বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি (কম্পিউটার ও তথ্য প্রযুক্তি) – New Computer BCS Preparation Hack

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে বিসিএস কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সিলেবাস (bcs computer syllabus) থেকে মোট ১৫ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। বর্তমানে বিসিএস ছাড়াও ব্যাংক নিয়োগ পরীক্ষা,বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির নিয়োগ এবং যে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় “কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি” বিষয়ের পূর্ব প্রস্তুতি নেওয়া খুবই জরুরী। না বুঝে মুখস্থ করে আপনি এ বিষয়ে ভাল করতে পারবেন না। তাই বিসিএস কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি প্রশ্নে ভাল নম্বর তুলতে সুপরকল্পিত প্রস্তুতি নিতে হবে যেন আপনার এ বিষয়ে স্বচ্ছ ধারণা থাকে।

৪৭ তম বিসিএস কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি সিলেবাস ও মানবন্টনঃ

কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি (১৫)

  • কম্পিউটার (১০ নম্বর)
  • তথ্যপ্রযুক্তি (৫ নম্বর)

রেফারেন্স বুকঃ

  • Textbook of 9-10 class-Information Communication & Technology 
  • Higher Secondary ICT (Academic 1st & 2nd standard)
  • George Series-Easy Computers and Information Technology  
  • Radical Computer Guide

সিলেবাস ও মানবন্টনঃ

কম্পিউটারঃ

  • কম্পিউটার পেরিফেরালস- কীবোর্ড, মাউস, ও সিআর ইত্যাদি
  • কম্পিউটারের অঙ্গ সংগঠন- সিপিইউ, হার্ডডিস্ক, এএলইউ ইত্যাদি
  • কম্পিউটারের পারফরমেন্স
  • দৈনন্দিন জীবনে কম্পিউটার- কৃষি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা ইত্যাদি
  • কম্পিউটারের নম্বর ব্যবস্থা
  • অপারেটিং সিস্টেম
  • এমবেডেড কম্পিউটার
  • কম্পিউটারের ইতিহাস
  • কম্পিউটারের প্রকারভেদ
  • কম্পিউটার প্রোগ্রাম- ভাইরাস, ফায়ারওয়াল ইত্যাদি
  • ডেটাবেস সিস্টেম

তথ্যপ্রযুক্তিঃ

  • ই-কমার্স
  • সেলুলার ডাটা নেটওয়ার্ক- থ্রিজি, ফোরজি, টুজি,ওয়াইম্যাক্স ইত্যাদি
  • কম্পিউটার নেটওয়ার্ক- ল্যান, ম্যান, ওয়াইফাই, ওয়াইম্যাক্স ইত্যাদি
  • দৈনন্দিন জীবনে তথ্যপ্রযুক্তি
  • স্মার্টফোন
  • ওয়ার্ল্ডওয়াইড ওয়েব (www)
  • ইন্টারনেট
  • নিত্যপ্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি- ইমেইল, ফ্যাক্স ইত্যাদি
  • ক্লাইন্ট সার্ভার ম্যানেজমেন্ট
  • মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য সমূহ
  • তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ- গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি
  • ক্লাউড কম্পিউটিং
  • সোশ্যাল নেটওয়ার্কিং- ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ইত্যাদি
  • সাইবার অপরাধ

কিছু পরামর্শঃ

👉 প্রথমেই সিলেবাসের টপিক গুলো ৯ম-১০ম শ্রেণির বই থেকে একবার চোখ বুলিয়ে নিন।এতে করে বেসিক বিষয়গুলো সম্পর্কে আপনার একটা ধারণা হবে।

👉 ৩৫-৪৫ বিসিএস পর্যালোচনা করে দেখা গেছে কম্পিউটার নম্বর সিস্টেম,পেরিফে্রালাস , কম্পিউটারের ইতিহাস ও কম্পিউটারের অঙ্গ সংগঠন এই টপিক গুলো থেকে বরাবরই প্রশ্ন হয়ে থাকে। ৪৫ এ কম্পিউটারের নাম্বার ব্যবস্থা এবং কম্পিউটার নেটওয়ার্ক থেকে মোট ৬ টি প্রশ্ন করা হয়ে থাকে। তাই এগুলো আগে পড়ে ফেলুন।

👉 তথ্যপ্রযুক্তি থেকে কম্পিউটার নেটওয়ার্ক খুব বেশি গুরুত্বপূর্ণ একটি টপিক। তাই এটি ভালভাবে পড়ুন।কম্পিউটার নেটওয়ার্ক পড়ার ক্ষেত্রে কম্পিউটারের বিভিন্ন ধরনের নেটওয়ার্কের নাম, ফুল মিনিং, LAN,WAN,MAN,Wimax ইত্যাদির ব্যবহৃত ক্ষেত্র,বিভিন্ন মোবাইল অপারেটিং সিস্টেম ইত্যাদি গুরুত্ব দিয়ে পড়ুন।

👉 বিগত বছরের প্রশ্ন এনালাইসিস করুন। কারণ সিলেবাসের বাইরে থেকেও অনেক প্রশ্ন আসতে পারে।

👉 এছাড়াও পিএসসির নন-ক্যাডার পরীক্ষাসহ অন্যান্য সরকারী চাকরী ও ব্যাংক জব পরীক্ষার কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির প্রশ্ন গুলো ভাল ভাবে পড়তে পারেন।

Leave a Comment