বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতি (আন্তর্জাতিক বিষয়াবলী) – New BCS International Relations Preparation Hack

যেকোন চাকরীর পরীক্ষা এমনকি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাতেও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন হয়ে থাকে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় সাধারণ জ্ঞান বলতে মূলত বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীকে বোঝায়। আপনার বিসিএস ক্যাডার স্বপ্ন পূরণে এই ২ টি বিষয়ের গুরুত্ব অনেক। যেহেতু সাধারণ জ্ঞান আয়ত্ত করতে অনেক বেশি মুখস্থ নির্ভর হতে হয় তাই সঠিক পরিকল্পনা ও পূর্বপ্রস্তুতিই পারে আপনার ৪৭ তম বিসিএস প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে।

বৈশ্বিক ইতিহাস ও ভূরাজনীতি

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা এবং ভূরাজনীতি থেকে প্রতি বিসিএসেই ৪ থেকে ৮ নম্বরের প্রশ্ন থাকে। প্রথমেই বিভিন্ন প্রাচীন সভ্যতা ও ক্ষুদ্রজাতীগোষ্ঠী সম্পর্কে জানতে হবে। এই অংশ থেকে একটি প্রশ্ন প্রায়ই আসে। পৃথিবীর বিভিন্ন অঞ্চল পরিচিতি থেকে গুরুত্বপূর্ণ অঞ্চল ও দেশ সম্পর্কে জেনে নিতে হবে। ইতিহাস, বাণিজ্য ও কূটনীতির কারণে বাংলাদেশের সঙ্গে সম্পর্কযুক্ত দেশগুলো সম্পর্কে বিস্তারিত জানা আবশ্যক। যেমন ভারত, চীন, মিয়ানমার ও যুক্তরাষ্ট্র। এ ছাড়া সার্কভুক্ত দেশগুলো, রাশিয়া, ইউক্রেন, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, কোরিয়া উপদ্বীপ, মধ্যপ্রাচ্য এবং বিভিন্ন মহাদেশের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে পড়তে হবে।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সংগঠন

শুধু জাতিসংঘ ও এর অঙ্গসংগঠন থেকেই প্রতিবার ৩ থেকে ৫ নম্বরের প্রশ্ন আসে। জাতিসংঘ প্রতিষ্ঠার ইতিহাস, পরিচিতি, বিভিন্ন পরিষদ, মহাসচিব, শান্তিরক্ষা মিশন, বিশেষায়িত সংস্থা, বাংলাদেশ ও জাতিসংঘ, এলডিসি, এসডিজিসহ অন্য তথ্যগুলো শিখে নিতে হবে। আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কেও বিস্তারিত জানতে হবে। যেমন বিশ্বব্যাংক, আইএমএফ ও বিশ্ব বাণিজ্য সংস্থা। রাজনৈতিক ও আঞ্চলিক সংস্থাগুলোর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন, সার্ক, আসিয়ান, বিমসটেক, ব্রিকস, ওআইসি, কমনওয়েলথ, ন্যাম, আরব লিগ, অ্যামনেস্টি, জিসিসি, জি-২০, জি-৭ এবং ওপেক খুব গুরুত্বপূর্ণ। এসব সংস্থার প্রতিষ্ঠাকাল, সদর দপ্তর, মহাসচিব, সদস্যসংখ্যা, সর্বশেষ সম্মেলন এবং আলোচিত অন্য তথ্যগুলো পড়তে হবে।

আন্তর্জাতিক নিরাপত্তা 

আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক থেকে ২ থেকে ৪ নম্বরের প্রশ্ন থাকে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, স্নায়ুযুদ্ধ এবং ইতিহাসের সব গুরুত্বপূর্ণ যুদ্ধ সম্পর্কে জানতে হবে। ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, শিল্পবিপ্লব, অরেঞ্জ বিপ্লব, চীনের সমাজতান্ত্রিক বিপ্লব, আরব বসন্ত এবং চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে। বিরোধপূর্ণ সীমান্তবর্তী অঞ্চল, বিভিন্ন দেশের গেরিলা সংস্থা ও সামরিক ঘাঁটি সম্পর্কে জেনে রাখা ভালো। বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও সনদ—ম্যাগনাকার্টা, বিল অব রাইটস, ভার্সাই চুক্তি, জেনেভা কনভেনশন, আন্তর্জাতিক মানবাধিকার বিল, অসলো চুক্তি, শেনজেন চুক্তি, অটোয়া চুক্তি, এনপিটি, সিটিবিটি এবং টিকফা সম্পর্কে জানতে হবে। বিভিন্ন সামরিক জোট ও সংস্থা—ন্যাটো, কোয়াড, অকাস, ইন্টারপোল ও অন্যান্য প্রসিদ্ধ জোট সম্পর্কে পড়তে হবে। এ ছাড়া বিশ্বের আলোচিত অপারেশন, গোয়েন্দা সংস্থা এবং বিখ্যাত সীমারেখা সম্পর্কেও জেনে রাখা উচিত। 

পরিবেশ ও কূটনীতি

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি থেকে তিন-চারটি প্রশ্ন থাকতে পারে। বর্তমান সময়ে পরিবেশদূষণ ও জলবায়ু কূটনীতি অন্যতম আলোচিত বিষয়। তাই পরিবেশসংক্রান্ত সব তথ্য ভালোভাবে পড়তে হবে। গ্রিনহাউস গ্যাস, ওজোনস্তর, সবুজ জলবায়ু তহবিল ও পরিবেশবিষয়ক আন্তর্জাতিক দিবস সম্পর্কে জানতে হবে। পরিবেশবিষয়ক বিভিন্ন সংস্থা—গ্রিনপিস, আইপিসিসি, ইউএনএফসিসি, আইউসিএন, জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এবং বিশ্ব আবহাওয়া সংস্থা সম্পর্কে জেনে নিতে হবে। পরিবেশবিষয়ক চুক্তি ও সনদ—কিয়োটো প্রটোকল, মন্ট্রিল প্রটোকল, কার্টাগেনা প্রটোকল, ভিয়েনা কনভেনশন, রামসার কনভেনশন, আন্তর্জাতিক সমুদ্র আইন এবং পরিবেশবিষয়ক জাতিসংঘের বিভিন্ন সম্মেলন সম্পর্কেও জেনে রাখা উচিত।

অন্যান্য

আন্তর্জাতিক সম্পর্কের কিছু গুরুত্বপূর্ণ ধারণা, বিভিন্ন দেশের আইনসভা, ভৌগোলিক উপনাম, জাতীয় প্রতীক, উপনিবেশ, রাজধানী ও মুদ্রা, সংবাদপত্র ও সংবাদ সংস্থা, বিমানবন্দর, সমুদ্রবন্দর, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবন, বিখ্যাত গ্রন্থ, পুরস্কার ও সম্মাননা, বিখ্যাত উক্তি এবং বিভিন্ন স্থানের বর্তমান ও পূর্ববর্তী নাম সম্পর্কে জেনে নেওয়া উচিত। পরীক্ষায় এসব বিষয় থেকেও কিছু প্রশ্ন আসতে পারে।

কিছু পরামর্শঃ


👉 প্রথমেই বিগত সালের বিসিএস প্রশ্নব্যাংক সামাধান করবেন এতে করে আপনি সামগ্রিক একটা ধারণা পাবেন।

👉 বাংলাদেশের মুক্তিযুদ্ধ পড়ার ক্ষেত্রে ব্যাসিক বিষয়ের পাশাপাশি বিভিন্ন গণহত্যা ইত্যাদি তথ্য গুলো ভালভাবে পড়বেন। তাছাড়া সাম্প্রতিক বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব দিন।যেমনঃ উন্নয়ন প্রকল্প, বাজেট, পরিকল্পনা, বৈশ্বিক কোন বিজয় ইত্যাদির খবরাখবর জানতে নিয়মিত সংবাদ পত্র পড়ুন।

👉 বাংলাদেশ জাতীয় বিষয়াবলীর জন্য প্রথমে ৯ম-১০ম বোর্ড বইটি ভাল করে পড়ে নিবেন। বাংলাদেশ অর্থনীতি পড়ার ক্ষেত্রে Bangladesh Economic Review and 5 years Plan এই দুটি তথ্য ছক ইন্টারনেট থেকে নামিয়ে পড়তে পারেন।

👉 বাংলাদেশের সংবিধান পড়ার ক্ষেত্রে ডাইজেস্ট / বাংলাদেশ সংবিধান ফলো করতে পারেন।মূলত সংবিধানের প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সংবিধানের সংশোধন সমূহ ইত্যাদি ভাল ভাবে পড়বেন। এতে আপনার লিখিত পরীক্ষার প্রস্তুতি এগিয়ে থাকবে।

👉 বাংলাদেশের প্রাচীন ইতিহাস যেহেতু অনেক বড় একটি সিলেবাস তাই বিগত বছরের প্রশ্নব্যাংক ভাল ভাবে এনালাইসিস করুন।

👉 পরীক্ষার আগের ২/৩ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ভালভাবে পড়ুন এবং যত পারেন BCS Model Test দিয়ে নিজের অবস্থান যাচাই করুন।

Leave a Comment