বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি (New English Language and Literature Preparation Hack)

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় ভাল করার অন্যতম হাতিয়ার হল ইংরেজি। বিসিএস প্রিলির পাশাপাশি লিখিত পরীক্ষায়ও ইংরেজি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। অনেকের জন্য ইংরেজি খুবই চ্যালেঞ্জের বিষয়। তাই ৪৭ তম বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি (bcs preparation) নিতে প্রথম থেকেই ইংরেজি ভীতি দূর করতে হবে। ইংরেজি গ্রামারে আপনার ব্যাসিক যত ভাল হবে আপনার পরিশ্রমও তত কম হবে। তবে ইংরেজিতে যারা একটু দুর্বল তারা ভয় না পেয়ে কিছু টেকনিক ফলো করলে সহজেই এই বিষয়ে ভাল করতে পারবেন।

ইংরেজি ভাষা ও সাহিত্য বিসিএস প্রস্তুতি গাইডলাইন (47 BCS Preparation English)

বিসিএস সিলেবাস (bcs syllabus) থেকে দেখা যায় প্রিলি পরীক্ষায় বাংলার মত ইংরেজি ভাষা ও সাহিত্য থেকে ৩৫ নম্বরের প্রশ্ন হয়ে থাকে। তবে এক্ষেত্রে ইংরেজি ব্যাকরণ অংশে ২০ এবং ইংরেজি সাহিত্যের সিলেবাস থেকে ১৫ নম্বরের প্রশ্ন আসে।

১৫টি টেকনিকে বিসিএস প্রিলি পাসের প্রস্তুতি জানতে এখানে ক্লিক করুন।

৪৭ তম বিসিএস ইংরেজি সিলেবাস ও মানবন্টন (47 BCS syllabus)

English Language and Literature (Marks – 35)

  • English Language (Marks – 20)
  • English Literature (Marks – 15)

বিসিএস ইংরেজি রেফারেন্স বুকঃ

For English Language:

  1. English For Competitive Exams- Md. Fzlul Haque
  2. Miracle Applied English Grammar
  3. Applied English Grammar & Composition- P. C. Das
  4. Master English by Jahangir Alam.

এছাড়াও  রয়েছে-

  •  Oxford Advanced English Grammar
  • প্রফেসরস সিরিজের BCS Preliminary English বই
  • S@ifur’s এর BCS English [Synonym & Antonym এবং Analogy এর জন্য]
  • Common Mistakes in English – T. J. Fitikides

For English Literature:

  • An ABC of English literature- Dr. M Mofizar Rahman
  • A HandBook on English  Literature -Sharif Hossain Ahmad Chowdhury
  • Miracle English Literature
  • A Passage to the English Language – S. M. Zakir Hossain

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি ফ্রি প্রস্তুতি ও লাইভ এক্সাম দিতে “হ্যালো বিসিএস” এপ ডাউনলোড করুন।

৪৭ তম বিসিএস প্রিলিমিনারি ইংরেজি ভাষা প্রস্তুতি (47 BCS english preparation)

সিলেবাসঃ

PART- I : Language (20)

A. Parts of Speech: 

  • The Noun (The Determiner, The Gender, The Number) 
  • The Pronoun 
  • The Verb ( The Finite: transitive, intransitive; The Non-finite: participles, infinitives, gerund ; The Linking Verb; The Phrasal Verb; Modals )
  • The Adjective
  • The Adverb 
  • The Preposition
  • The Conjunction

B. Idioms & Phrases

  • Meanings of Phrases
  • Kinds of Phrases
  • Identifying Phrases 

C. Clauses:

  • The Principal Clause
  • The Subordinate Clause ( The Noun Clause, The Adjective Clause,The Adverbial Clause & its types)

D. Corrections:

  • The Tense 
  • The Verb
  • The Preposition 
  • The Determiner 
  • The Gender
  • The Number
  • Subject-Verb Agreement 

E. Sentences & Transformations:

  • The Simple Sentence
  • The Compound Sentence 
  • The Complex Sentence 
  • The Active Voice 
  • The Passive Voice 
  • The Positive Degree 
  • The Comparative Degree 
  • The Superlative Degree 

F. Words: 

  • Meanings 
  • Synonyms 
  • Antonyms 
  • Spellings 
  • Usage of words as various parts of speech 
  • Formation of new words by adding prefixes and suffixes

কিছু পরামর্শঃ


👉 যেহেতু বিসিএস পরীক্ষায় ইংরেজিতে বেশি নম্বর থাকে তাই এই সাব্জেক্টে আপনার দক্ষতা যত বেশি থাকবে আপনি তত বেশি আত্মবিশ্বাসী হতে পারবেন।

👉 ইংরেজিতে ব্যাকরণ থেকে ২০ এবং সাহিত্য থেকে ১৫ নম্বর থাকবে। যেহেতু ইংরেজি সাহিত্যের সিলেবাস অনেক বিশাল এবং আপনার হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে সাহিত্য নিয়ে চিন্তা না করে ব্যাকরণে মনোযোগ দিন যেন আপনি ১৮/২০ টাই কারেক্ট করতে পারেন।

👉 প্রথমেই আপনি বিসিএস এর ইংরেজি সিলেবাসটি (bcs preliminary syllabus) টপিক সহ দেখুন এবং যেকোন একটি ইংরেজি বই বাছাই করুন।তবে যারা ইংরেজিতে খুবই দুর্বল তাদের জন্য পরামর্শ হবে ৯ম-১০ম শ্রেণির Chowdhury & Hossain এই বইটি আগে পড়ুন ।

👉 আপনি বিসিএস এর বিগত বছরের প্রশ্ন ব্যাংক এনালাইসিস করে বের করুন কোন কোন টপিক গুলো বেশি আসে। সেই টপিকগুলো আগে শেষ করুন।

👉 ৩৫-৪৫ বিসিএস পরীক্ষার প্রশ্ন এনালাইসিস করে দেখা গেছে Words, Corrections, Idioms & Phrases, Sentences & Transformation এগুলো থেকে প্রত্যেক বারই প্রশ্ন এসে থাকে।

👉 Parts of speech এর মধ্যে Preposition, Noun & verb এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

👉 প্রত্যেক টপিক পড়া হয়ে গেলে বিসিএস প্রশ্ন ব্যাংক থেকে ওই টপিকে এক্সাম দিন।এভাবে টপিক ধরে ধরে এক্সাম দিয়ে নিজের দুর্বলতা খুঁজে বের করুন।

👉 ব্যাকরণের ব্যতিক্রম নিয়ম গুলো নোট করে বার বার পড়ুন।

👉 ইংরেজি রাইটিং এবং রিডিং এর দক্ষতা বাড়াতে ব্যাকরণ শেখার সাথে সাথে প্রতিদিন ইংরেজি পত্রিকা পড়ুন। ত্রতে আপনি সম সাময়িক বিষয় গুলো নিয়ে ধারণা পাবেন।

👉 সাহিত্য যদি আপনার কাছে একদমই নতুন হয় সেক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন গুলো এনালাইসিস করে আলাদা একটা নোট তৈরি করুন। ত্রতে করে আপনি প্রশ্নের একটি প্যাটার্ন বুঝতে পারবেন। কারণ বিশাল এই সিলেবাস থেকে আপনি এত অল্প সময়ে পড়ে কমন নাও পেতে পারেন। তাই একটু ট্রিক্স খাটিয়ে পড়ুন।

👉 সাহিত্যে কিছু Literary terms আছে। এছাড়া Renaissance, Modern Period ,Quotations এগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়ুন।

👉 William Shakespeare, William Wordsworth, Charles Dickens,John Keats, GB Shaw-এর মতো বিশ্ববিখ্যাত উল্লেখ্যযোগ্য কিছু সাহিত্যিকদের সাহিত্য কর্ম, সময় ও তাদের নাম নোট করে পড়তে পারেন।

Leave a Comment