইস্পাত সাধারণ লােহা থেকে ভিন্ন। কারণ এতে
লােহাকে টেম্পারিং করা হয়েছে।সুনিয়ন্ত্রিত পরিমাণে কার্বন রয়েছেসব বিজাতীয় পদার্থ বের করা হয়েছে।বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে।
Explanation : ইস্পাত সাধারণ লােহা থেকে ভিন্ন। কারণ এতে সুনিয়ন্ত্রিত পরিমাণে কার্বন রয়েছে
56. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলাে—
নাইট্রোজেন গ্যাসমিথেনহাইড্রোজেন গ্যাসকার্বন মনােক্সাইড
Explanation : প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলাে— মিথেন
57. মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়
পরমাণুইলেকট্রনঅণুপ্রােটন
Explanation : মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলা হয়
58. সমুদ্রস্রোতের অন্যতম কারণ—
বায়ুপ্রবাহের প্রভাবসমুদ্রের পানিতে তাপের পরিচালনাসমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্যসমুদ্রের ঘূর্ণিঝড়
Explanation : সমুদ্রস্রোতের অন্যতম কারণ— বায়ুপ্রবাহের প্রভাব
59. কাজ করার সামর্থ্যকে বলে—
শক্তিক্ষমতাকাজবল
Explanation : কাজ করার সামর্থ্যকে শক্তি বলে
60. রঙধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলি—
লেন্সের কাজ করেআতসী কাচের কাজ করেদর্পণের কাজ করেপ্রিজমের কাজ করে
Explanation : রঙধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলি প্রিজমের কাজ করে
61. কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলাে—
জিপসামবালিসাজি মাটিচুনাপাথর
Explanation : কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলাে— বালি
62. মানুষের ক্রোমােজোমের সংখ্যা কত?
২৪ জোড়া২৬ জোড়া২৩ জোড়া২৫ জোড়া
Explanation : মানুষের ক্রোমােজোমের সংখ্যা ২৩ জোড়া
63. মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযােগাযােগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত, তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে –
ওয়েভ গাইডের মধ্য দিয়েখােলামেলা জায়গার মধ্য দিয়ে সরলরেখায়বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়েভূমি ও আয়নােস্ফিয়ারের মধ্যে প্রতিফলিত হয়ে
Explanation : মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযােগাযােগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত, তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে ওয়েভ গাইডের মধ্য দিয়ে।
64. সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে
ট্রান্সফরমারজেনারেটরস্টোরেজ ব্যাটারিক্যাপাসিটর
Explanation : সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে স্টোরেজ ব্যাটারি থাকে
65. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ
কম হয়বেশি হয়একই হয়খুব কম হয়
Explanation : বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয়
66. কম্পিউটারের সফটওয়্যার বলতে বােঝানাে হয়—
এর প্রােগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশলযে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকেতথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষকম্পিউটারে তৈরির নকশা
Explanation : কম্পিউটার সফটওয়্যার বলতে বোঝায় এর প্রােগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল এবং হার্ডওয়্যার বলতে বোঝায় কম্পিউতারের যান্ত্রিক বিষয়াদি।
67. বাংলাদেশে মােট আবাদযােগ্য জমির পরিমাণ প্রায় কত?
২ কোটি একর২ কোটি ৫০ লক্ষ একর২ কোটি ৪০ লক্ষ একর২ কোটি ২৫ লক্ষ একর
Explanation : বিবিএস প্রকাশিত কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ত ২০১৭ অনুযায়ী বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৮৫.৭৭ লক্ষ হেক্টর অথবা ২ কোটি ১১ লক্ষ একর। দেশের মোট সেচকৃত জমির পরিমাণ ৭৪.৪৮ লক্ষ হেক্টর।
68. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
গঙ্গাব্রহ্মপুত্রকরতােয়ামহানন্দা
Explanation : বাংলার প্রাচীনতম জনপদ হলো বগুড়া জেলায় অবস্থিত মহাস্থানগড়, যা একসময় মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী ছিল। তখন এর নাম ছিল পুণ্ড্রনগর।
69. কোন জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযােগী?
রংপুরফরিদপুররাজশাহীযশাের
Explanation : কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০১৯ অনুসারে বর্তমানে তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ। পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর। আম উৎপাদনে শীর্ষ তে জেলা রাজশাহী। তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া
70. চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য—
ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করাবাংলাদেশ ও চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করাঢাকা-আরিচা রােডে যানবাহন চলাচলের চাপ কমানাে।দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহনব্যবস্থা উন্নত করা
Explanation : এটি বুড়িগঙ্গা নদীর উপর ঢাকার পোস্তগোলা নামক স্থানে নির্মিত হয়েছে। এটিই প্রথম বুড়িগঙ্গা সেতু। সেতুর দৈর্ঘ্য ৭৮০ মিটার। তবে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু নির্মিত হয় ঢাকার বাবুবাজারে এবং এ সেতুর মাধ্যমে কেরানীগঞ্জের সাথে সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। এ সেতুর দৈর্ঘ্য ৭২৫ মিটার।
71. বাসস একটি
খবরের কাগজের নামএকটি প্রেসক্লাবের নাম।একটি সংবাদ সংস্থার নামএকটি বিদেশি কোম্পানির নাম
Explanation : ‘বাংলাদেশ সংবাদ সংস্থা’ (বাসস) বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থা। এটি ঢাকার পল্টনে অবস্থিত।
72. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়—
২৬শে মার্চ২১শে ফেব্রুয়ারি১৬ই ডিসেম্বর১৪ই ডিসেম্বর
Explanation : বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালিদের বিজয় নিশ্চিত দেখে পাকবাহিনী ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর নির্বিচারে বহু বুদ্ধিজীবী হত্যা করে। তাই তাদের স্মরণে ১৪ ডিসেম্বরকে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ হিসেবে পালন করা হয়।
73. বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রায়—
১৩ কোটি পাউন্ড১০.৫ কোটি পাউন্ড৯.৫ কোটি পাউন্ড১৪ কোটি পাউন্ড
Explanation : Note: ২০১৯ সালে বাংলাদেশে চা উৎপাদনের পরিমাণ ২১ কোটি ১৮ লাখ পাউন্ড বা ৯.৬ কোটি কেজি।
74. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?
ভাওয়াল ও মধুপুরের বনভূমি।পার্বত্য চট্টগ্রামের বনভূমিসিলেটের বনভূমিখুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
Explanation : ভাওয়াল ও মধুপুরের বনভূমি গাজীপুর, টাঙ্গাইল ও হলের ৪০১নং ময়মনসিংহ জেলায় অবস্থিত। এ বনে প্রচুর শালগাছ রয়েছে। উল্লেখ্য, অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি চট্টগ্রাম লন হয় ঢাকা রাঙ্গামাটি বনভূমি এবং একক হিসেবে বৃহত্তম সুন্দরবন।
75. হরিপুরে তেল আবিষ্কৃত হয়—
১৯৮৫ সালে১৯৮৬ সালে১৯৮৭ সালে১৯৮৪ সালে
Explanation : বাংলাদেশের পূর্বাঞ্চলের সিলেট শহর থেকে ২৪ কিলোমিটার দূরে গোয়াইনঘাট উপজেলার হরিপুরে বাংলাদেশের প্রধান তেলক্ষেত্রটি অবস্থিত। ১৯৮৬ সালের *২২ ডিসেম্বর হরিপুর গ্যাসক্ষেত্রে খননকৃত সপ্তম কূপে শীর্ষ তেল পাওয়া যায়। উল্লেখ্য, হরিপুরে বাংলাদেশের প্রথম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৫৫ সালে।
76. মিশুকের স্থপতি কে?
মুস্তফা মনােয়ারশামীম সিকদারহামিদুজ্জামান খানমইনুল হােসেন
Explanation : এটি ঢাকার শাহবাগে শিশু পার্কের সামনে অবস্থিত। সাফ গেমসের মাসকট হিসেবে শিল্পী মুস্তফা মনোয়ার মিশুক তৈরি করেন । এটি মূলত হরিণ শাবকের ভাস্কর্য।
77. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কী?
১০ : ৬১১: ৭৯ : ৫১০ ১/২ : ৭ ১/২
Explanation : বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান। জাতীয় পতাকার প্রথম নকশা করেছিলেন শিব নারায়ণ দাস এবং ইউসুফ সালাউদ্দিনকে নিয়ে হাসানুল হক ইনু। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের ৪০১নং কক্ষে। জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০: ৬।
78. বাংলাদেশের কোন জেলায় বেশি পাট উৎপন্ন হয়?
রংপুরময়মনসিংহফরিদপুরটাঙ্গাইল
Explanation : বর্তমানে পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর। ধান, কাঁঠাল ও মাছ উৎপাদনে শীর্ষ জেলা ময়মনসিংহ।
79. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?
২২৫ নটিক্যাল মাইল২০০ নটিক্যাল মাইল২৫০ নটিক্যাল মাইল১০ নটিক্যাল মাইল
Explanation : বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৫১৩৮ কিমি। এর মধ্যে ভারত সংলগ্ন স্থল ও নৌ সীমান্ত এলাকার দৈর্ঘ্য ৪১৫৬ কিলোমিটার এবং মিয়ানমারের সাথে রয়েছে ২৭১ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। অন্যদিকে মোট জলসীমার পরিমাণ ৭১১ কিলোমিটার। সেই সাথে বঙ্গোপসাগর অংশবিত তীরবর্তী দেশ হওয়ায় এ দেশের ভূখণ্ডগত (রাজনৈতিক) সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল (২২.২২ কিমি) এবং ইসমাঈ অর্থনৈতিক সমুদ্রসীমা উপকূল থেকে ২০০ নটিক্যাল ৫৩. আন্তর্জা মাইল (৩৭০.৪০ কিমি) পর্যন্ত বিস্তৃত।
80. বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
যমুনাপদ্মাব্রহ্মপুত্রমেঘনা
Explanation : দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতায় দেশের বৃহত্তম নদী মেঘনা। দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার, ভৈরবের কাছে প্রস্থ ১.৫ কিলোমিটার ও গভীরতা ২৭ মিটার। চাঁদপুরের কাছে প্রস্থ ১৩ কিলোমিটার ও গভীরতা ৩৫ মিটার।
81. ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলাে—
ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করাঅপ্রয়ােজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করাঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়াবিদেশী শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা
Explanation : ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলাে—অপ্রয়ােজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
82. বিকেএসপি হলাে—
একটি কিশাের ফুটবল টিমের নামএকটি সংবাদ সংস্থার নামএকটি ক্রীড়া শিক্ষা সংস্থার নামএকটি ক্রীড়া ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম
Explanation : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ঢাকা শহর থেকে ৪০ কিলোমিটার দূরে সাভারের জিরানীতে অবস্থিত। ১৯৮৬ সালের ১৪ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয় ও নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান’ রাখা হয়।
83. মা ও মণি হলাে—
একটি উপন্যাসের নামএকটি গরিব মা ও মেয়ের গল্পকাহিনীএকটি ক্রীড়া প্রতিযােগিতার নামএকটি প্রসাধন শিল্পের নাম
Explanation : মা ও মনি গোল্ডকাপ (১৪ বছরের নিচে) টুর্নামেন্ট ১৯৯২ সালের ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
84. ‘প্রাচীন চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম
মালদ্বীপহাতিয়াবরিশালসন্দ্বীপ
Explanation : রামপাল তাম্রশাসনে ত্রৈলোক্য চন্দ্রের শাসনাধীন এলাকার দৈর্ঘ্য ভূখণ্ড রূপে চন্দ্রদ্বীপের উল্লেখ রয়েছে। আইন-ই-আকবরী গ্রন্থে বাকলা পরগনা বর্তমান বরিশাল জেলার অন্তর্গত। মধ্যযুগে চন্দ্রদ্বীপ ছিল বর্তমান বরিশাল জেলার বঙ্গোপসাগর অংশবিশেষের মাঝে সীমাবদ্ধ একটি উল্লেখযোগ্য স্থান। (রাজনৈতিক) প্রাচীনকালে বরিশাল চন্দ্রদ্বীপ ও বাকলা ছাড়াও ইসমাইলপুর এবং পোর্টগ্রানডে নামেও পরিচিত ছিল।
85. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর সদর সপ্তর
ভিয়েনাবনজেনেভারােম
Explanation : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা প্রতিষ্ঠিত হয় ২৯ জুলাই ১৯৫৭। এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় ১৪ নভেম্বর ১৯৫৭। এর সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়।
86. জাপানের পার্লামেন্টের নাম
ডায়েটপিনসাসনেসেটসােরা
Explanation : জাপানের পার্লামেন্টের নাম ডায়েট, নেসেট ইসরাইলের পার্লামেন্টের নাম। সৌদি কনসালটেটিভ ৫২ অ্যাসেম্বলি (মজলিস আল শুরা আল সৌদ) হলো সৌদি আরবের এবং কনসালটেটিভ অ্যাসেম্বলি (মজলিশ-আল শুরা) কাতারের পার্লামেন্টের নাম।
87. আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
ফ্লোরিডাপকজিব্রাল্টারবেরিং
Explanation : বেরিং প্রণালী পৃথক করেছে আমেরিকা ও এশিয়া জিব্রাল্টার ও বেরিং মহাদেশকে এবং সংযুক্ত করেছে উপর সাগর ও বেরিং সাগর তথা প্রশান্ত মহাসাগরকে। ফ্লারিডা প্রণালী কিউবাকে ফ্লোরিডা থেকে পৃথক করেছে। পক প্রণালী শ্রীলংকাকে ভারত থেকে পৃথক করেছে। জিব্রাল্টার প্রণালী স্পেনকে (ইউরোপ) মরক্কো (আফ্রিকা) থেকে পৃথক করেছে।
88. সাউথ কমিশনের চেয়ারম্যান
জেনারেল সুহার্তোরবার্ট মুগাবেজুলিয়াস নায়ারেফিডেল ক্যাস্ট্রো
Explanation : বিশ্বের দক্ষিণের ২৮টি দেশ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় সাধনের জন্য ১৯৮৬ সালে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে বৈঠক করে, যা ১৯৮৭ সালে সাউথ কমিশন’ নামে সাংগঠনিক রূপ লাভ করে। তাঞ্জানিয়ার সাবেক প্রেসিডেন্ট জুলিয়াস কে নায়ারে এ কমিশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। বর্তমানে সাউথ কমিশনের পরিবর্তিত রূপ হলো সাউথ সেন্টার, যা আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ৫৪টি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত। এ সংগঠনের বর্তমান চেয়ারপার্সন থাবো
89. ওডারনীস নদী—
পূর্ব জার্মানি ও পােল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক ওয়াচপশ্চিম জার্মানি ও চেকোস্লোভাকিয়ার মধ্যে সীমা নির্ধারকপশ্চিম জার্মানি ও পােল্যান্ডের মধ্যে সীমা নির্ধারকসংযুক্ত জার্মান ও ফ্রান্সের মধ্যে সীমা নির্ধারক
Explanation : ওডারনীস লাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে নিরূপিত সীমারেখা। জার্মানি কর্তৃক জার্মানি-ফ্রান্স ফ্রিকা, এশিয়া, সীমান্তে সুরক্ষিত সীমারেখা সিগফ্রিড লাইন এবং ফ্রান্স কর্তৃক জার্মানি-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা ম্যাজিনো লাইন।
90. জাতিসংঘ দিবস পালিত হয়—
২৪ অক্টোবর২৪ আগস্ট২৪ ডিসেম্বর২৪ নভেম্বর
Explanation : ২৪ অক্টোবর ১৯৪৫ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ যাত্রা শুরু প্রতি বছর দিনটিকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।
91. আফটা (AFTA) বলতে বােঝায়
একটি বাণিজ্যিক গােষ্ঠীপূর্ব আফ্রিকান একটি সংবাদ সংস্থাএকটি বিমান সংস্থাএকটি সামরিক চুক্তি
Explanation : আফটা (AFTA)-এর পূর্ণরূপ হলো ASEAN Free Trade Area ১৯৯২ সালে ২৮ জানুয়ারি সিঙ্গাপুরে এটি স্বাক্ষরিত হয়। মালয়েশিয়া, ছাজ্য থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, প্রশ্নানুস মিয়ানমার ও কম্বোডিয়া-এ দশটি দেশ AFTA-এর সদস্য।
92. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়—
৭ জুলাই৯ মার্চ৫ জুন২১ মে
Explanation : ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। ১৯৭২ জুনে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত পরিবেশের ওপর প্রথম জাতিসংঘ সম্মেলনে পরিবেশ বিষয়ে ব্যাপক আলোচনার সূত্রপাত ঘটে। প্রেক্ষিতে লক্ষ্যে জাতিসংঘের পরিষদের ২৭তম মুসলম প্রতি বছর জুন পরিবেশ দিবস’ পালনের গৃহীত হয়। ১৯৯০ সাল থেকে প্রতি বছর জুন জাতিসংঘভুক্ত দেশগুলোতে দিবসটি পালিত হয়ে আসছে।
93. নামিবিয়ার রাজধানী –
কারাভুউইন্ডহুকপ্রিটোরিয়াকোটাভি
Explanation : প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার (প্রশাসনিক) রাজধানী। নামিবিয়ার রাজধানী উইন্ডহুক। কারাভু ও কোটাভি নামে বিশ্বে কোনো রাজধানী নেই।
94. ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে
স্বাভাবিক সুদেবিনা সুদেঅল্প সুদেঅতি সামান্য সুদে
Explanation : ইসলামী ব্যাংক পরিচালনার কয়েকটি মূলনীতি হলো বিনা সুদে ঋণ প্রদান, মুনাফায় অংশগ্রহণ কর্মসূচি, অংশীদারী বিনিয়োগ, ইক্যুইটি লাইন প্রভৃতি। এটি ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত। ২০ অক্টোবর ১৯৭৫ IsDB-এর কার্যক্রম শুরু হলেও এর লেনদেন শুরু হয় ১৯৭৬ সালের জানুয়ারি মাসে।
95. ‘হারারে’ এর পুরাতন নাম—
সলসবেরীফরমােজাপেট্রোগ্রাডরােডেসিয়া
Explanation : ফরমোজা হলো তাইওয়ানের পুরাতন নাম। উত্তর রোডেসিয়া জাম্বিয়ার এবং দক্ষিণ রোডিসিয়া জিম্বাবুয়ের পুরাতন নাম । পেট্রোগ্রাড লেনিনগ্রাদের পুরাতন নাম।
96. পবিত্রভূমি কোনটিকে বলা হয়?
প্যালেস্টাইনজেরুজালেমজেদ্দাতাইফ
Explanation : প্যালেস্টাইন, জেরুজালেম, জেদ্দা, তায়েফ সবগুলোই মুসলমানদের পবিত্র স্থান। প্যালেস্টাইন ও জেরুজালেম এ দুটো স্থান মুসলমান ও খ্রিস্টানদের জন্য পবিত্র স্থান। কিন্তু মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এ তিন জাতির নিকট জেরুজালেম পবিত্র।
97. মালদ্বীপের মুদ্রার নাম কী?
রূপিডলারপাউন্ডরূপাইয়া
Explanation : ভারত, পাকিস্তান ও নেপালের মুদ্রার নাম রুপী। মালদ্বীপ ও ইন্দোনেশিয়ার মুদ্রার নাম রুপাইয়া। মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, কানাডার মুদ্রার নাম ডলার। যুক্তরাজ্য, লেবানন, সিরিয়া, সুদানের মুদ্রার নাম পাউন্ড।
98. ১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায়?
বার্সেলােনাজুরিখবার্লিনব্রাসেলস
Explanation : বার্সিলোনায় অলিম্পিক অনুষ্ঠিত হয় ১৯৯২ সালে। বার্লিনে অনুষ্ঠিত হয় ১৯৩৬ সালে। জুরিখ ও ব্রাসেলসে কখনও অলিম্পিক অনুষ্ঠিত হয়নি। ২০১৬ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও এবং ২০২০ সালে হওয়ার কথা থাকলেও COVID-19’র জন্য তা ২৩ জুলাই-৮ আগস্ট ২০২১ অনুষ্ঠিত হবে জাপানের টোকিওতে ।
99. আন্তর্জাতিক রােটারি সংস্থার প্রতিষ্ঠাতা
W. WilsonPaul HarisBaden PowelH. Wilson
Explanation : ২৩ ফেব্রুয়ারি ১৯০৫ যুক্তরাষ্ট্রের শিকাগোতে রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা মার্কিন আইনজীবী পল.পি. হ্যারিস।
100. এডেন কোন দেশের সমুদ্র বন্দর?
ইয়েমেনকাতারওমানইরাক
Explanation : এডেন উপসাগরের তীরে অবস্থিত এটি দক্ষিণ ইয়েমেনের একটি পোতাশ্রয়, নৌ ও বিমানঘাঁটি। এটি একটি গুরুত্বপূর্ণ বন্দরও বটে।

পরের পর্বঃ ১২তম বিসিএস

Leave a Comment