বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি (সাধারণ বিজ্ঞান) New BCS General Science Preparation Hack

বিসিএস সহ যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রাথমিক বাচাইকৃত ধাপ হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। বিশেষ করে, বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন পূরণে একজন প্রার্থীকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই করতে হয়। আর এ লড়াইয়ে টিকে থাকার অন্যতম হাতিয়ার হল সাধারণ বিজ্ঞান ও কম্পিউটার-তথ্য প্রযুক্তি বিষয়টি। সুপরিকল্পিত ভাবে ৪৭ তম বিসিএস প্রস্তুতি নিলে এই ২টি বিষয়ে খুব সহজে ভাল নম্বর পাওয়ার সম্ভব।

৪৭ তম বিসিএস প্রস্তুতি গাইডলাইন সাধারণ বিজ্ঞান (47 BCS preparation general science)

বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হল সাধারণ বিজ্ঞান। বিসিএস সহ যেকোন পরীক্ষায় General Science থেকে প্রশ্ন হয়ে থাকে। বিসিএস  প্রিলিমিনারি সিলেবাস অনুযায়ী (Bcs General Science Syllabus) সাধারণ বিজ্ঞান বিষয় থেকে মোট ১৫ টি প্রশ্ন হয়ে থাকে।

আপনি সাইন্স বা নন-সাইন্স যেকোন ব্যাকগ্রাউন্ডের হোন না কেন  প্রিলিতে বিসিএস সাধারণ বিজ্ঞান বিষয়ে ভাল করতে আপনাকে কিছু টেকনিক অনুসরণ করতে হবে। পরিকল্পিত ভাবে বিসিএস প্রিপারেশন নিলে খুব সহজে আপনি বিসিএস সাধারণ বিজ্ঞানে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন।  

৪৭ তম বিসিএস সাধারণ বিজ্ঞান সিলেবাস ও মানবন্টনঃ

সাধারণ বিজ্ঞান – নম্বর ১৫

  • ভৌত বিজ্ঞান (নম্বর ৫)
  • জীববিজ্ঞান (নম্বর ৫)
  • আধুনিক বিজ্ঞান (নম্বর ৫)

রেফারেন্স বুকঃ

  • ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বই
  • ওরাকল বিজ্ঞান / কনফিডেন্স সাধারণ বিজ্ঞান

সিলেবাস ও মানবন্টন:

ভৌত বিজ্ঞান (নম্বর ৫)

  • পদার্থের অবস্থা, এটমের গঠন
  • কার্বনের বহুমুখী ব্যবহার
  • এসিড, ক্ষার, লবণ
  • পদার্থের ক্ষয়
  • সাবানের কাজ
  • ভৌত রাশি এবং এর পরিমাপ
  • ভৌত বিজ্ঞানের উন্নয়ন
  • চৌম্বকত্ব
  • তরঙ্গ ও শব্দ
  • তাপ ও তাপগতিবিদ্যা
  • আলোর প্রকৃতি
  • স্থির ও চলতড়িৎ
  • ইলেক্ট্রনিক্স
  • আধুনিক পদার্থ বিজ্ঞান
  • শক্তির উৎস এবং এর প্রয়োগ
  • নবায়নযোগ্য শক্তির উৎস
  • পারমাণবিক শক্তি ও উৎস
  • খনিজ উৎস
  • শক্তির রূপান্তর
  • আলোক যন্ত্রপাতি
  • মৌলিক কণা
  • ধাতব পদার্থ এবং তাদের যৌগ সমূহ
  • অধাতব পদার্থ
  • জারণ-বিজারণ
  • তড়িৎকোষ
  • অজৈবযৌগ
  • জৈবযৌগ
  • তড়িৎ চৌম্বক
  • ট্রান্সফরমার
  • এক্সরে
  • তেজস্ক্রিয়তা

জীববিজ্ঞান (নম্বর ৫)

  • পদার্থের জীববিজ্ঞান বিষয়ক ধর্ম
  • টিস্যু
  • জেনেটিক্স
  • জীববৈচিত্র্য
  • এনিমেল ডাইভার্সিটি
  • অর্গান এবং অর্গানসিস্টেম
  • সালোকসংশ্লেষণ
  • ভাইরাস
  • ব্যাকটেরিয়া
  • জুওলজিক্যাল নমেনক্লেচার
  • বোটানিক্যাল নমেনক্লেচার
  • প্রাণীজগৎ
  • উদ্ভিদ
  • ফুল – ফল
  • রক্ত ও রক্তসঞ্চালন
  • হৃৎপিণ্ড ও হৃদরোগ
  • স্নায়ু ও স্নায়ুরোগ
  • খাদ্য ও পুষ্টি
  • ভিটামিন
  • মাইক্রোবায়োলজি
  • প্লান্ট নিউট্রিশন
  • পরাগায়ন

আধুনিক বিজ্ঞান (নম্বর ৫)

  • পৃথিবী সৃষ্টির ইতিহাস
  • কসমিক রে
  • ব্ল্যাক হোল
  • হিগের কণা
  • বারিমণ্ডল
  • টাইড ও বায়ুমণ্ডল
  • টেকটনিক প্লেট
  • সাইক্লোন ও সুনামি
  • বিবর্তন
  • সামুদ্রিক জীবন
  • মানবদেহ, রোগের কারণ ও প্রতিকার
  • সংক্রামক রোগ
  • রোগজীবাণুর জীবনধারণ
  • মা ও শিশুসাস্থ্য
  • ইম্যুনাইজেশন ও ভ্যাকসিনেশন
  • এইচআইভি ও এইডস
  • টিবিও পোলিও
  • জোয়ার ভাঁটা
  • এপিকালচার
  • সেরিকালচার
  • পিসিকালচার
  • হরটিকালচার
  • ডায়োড ও Transistor
  • আইসি (IC)
  • আপেক্ষিক তত্ত্ব
  • ফোটন কণা ইত্যাদি

কিছু পরামর্শঃ


👉 বিগত বছরের বিসিএস প্রশ্ন এনালাইসিস করলে দেখা যায়, বিসিএস সাধারণ বিজ্ঞান বিষয়ে মানবন্টন তেমন ভাবে ফলো করা হয় না। যেকোনো সময় যেকোনো বিষয় থেকে কম বা বেশি প্রশ্ন চলে আসে। তাই বিজ্ঞান থেকে সব কিছুই ভালো ভাবে পড়তে হবে।

👉 বিজ্ঞানের ক্ষেত্রে অনেক সময় বিগত বছরের প্রশ্ন রিপিট হয়ে থাকে। তাই প্রথমেই বিগত বছরের বিসিএস প্রশ্ন সমাধান ও ব্যাখা সহ ভালো ভাবে পড়বেন।

👉 সিলেবাস ভালো ভাবে এনালাইসিস করে প্রথমে ৯ম-১০ম শ্রেনীর সাধারণ বিজ্ঞান বোর্ড দিয়ে পড়া শুরু করবেন। তারপর একটা ভালো মানের গাইড (ওরাকল / কনফিডেন্স/ এমপিথ্রি) বই ফলো করবেন।
বিজ্ঞান বিষয়টা কড়া নজর দিয়ে পড়বেন। এখানে ১০+ মার্ক সহজেই পেয়ে যাবেন। আর আপনি যদি সাইন্স বিভাগের হয়ে থাকেন তাহলে ১২+ টার্গেট রাখবেন।

👉 ৩৫-৪৫ পর্যন্ত বিসিএস প্রশ্ন এনালাইসিস করলে দেখা যায়,

⇒ পদার্থ বিজ্ঞানের মধ্যে- স্থির ও চল তড়িৎ, শক্তির উৎস ও ব্যবহার, তেজস্ক্রিয়তা, নবায়ন যোগ্য শক্তির উৎস, চৌম্বক, শব্দ ও তরঙ্গ, তাপ ও গতিবিদ্যা, আলোর প্রকৃতি ও আলোক যন্ত্রপাতি, বস্তুর ওজন , স্থিতিস্থাপকতা, শক্তি রুপান্তরের চার্ট এগুলো থেকে বেশ কয়েকবার প্রশ্ন এসেছে।

⇒ রসায়নের মধ্যে- পদার্থের অবস্থা ও এটমের গঠন, ধাতব পদার্থ ও তাদের যৌগ সমুহ,জারন-বিজারন, তড়িৎকোষ, এসিড, ক্ষার ও লবণ, কার্বণের বহুমুখিতা, জৈব যৌগ থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে । তাছাড়া প্রাকৃতিক গ্যাস ও উপাদান, গুরুত্তপুর্ণ কিছু আকরিকের সংকেত এগুলো থেকেও মাঝে মাঝে প্রশ্ন এসেছে।

⇒ জীব বিজ্ঞান এর মধ্যে- খাদ্য ও পুষ্টি ভিটামিন,টিস্যু কোষ, ভাইরাস ও ব্যাক্টেরিয়া, রক্ত, রক্ত সঞ্চালন ও রক্তচাপ, হৃৎপিণ্ড ও হৃৎরোগ, জেনেটিক্স, মাইক্রোবায়োলজি থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে । আর কিছু টপিক আছে যেগুলো থেকে মাঝে মাঝে প্রশ্ন এসেছে। যেমনঃ জীব বৈচিত্র্য, প্রাণীজগত, উদ্ভিত জগত, ফুল, স্নায়ু ও স্নায়ু রোগ।

⇒ আধুনিক বিজ্ঞান এ- বায়ুমণ্ডল, পৃথিবী সৃষ্টির ইতিহাস, জোয়ার ভাটা, রোগের কারন ও প্রতিকার, সংক্রামক রোগ, বিভিন্ন প্রকার কালচার, বিভিন্ন বিজ্ঞানি ও যন্ত্রপাতি, এগুলো টপিক থেকে প্রশ্ন এসেছে বিগত বছরে।

Leave a Comment